চোখ ধাঁধানো বাবল বেলুন এর পেইন্টিং
আসসালামু আলাইকুম বন্ধুরা
আমার বাংলা ব্লগের সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।
আজ আবারও নতুন একটি পেইন্টিং নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করবো চোখ ধাঁধানো বাবল বেলুন এর পেইন্টিং। অনেক দিন হয়েছে পেইন্টিং করা হয়না তাই ভাবলাম এই সপ্তাহে একটি পেইন্টিং শেয়ার করবো। যেই ভাবা সেই কাজ। কিন্তু কি পেইন্টিং করবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না। এরপর আমার কালো আর্ট পেপারের নোটবুক সামনে পড়তেই ভাবলাম এর উপরেই কিছু একটা পেইন্টিং করা যাক। এরপর আমি বুদবুদ এর পেইন্টিং করে নিলাম। এই পেইন্টিং করতে আমি কিছু জিনিস ব্যবহার করেছি যেগুলো আমরা সবসময় ফেলে দেই। আমার এই পেইন্টিং এর জন্য ফেলে দেওয়া জিনিস গুলো খুব কাজে লেগেছে। যেমন টিস্যু রোল, ঔষধের কাপ,গাম এর ঢাকনা। এগুলো দিয়ে আমার বৃত্ত আঁকতে হয়েছে। তাইতো এই পেইন্টিং অন্যসব পেইন্টিং থেকে একটু আলাদা।
তাছাড়া এই পেইন্টিং এর মধ্যে বিভিন্ন কালার ব্যবহার করা হয়েছে বলে হঠাৎ তাকালে একদম চোখ ধাঁধিয়ে যায়। আমার এই পেইন্টিং ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন একদমই বাস্তবের বাবল এর মতোই দেখাচ্ছে। আমরা যখন দোকান থেকে বোতল কিনে ফুঁ দিয়ে বাবল বেলুন ফোলাই তখন তারমধ্যে বিভিন্ন কালার ভেসে উঠে। আমি সেই দৃশ্য মনে রেখে কালার গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি সেই কালার ফুটিয়ে তুলতে কতটুকু পেরেছি কিংবা পারিনি তা আপনারা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দেবেন? আপনাদের সুন্দর কমেন্ট এর অপেক্ষায় রইলাম। এই পর্যন্ত সাদা পেপারের উপর অনেক পেইন্টিং কিংবা আর্ট করেছি। কিন্তু কালো পেপারের উপর প্রথমবার করে খুব ভালো লেগেছে। কালো আর্ট পেপারে যে আর্টগুলো এত সুন্দরভাবে ফুটে উঠে তা এই আর্ট না দেখলে বুঝতে পারতাম না। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
১. কালো আর্ট পেপার
২. পোস্টার রং
৩. তুলি
৪. টিস্যু রোল
৫. ঔষধের কাপ
৬. গামের ঢাকনা
১ম ধাপ
প্রথমে আমি তুলি দিয়ে সাদা রং টিস্যু রোল এর গোল মাথার চারপাশে লাগিয়ে নিলাম। এরপর কালো আর্ট পেপারে বসিয়ে বড় বৃত্ত এঁকে নিয়েছি।
২য় ধাপ
এবার একইভাবে ঔষধের কাপের মাথায় সাদা রং লাগিয়ে একটু ছোট করে বৃত্ত এঁকে নিয়েছি।
৩য় ধাপ
একইভাবে গামের ঢাকনার মাথায় সাদা রং লাগিয়ে আর ছোট ছোট বৃত্ত এঁকে নিলাম।
৪র্থ ধাপ
এররপর মিষ্টি কালার দিয়ে সবগুলো বৃত্তের মধ্যে ডিজাইন করে নিলাম। তারপর হালকা নীল কালার দিয়ে দিলাম।
৫ম ধাপ
এবার সাদা ও আকাশি রং মিলিয়ে হালকা কালার বানিয়ে দিয়ে দিলাম।
৬ষ্ট ধাপ
এরপর বেগুনি কালার দিয়ে কালার করে নিলাম।
৭ম ধাপ
এবার সাদা কালার দিয়ে ডিজাইন করে নিলাম।
৮ম ধাপ
এরপর ছিটানো তারা আর কিছু ফোঁটা দিয়ে নিলাম।
শেষ ধাপ
সবশেষে এবার বৃত্তের বাহিরে সব জায়গা সাদা রং দিয়ে ফোঁটা দিয়ে নিয়েছি। এভাবেই শেষ হলো আমার আজকের চোখ ধাঁধানো বাবল বেলুন এর পেইন্টিং।
ফাইনাল আউটপুট
পেইন্টিং এর সমস্ত কাজ কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।
🎨পোস্ট বিবরণ🎨
শ্রেণী | পেইন্টিং |
---|---|
ক্যামেরা | Vivo Y16 |
চিত্রকর | @tanjima |
লোকেশন | ঢাক, বাংলাদেশ |
বন্ধুরা, আজকে শেয়ার করা চোখ ধাঁধানো বাবল বেলুন এর পেইন্টিং আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপু, আপনার আর্ট সত্যিই অসাধারণ।চোখ ধাঁধানো বাবল বেলুন এর পেইন্টিং দেখে মনে হলো যেন বাস্তবের বাবুলকে সামনে দাঁড় করিয়ে রেখেছেন। প্রতিটি ধাপে ধাপে নিখুঁত বর্ণনা ও শৈল্পিক সূক্ষ্মতা চমৎকার ভাবে ফুটে তুলেছেন । এত সুন্দর কাজ শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপু আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হয়েছি। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
আপু আপনার আর্টটি অসাধারণ ছিল। সত্যি দেখতে একেবারে বাস্তবের বাবুল মনে হচ্ছে। ধাপ গুলো সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু হঠাৎ তাকালে সত্যিকারের বেলুন এর মতোই লাগে। ধন্যবাদ।
আপু আপনার চোখ ধাধানো বেলুনের পেইন্টিং দেখে আমার কিন্তু সত্যি সত্যি চোখে ধাধা লেগে গেল। বেশ সু্ন্দর করে পেইন্টিং করার ধাপগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন্ ধন্যবাদ আপনার এমন দারুন একটি পোস্টের জন্য।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বাহ্,সুন্দর একটি আর্ট আজ শেয়ার করেছেন আপু। আপনার চোখ ধাধানো আর্টটি দেখে সত্যি ই আমার চোখে ধাধা লেগে গেলো। ধাপে ধাপে আর্টটি দেখে আমার খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার এই আর্টটি শেয়ার করার জন্য।
আমার আর্ট দেখে আপনার চোখ ধাঁধিয়ে গিয়েছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
আপনি খুব সুন্দর বাবল বেলুন এঁকেছেন আপু। দৃশ্যটা দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। কালো পেপার এর উপর খুব সুন্দরভাবেই আর্ট করেছেন। দেখে মনে হচ্ছে এটা সত্যিকারের বাবল। খুব সুন্দর ভাবে পেইন্টিং করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পেইন্টিং শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু দেখতে একদম সত্যিকারের মতোই দেখাচ্ছে। ধন্যবাদ।
আসলে আপু পেইন্টিং গুলো চোখ ধাঁধানোর মতোই হয়েছে। এ ধরনের পেইন্টিং গুলো দেখতে ভীষণ ভালো লাগে আমার কাছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার করা এই পেইন্টিংটা দেখে আমি তো কোনো রকমেই চোখ ফেরাতে পারছিলাম না। অনেক সুন্দর করে আপনি এই পেইন্টিংটা করেছেন। একেবারে চোখ ধাঁধানো ছিল এই পেইন্টিং , এটা বললেই হচ্ছে। বাবল বেলুনের পেইন্টিংটা আপনি অনেক সুন্দর করে করেছেন। পুরোটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনার করা পেইন্টিং এর প্রশংসা করতেই হচ্ছে।
আপু আমি চেষ্টা করেছি বাবল বেলুন ফুটিয়ে তোলার জন্য আর আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
আমি প্রথমত মনে করেছিলাম এগুলো কি। এরপরে বিস্তারিত দেখে অবাক হলাম। কাগজের উপর অঙ্কিত এত সুন্দর চিত্র। ফটোগ্রাফির জন্য আরো বেশি ভালো লাগছে। অনেক সুন্দর অংকন করেছেন আপু।
ভাইয়া হঠাৎ দেখলে বাস্তবের বেলুনের মতোই দেখায়। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
বেশ কিছুদিন ধরে এই ধরনের বেলুন গুলো অনেক টা ভাইরাল। বিশেষ করে মেলায় এই বেলুনের চাহিদা অনেক বেশি। আপনার আর্ট করা চোখ ধাঁধানো বাবল বেলুন এর পেইন্টিং টি অসাধারণ হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে আর্ট টি সম্পন্ন করেছেন।
হ্যাঁ ভাইয়া কিছুদিন ধরে এই বেলুন সব জায়গায় ভাইরাল রয়েছে বলেই আমিও করে নিলাম। ধন্যবাদ।