হ্যাঁ আপু সব মেয়েদেরই এই সমস্যা হয় কোথাও গেলে কি পড়বে কিভাবে সাজুগুজু করবো এই নিয়ে সমস্যা শুরু হয়। তবে যাই বলেন আপনাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে। সব বাচ্চারা ঘুরাঘুরি করতে অনেক পছন্দ করে। আমিও কিছু দিন আগে এক রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর খেলাধুলা করার ব্যবস্থা ছিল। রেস্টুরেন্টে এমন দৃশ্য দেখতে পেলে আমার খুব ভালো লাগে। আপনারা ছুটির দিন খুব সুন্দর সময় কাটিয়েছেন। ধন্যবাদ আপনার ঘুরাঘুরির সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু।আমার পোস্টে এত সুন্দর কমেন্ট করার জন্য। আমার মনে হয় প্রত্যক মেয়ে কেই শাড়িতে সুন্দর লাগে।বিয়ে র পর অনেক শাড়ি পড়তাম কিন্তু কুহু হওয়ার পর তেমন একটা পড়া হয়ে উঠা হয়না।সামলানো মুশকিল হয়ে যায়।হ্যা আপু ঠিক ই বলেছেন অনেক মজা করেছি।