আপু আপনার রসমালাই দেখে খুব খেতে ইচ্ছে করছে। আমি রসমালাই খেতে অনেক পছন্দ করি। আমি একবার গুঁড়া দুধের রসমালাই বানিয়েছি কিন্তু সুজির রসমালাই কখনো বানানো হয়নি। আমার বাসায় সব কিছু আছে আমি সময় করে এই রেসিপি তৈরি করার চেষ্টা করবো। আপু খেতে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।