"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৮|| শেয়ার করো তোমার শীতকালীন সেরা ফুলের ফটোগ্রাফি
শুভ দুপুর
হ্যালো বন্ধুরা,আসসালামু-আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।
আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করবো শীতকালীন বেশ চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি। যেদিন এই প্রতিযোগিতার অ্যানাউন্সমেন্ট দেখেছি সেদিন থেকেই ভাবছি কবে অংশগ্রহণ করবো। কিন্তু বাসা থেকে বের হওয়ার সময় পাচ্ছিলাম না। এরপর গতকাল বিকাল বেলা বাসার পাশেই নার্সারিতে যাই। শীতকালে নার্সারিতে গেলে অনেক ধরনের ফুল দেখা যায়। ফুলের সেই সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। শীতকালের ফুলের মধ্যে গাঁদা ও সরিষা ফুল বেশ জনপ্রিয়। এবার গ্ৰামে গিয়ে সরিষা ফুলের কিছু ফটোগ্রাফি করে নিয়ে এসেছিলাম। এখন প্রতিযোগিতার জন্য সেগুলো কাজে লাগছে।
ফুল দেখলেই ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। নার্সারিতে গেলে আমার ছেলে বেশি খুশি হয়। সে বারবার বলবে আম্মু এই ফুলের ছবি তুলো ঐ ফুলের ছবি তুলো। ছেলের এই আনন্দ দেখলে খুব ভালো লাগে। আমি নার্সারি থেকে একসাথে অনেক গুলো ফুলের ফটোগ্রাফি করে নিয়ে এসেছি। সামনেই বসন্তকাল আসছে আর এখনি ফুলে ফুলে ভরে উঠছে চারপাশ। এই সময়টা আমার কাছে অনেক ভালো লাগে। এবারের প্রতিযোগিতার মাধ্যমে সবার কাছ থেকে বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি দেখতে পেয়ে খুব ভালো লাগছে। তাইতো আমার করা ফটোগ্রাফি নিয়ে চলে আসলাম। যদিও আপনাদের মতো এতটা সুন্দর হবে না তারপর ও চেষ্টা করেছি সুন্দর করার।
বর্তমানে ফটোগ্রাফি করা যেন আমাদের নেশায় পরিনত হয়ে গিয়েছে। ফটোগ্ৰাফি কি তা জানা ছিল না। কিন্তু আমার বাংলা ব্লগে জয়েন হওয়ার পর এই বিষয়ে জানতে পেরেছি। এখন বাহিরে বের হলেই কিছু না কিছু ফটোগ্রাফি করা হয়। এই প্লাটফর্মে অনেকে রয়েছে যারা খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে। তাদের ফটোগ্রাফি দেখলে নিজের মধ্যেও সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার চেষ্টা জাগে। ফটোগ্ৰাফি করাটাও একটা আর্ট। যত বেশি সময় নিয়ে বিভিন্ন এঙ্গেল ধরে ফটোগ্রাফি করা হবে ফটোগ্রাফি দেখতে ততটাই সুন্দর হবে। যাই হোক চলুন আমার ফটোগ্রাফি গুলো দেখে নেই।
সরিষা ফুলের ফটোগ্রাফি
শীতকালীন ফুলের নাম বলতে গেলে প্রথমেই মনে পড়ে সরিষা ফুলের কথা। সবুজের বুকে হলুদ ফুল যেন এক নতুন মাত্রা নিয়ে আসে। এবার গ্ৰামে গিয়ে আমরা সবাই সরিষা ক্ষেতে ঘুরতে গিয়েছিলাম। তখন এই ফটোগ্রাফি গুলো করেছিলাম। শীতের সময়ে চারপাশে যেদিকে যাওয়া যায় শুধু সরিষা ফুলে ভরা থাকে।
এবার দেখতে পাবেন সরিষা ক্ষেতে আমার দুটি ময়না পাখি দাঁড়িয়ে রয়েছে। একটি আমার ছেলে তাকে তো সবাই চিনেন আর লালপরীটা হচ্ছে আমার ভাতিজি। সেদিন সরিষা ক্ষেতে গিয়ে দু'জন খুব আনন্দ পেয়েছে।
গাঁদা ফুলের ফটোগ্রাফি
এরপর শীতের ফুলের মধ্যে গাঁদা ফুলের নাম খুবই পরিচিত। প্রথমে দেখাবো হলুদ গাঁদার ফটোগ্রাফি। আমি যখন গ্ৰামের বাড়িতে থাকতাম তখন শীত আসার আগেই ছোট ছোট চারা এনে বাড়ির সামনে বাগানের মতো করে নিতাম। শীতের সময়ে একসাথে যখন ফুল ফোটে উঠতো তখন দেখতে বেশ সুন্দর দেখাতো। গাঁদা ফুল দিয়ে মালা বানাতে খুব ভালো লাগে।
এবার দেখাবো রক্ত গাঁদা ফুলের ফটোগ্রাফি। এটাকে আবার টেগেট ইরেক্টা ফুল ও বলা হয়। তবে আমি রক্ত গাঁদা নামেই চিনি। এই গাঁদা ফুলের কালার আরও বেশি ভালো লাগে। বাগানে একসাথে অনেকগুলো ফুল দেখতে বেশি ভালো লাগে। এই ফটোগ্রাফি নার্সারি থেকে করেছি।
তারকা জুঁই
এবার দেখাবো তারকা জুঁই ফুলের ফটোগ্রাফি। তারার মতো দেখতে বলে এই ফুলের নাম তারকা জুঁই। সবুজ পাতার ফাঁকে সাদা ফুল খুব সুন্দর ভাবে ফুটে থাকে। এর সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। তাছাড়া এই ফুলের ঘ্রাণ খুব সুন্দর।
বেগুনী এস্টার ফুল
এবার দেখাবো বেগুনী এস্টার ফুলের ফটোগ্রাফি। এই ফুল দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার কাছে এই ফুল খুব ভালো লেগেছে। বিশেষ করে এই ফুলের কালার খুব সুন্দর। এই ফুলের বাগান করলে দেখতে খুব সুন্দর দেখাবে।
ক্রাইস্যান্থেমাম মরিফোলিয়াম ফুল
এবার দেখাবো ক্রাইস্যান্থেমাম মরিফোলিয়াম ফুলের ফটোগ্রাফি। যদিও এই ফুলের নাম আমার জানা ছিল না গুগল সার্চ করে জানতে পেরেছি। এবার নার্সারিতে গিয়ে এই ফুল দেখতে পেলাম। এই ফুল দেখতে খুব সুন্দর। এই ফুলের মধ্যে খুব সুন্দর দুটি কালার রয়েছে।
জিনিয়া ফুল
এবার দেখাবো জিনিয়া ফুলের ফটোগ্রাফি। এই ফুল দেখতে যেমন সুন্দর তেমনি ফুলের কালার আরও বেশি সুন্দর। আমার কাছে এই ফুল খুব ভালো লেগেছে।
কসমস ফুল
এবার দেখাবো দুই ধরনের কসমস ফুলের ফটোগ্রাফি। সাদা ও গোলাপী কালারের কসমস ফুল। কসমস ফুল আমার কাছে অনেক ভালো লাগে। কসমস ফুলের ও বিভিন্ন প্রজাতি রয়েছে। বাড়ির সামনে এই ফুলের বাগান করলে দেখতে খুব ভালো লাগবে।
ডালিয়া ফুল
এবার দেখাবো ডালিয়া ফুলের ফটোগ্রাফি। এই ফুলের বিভিন্ন প্রজাতি রয়েছে। আমার কাছে ডালিয়া ফুলের সবগুলো কালার খুব ভালো লাগে। আজকের ফুলের মধ্যে খুব সুন্দর দুটি কালার রয়েছে। যার জন্য দেখতে এতটা সুন্দর দেখাচ্ছে।
জিপসোফিলা
সবশেষে এবার দেখাবো জিপসোফিলা ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো শীতকালেই পাওয়া যায়। ছোট ছোট ফুল দেখতে বেশ চমৎকার লাগে। এই ফুল একসাথে অনেক গুলো ফোটে থাকে বলে দেখতে বেশি ভালো লাগে।
এই হলো আমার আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শীতকালীন সেরা ফুলের রেনডম ফটোগ্রাফি। আশা করি আমার আজকের ফটোগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্য করে জানাবেন। যাই হোক আমার লেখা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই দোয়া কামনা করি।
পোস্টের বিবরণ
ডিভাইসের নাম | vivo y16 |
---|---|
ফটোগ্রাফার | @tanjima |
ক্যাটাগরি | ফটোগ্রাফি |
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
https://x.com/TanjimaAkter16/status/1881972007962804520?t=IUPBfIy-R-APHuMrVFxXqw&s=19
জিপসোফিলা ফুলগুলো আগে কখনো দেখা হয়নি। ফুলগুলো দেখতে খুবই সুন্দর। আপনি বেশ দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন আপু। কসমস ফুল এবং এস্টার ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। বেগুনি রংয়ের এস্টার ফুল আমি বেশ পছন্দ করি। তবে এ বছর এগুলো দেখিনি এখনো। আপনার ফটোগ্রাফিতে দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপু।
আপু জিপসোফিলা ফুলগুলো আমিও কখনও দেখিনি। এই ফুলগুলো ছোট হলেও দেখতে খুব সুন্দর। ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।
প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর ভাবে কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। অনেক অনেক ভালো লাগলো আপনার চমৎকার এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে। যেখানে আপনি একসাথে অনেকগুলো শীতকালীন ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম।
আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার শীতকালীন সেরা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে, আর আমার কাছে দেখতেও খুব ভালো লেগেছে। শীতকালীন ফুল গুলো অনেক সুন্দর আর আমার কাছে দেখতেও ভালো লাগে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এটা দেখেই অনেক ভালো লেগেছে।
আপু আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
আজকে আপনার মাধ্যমে নতুন কিছু ফুলের সাথে পরিচিত হতে পারলাম। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি শীতকালীন ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এজন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আপনার জন্য শুভকামনা রইলো আপু।
প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। কসমস ফুল আমার খুব পছন্দ। কসমস ফুল এবং গাঁদা ফুলের ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো। তাছাড়া বাকি ফটোগ্রাফি গুলোও দারুণ হয়েছে। যাইহোক ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বাহ্ আপনি অনেক সুন্দর সুন্দর শীতকালীন ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন আপু। না তোলা প্রতিটা ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে।সবগুলো ফটোগ্রাফির সাথে অনেক সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।