টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা কার্ড
হ্যালো বন্ধুরা,
বৃষ্টিমুখর দিনে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে আর এমন সুন্দর দিনে ঘুম আর খাওয়া ছাড়া কিছুই ভালো লাগে না। আমার তো ইচ্ছে করে সারাদিন ঘুমাই। রিমঝিম বৃষ্টিতে টিনের ঘরে সবচেয়ে বেশি ভালো লাগে। বৃষ্টির টিপটিপ শব্দ শুনতে শুনতে রাতে ঘুমাতে খুব ভালো লাগে। এমন সুন্দর একটি দিনে আমাদের টিনটিন বাবুর জন্মদিন। নিশ্চয়ই দাদার পরিবারের সবাই টিনটিন বাবুকে নিয়ে খুব আনন্দে মেতে রয়েছেন। আমরা কাছে গিয়ে তো আর শুভেচ্ছা জানাতে পারবো না তাই দূর থেকেই সুন্দর একটি কার্ডের মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে দিলাম। শুভ জন্মদিন টিনটিন বাবু।
বর্তমানের বাচ্চারা জন্মদিন পালন করলে খুব খুশি হয়। বিশেষ করে কেক কাটলেন সবচেয়ে বেশি খুশি হয়। যাই হোক আজকে আমি কাগজ, পুঁতি,গ্লিটার পেপার আর সাইন পেন দিয়ে খুব সুন্দর একটি কার্ড বানিয়েছি। এই কার্ড বানাতে অনেকটা সময় লেগেছে। তবে যখন সম্পূর্ণ কাজ শেষ হলো তখন দেখতে খুব ভালো লেগেছে। এই ধরনের কার্ড বানাতে খুব ভালো লাগে। তাছাড়া এই ধরনের শুভেচ্ছা কার্ড বানিয়ে কাউকে উপহার দিলে দেখে খুব খুশি হবে। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
১. সাদা কাগজ
২.গাম
৩. গ্লিটার পেপার
৪. কাঁচি
৫. পুঁতি
৬. সাইন পেন
১ম ধাপ
প্রথমে সাদা পেপার দু'ভাজ করে নিলাম। এবার উপরের অংশ ডিজাইন করে কেটে নিয়েছি।
২য় ধাপ
এবার উপরের অংশ বিভিন্ন কালারের সাইন পেন দিয়ে কালার করে নেব।
৩য় ধাপ
এরপর গ্লিটার পেপার দিয়ে কিছু লাভ বানিয়ে নিলাম। এবার কার্ডের সাদা অংশ হ্যাপি বার্থডে লিখে তার চারপাশে লাভগুলো লাগিয়ে নিলাম।
৪র্থ ধাপ
এবার ক্লে দিয়ে একটি গোলাপ ফুল বানিয়ে নিলাম। এরপর কার্ডের উপরে লাগিয়ে নিয়েছি।
শেষ ধাপ
সবশেষে সাদা অংশের মধ্যে বিভিন্ন কালারের সাইন পেন দিয়ে ফোঁটা দিয়ে দিয়েছি। এরপর পুঁতি দিয়ে চারপাশে সাজিয়ে নিয়েছি। এভাবেই হয়ে গেলো টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা কার্ড বানানো।
ফাইনাল আউটপুট
এবার আমি কার্ডের ফটোগ্রাফি করে নিলাম। টিনটিন বাবুর জন্য অনেক অনেক দোয়া রইল যেনো বড় হয়ে একজন আদর্শ মানুষ হতে পারে আর বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
এত সুন্দর একটা শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন, যেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। টিনটিন বাবুর জন্য তৈরি করা এই শুভেচ্ছা কার্ড আপনি খুবই সুন্দর করে দক্ষতার সাথে করেছেন দেখেই অসম্ভব ভালো লেগেছে। এই কার্ডের ফাইনাল আউটপুট অনেক বেশি সুন্দর ছিল। উপরের পুঁতি গুলো খুব সুন্দর করে বসিয়েছেন আপনি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কার্ড তৈরি করে সবার মাঝে শেয়ার করার জন্য।
ভাইয়া চেষ্টা করেছি সুন্দর একটি কার্ড বানানোর জন্য আর আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
https://x.com/TanjimaAkter16/status/1839308571609280579?t=9wkv58zVyZiQxqBCRgRYWA&s=19
প্রথমেই জানাই টিনটিন বাবুকে শুভ জন্মদিন। সত্যি আপু আজকে টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে অনেক সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। বিশেষ করে কয়েকটা কালার দেওয়াতে দেখতে বেশি দারুন লাগছে। সত্যি এরকম কার্ড জন্মদিনের উপহার পেলে অনেক বেশি ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপু টিনটিনের জন্য এত সুন্দর একটা কার্ড তৈরি করার জন্য।
আপু আপনার কাছে কয়েকটা কালার ব্যবহার করে কার্ড সাজানোতে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
দারুণ একটি জন্মদিনের কার্ড তৈরি করেছেন আপনি দেখে মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর ভাবে কার্ড তৈরি করে টিনটিনের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিনের কার্ড আপনি কিভাবে তৈরি করলেন সেই ধাপ সমূহ বিস্তারিত উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপু আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো।
টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে কি সুন্দর কার্ডটি বানালেন। ফুলের সঙ্গে কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। সম্পূর্ণ মানানসই। আপনার কার্ড আপনার সৃজনশীলতার একটি সুন্দর প্রকাশ ঘটিয়েছে। সামনে দিতে না পারলেও আশা করলাম এই কার্ড টিনটিনের জন্মদিনে তার হাতে শুভেচ্ছা মারফৎ পৌঁছে গেছে।
ভাইয়া আপনার কাছ থেকে প্রশংসা পেয়ে ধন্য হয়ে গেলাম। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামতের জন্য।
একদম ঠিক বলেছেন আপু এই বৃষ্টির দিনে কোন কাজ করতে ইচ্ছা করে না। মনে হয় যেন সারাদিন শুয়ে বসে থাকি। যাই হোক তারপরও আপনি টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে চমৎকার একটি কার্ড তৈরি করেছেন। কার্ডটি তৈরি করতে যে অনেক সময় লেগেছিল দেখেই বোঝা যাচ্ছে। অন্ধকারে রেখে ছবি তোলার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে।
আপু ঘুমাতে তো ইচ্ছে করে কিন্তু কাজের জন্য আর পারি না। হ্যাঁ আপু অনেক সময় নিয়ে এই কার্ড বানিয়েছি। ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য।
আপু আপনার তৈরি করা শুভেচ্ছা কার্ড অসাধারণ হয়েছে। আমি তো দেখেই অবাক হয়ে গেছি। অনেক সুন্দর একটি কার্ড তৈরি করেছে। টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা কার্ড দারুণভাবে তৈরি করেছেন। আর সুন্দর করে উপস্থাপন করেছেন আপু। খুবই ভালো লেগেছে আমার।
আপু আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
কার্ড টা তো ভীষণ সুন্দর হয়েছে আপু। আপনি যত্ন সহকারে পুরো কার্ডটা খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। বেশ ভালো লাগলো আপনার এই শুভেচ্ছা কার্ডটা দেখে। টিনটিন বাবু এটা দেখলেও খুব খুশি হবে। গোলাপ ফুল এবং ছোট ছোট লাভ শেপের কারণে বেশ আকর্ষণীয় লাগছে দেখতে। ধন্যবাদ আপু।
আপু আপনার কাছে এত ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
ঠিক বলেছেন আপু জন্মদিনে বাচ্চারা কেক কাটতে বেশি মজা পায়।তাদের সব আনন্দ কেক কাটা নিয়ে। তবে টিনটিন বাবুর জন্ম দিন উপলক্ষ্যে আপনার বানানো কার্ডটি বেশ সুন্দর হয়েছে। বেশ কিছু উপকরণ ব্যবহার করে কার্ডটি বানিয়েছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে আপনার বানানো কার্ডটি। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।
আপু আপনার কাছে আমার বানানো এই কার্ড ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
প্রথমে টিনটিন বাবুর জন্য দোয়া রইল।বাহ আপু আপনি দেখতেছি টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে খুব সুন্দর শুভেচ্ছা কার্ড বানিয়েছেন। গ্লিটার পেপার এবং সাদা কাগজ ব্যবহার করার কারণে শুভেচ্ছা কার্ড অসাধারণ হয়েছে। ধৈর্য ধরে চমৎকার একটি শুভেচ্ছা কার্ড বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।