রঙিন কাগজ দিয়ে ফুলের স্টিক
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করবো রঙিন কাগজ দিয়ে ফুলের স্টিক। রঙিন কাগজ দিয়ে বানানো জিনিস গুলো দিয়ে যখন আমরা ঘর সাজাই তখন যেনো ঘরের সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যায়। আমরা সবাই বিভিন্ন সময় রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করি। বিশেষ করে রঙিন কাগজ দিয়ে ফুল বানাতে সবচেয়ে বেশি ভালো লাগে। সেই ফুল গুলো দিয়ে ঘর সাজালে খুব সুন্দর লাগে। তেমনি আজ আমি খুব সুন্দর একটি ফুলের স্টিক তৈরি করেছি। এই ধরনের ফুলের স্টিক একসাথে অনেক গুলো বানিয়ে ফুলদানির মধ্যে রেখে দিলে দেখতে খুব সুন্দর দেখাবে। আমি চিন্তা করেছি একদিন অনেক গুলো স্টিক বানিয়ে ফুলদানি সাজাবো। আপনারা খুব তাড়াতাড়ি আমার সেই পোস্ট দেখতে পারবেন। আমার কাছে এই ফুলের স্টিক অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
১. রঙিন কাগজ
২.কম্পাস
৩. স্কেল
৪. গাম
৫. পেন্সিল
১ম ধাপ |
---|
প্রথমে হলুদ কাগজকে ছোট পিস করে কেটে নেবো। এরপর দুই মাথা সমান করে বাড়তি অংশ কেটে নেবো।
২য় ধাপ |
---|
এবার প্রতিটা পিস ভাঁজ করে বাড়তি অংশ কেটে নেবো।
৩য় ধাপ |
---|
এখন মাঝখানের একটি অংশ খুলে ফুলের পাপড়ির মত কেটে নেবো। এরপর ভাঁজ গুলো খুলে নেবো।
৪র্থ ধাপ |
---|
এবার প্রতিটা ফুল কেটে নেবো। এরপর গাম দিয়ে ছোট পিস লাগিয়ে নেবো।
৫ম ধাপ |
---|
এখন সবুজ কালার পেপার দিয়ে একটি স্টিক বানিয়ে নেবো। এরপর মাথায় একটি ছোট ফুল লাগিয়ে নেবো।
৬ষ্ট ধাপ |
---|
এবার একটি একটি ফুল স্টিকের মধ্যে লাগিয়ে নেবো।
৭ম ধাপ |
---|
এবার সবুজ কালার পেপার নিয়ে পাতা বানিয়ে নেব।
শেষ ধাপ |
---|
সবশেষে এবার পাতা স্টিকের নিচে লাগিয়ে নেবো। তাহলেই হয়ে যাবে আমার আজকের রঙিন কাগজ দিয়ে ফুলের স্টিক তৈরি।
ফাইনাল আউটপুট |
---|
ডাই প্রজেক্ট এর সমস্ত কাজ কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি। বন্ধুরা, আজকে শেয়ার করা "রঙিন কাগজ দিয়ে ফুলের স্টিক" আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
রঙিন কাগজ দিয়ে আপনি আজ খুব চমৎকার একটি ফুলের স্টিক বানিয়েছেন। খুবই চমৎকার হয়েছে আপনার বানানো ফুলের স্টিকটা।গুছিগে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
https://x.com/TanjimaAkter16/status/1835359126546960521?t=J-wEC--XBUIjh6-eT5MoJg&s=19
আসলে ছোটবেলায় আমার বোনেদের দেখতাম যে তারা এসব কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ছোট ছোট ফুল তৈরি করে ঘরের বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখত। তেমনি আপনিও আজকে খুব সুন্দর একটা ফুলের স্টিক কাগজের মাধ্যমে তৈরি করেছেন। এছাড়াও এই ফুলের স্টিকটি তৈরীর প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
ছোটবেলায় আপনার বোনেরা এভাবে ফুলের স্টিক বানিয়ে ঘর সাজিয়ে রাখতো জেনে ভালো লাগলো। আপনার সুন্দর মন্তব্য পড়ে খুব ভালো লেগেছে। ধন্যবাদ।
বাহ আপু রঙিন কাগজ দিয়ে বেশ দারুণ করে একটি ফুলের স্টিক তৈরি করেছেন দেখছি। এমন ভাবে বিভিন্ন কিছু তৈরি করে ঘরের সৌন্দর্য আরো দ্বিগুণ করে দিতে পারি।অসম্ভব সুন্দর হয়েছে আপু। অনেক ধন্যবাদ আপু।
গঠনমূলক মন্তব্য করে প্রশংসা করার জন্য ধন্যবাদ।
ঠিকই বলেছেন আপু এই ধরনের স্টিক গুলো একসাথে অনেকগুলো বানিয়ে রাখলে দেখতে ভালো লাগে । তবে একটি বানাতে যে সময় লাগে একসাথে অনেকগুলো বানানো আসলেই অনেক কষ্টকর । আপনার ফুলটি কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে ।
হ্যাঁ আপু একটি বানাতে যে সময় লাগে অনেক গুলো বানাতে আরও বেশি কষ্টকর। আপনার কাছ থেকে প্রশংসা পেয়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।
রঙিন কাগজের কাজগুলো আমার কাছে বরাবরই ভালো লাগে।আপনি খুব সুন্দর একটি ফুলের স্টিক তৈরি করেছেন।এটা ফুলদানিতে সাজিয়ে রাখলে বাস্তবের মতোই দেখতে লাগবে।আসলে আপনার এই কাগজের তৈরি ফুলটি আমার কাছে হলুদ রজনীগন্ধা ফুলের মতোই লেগেছে।ধন্যবাদ আপনাকে।
দিদি আপনার কাছে হলুদ রজনীগন্ধার মতো মনে হয়েছে শুনে খুব খুশি হলাম। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
বাহ্ রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে ফুলের স্টিক বানালেন যা দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি ঠিক বলেছেন আপু এই স্টিক অনেকগুলো একসাথে বানিয়ে ফুলদানিতে রাখলে দেখতে অনেক সুন্দর লাগে।আপনার পরবর্তী ফুলের টবে রঙিন কাগজের ফুলের স্টিক দিয়ে সাজানোর পোস্টের অপেক্ষায় রইলাম।
ঠিক আছে আপু খুব তাড়াতাড়ি সেই ফুলের টব শেয়ার করবো। ধন্যবাদ।
নিজের হাতে কোন কিছু তৈরি করার আনন্দটাই আলাদা। আপনি আপনার নিজের হাতে রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে একটি ফুলের স্টিক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটি দেখতে আমার কাছে আসলেই অনেক চমৎকার লাগছে। এই সমস্ত স্টিকগুলো দেয়ালে টাঙ্গিয়ে রাখলে দেয়ালের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়।
ঠিক বলেছেন নিজের হাতে কিছু তৈরি করলে তার আনন্দই বেশি। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
রঙিন কাগজের তৈরি ফুলের ডাই পোস্টটি দেখতে জাস্ট অসাধারণ লাগছে।এই ডাই গুলো তৈরি করতে বেশ সময়ের দরকার হয়।আপনি অনেকটা সময় নিয়ে পোস্টটি রেডি করে আমাদের মাঝে স্টেপ বাই স্টেপ উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু এই ধরনের ডাই তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আসলেই এই ধরনের ফুলের স্টিক গুলো ফুলদানিতে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি ফুলের স্টিক তৈরি করছেন। ধন্যবাদ আপু এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া এই ধরনের ফুলের স্টিক ঘরের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।