আর্ট//নদী ঘেরা গ্ৰামের প্রাকৃতিক দৃশ্যের আর্ট
শুভ সকাল
আসসালামু আলাইকুম বন্ধুরা,
আমার বাংলা ব্লগের সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।
আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করবো নদী ঘেরা গ্ৰামের প্রাকৃতিক দৃশ্যের আর্ট। গ্ৰামের প্রকৃতি সবসময়ই আমাদের মুগ্ধ করে। তাইতো যেখানেই থাকি না কেন বারবার ছুটে যাই সেই প্রকৃতির কাছে। এই গ্ৰামীণ সৌন্দর্য যত দেখি ততই আরও দেখতে ইচ্ছে করে। আমার কাছে এমন মনে হয় যেন,এই প্রকৃতি রক্তের সাথে মিশে রয়েছে। সময়ের সাথে সাথে জীবিকার তাগিদে শহরে অবস্থান করার জন্য একটু হলেও এই নদী ঘেরা প্রকৃতি থেকে বিচ্ছিন্ন রয়েছি। তারপরও সুযোগ পেলেই ছুটেই যাই পরম শান্তির জায়গায়। যেখানে গেলে মন প্রাণ সব কিছু শীতল হয়ে যায়। প্রকৃতির এই মায়া যেন শীতের চাদরের মতো ঢেকে রেখেছে। এসব কিছু কল্পনা করতে করতেই এই আর্ট করা।
আমি চেষ্টা করেছি আমার এই আর্টের মধ্যে নদী ঘেরা গ্ৰামের প্রকৃতি ফুটিয়ে তোলার। এমন দৃশ্য বাস্তবে দেখতে যেমন ভালো লাগে তেমনি আর্টের মধ্যে দেখতেও খুব ভালো লাগে। বিভিন্ন কালারের মাধ্যমে প্রকৃতি যেন বাস্তবের রূপের মতো ফুটে উঠেছে। আমার এই আর্ট সম্পূর্ণ করতে অনেক সময় লেগেছিল। ছেলের জন্য তেমন বেশি আর্ট করতে পারি না। সেজন্য গতকাল রাতে ঘুম পাড়িয়ে তারপর এই আর্ট সম্পূর্ণ করেছি। আপনি যত নিরিবিলি বসে মন শান্ত করে আর্ট করবেন আপনার আর্ট ততই সুন্দর হবে। কিন্তু আমরা অনেক সময় তা পাইনি বলে হয়তো আর্ট করা সম্ভব হয় না। তারপর যতটুকু সময় পাই আমি চেষ্টা করি সুন্দর কিছু করার। সম্পূর্ণ দৃশ্য আর্ট করার পর আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি নদী ঘেরা গ্ৰামের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের ও মুগ্ধ করবে। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
১. আর্ট পেপার
২. মোম রং
৩. পেন্সিল
৪. রাবার
৫. কালো কলম
৬. পেন্সিল রং
♥️১ম ধাপ♥️
প্রথমে আর্ট পেপারের চারপাশে মাস্কিং টেপ লাগিয়ে নেবো। এরপর একপাশে একটি ঘর এঁকে নিয়েছি।
♥️২য় ধাপ♥️
এবার ঘরের উপরে একটি গাছ এঁকে নেব।
♥️৩য় ধাপ♥️
এরপর ঘরের পাশে একটি নৌকা ও একটি বাঁশের সাঁকো আর ঘাস এঁকে নেব।
♥️৪র্থ ধাপ♥️
এবার অপর পাশে আরও একটি ঘর এঁকে নেব।
♥️৫ম ধাপ♥️
এখন ঘরের উপরে গাছ এঁকে নেব। এরপর রাস্তা এঁকে নেব।
♥️৬ষ্ট ধাপ♥️
এরপর আরও কিছু ঘর ও গাছপালা এঁকে নেব।
♥️৭ম ধাপ♥️
এবার গাছের কাছে আরও দুটি নৌকা এঁকে নেব। এরপর বিভিন্ন রাস্তার শেপ দিয়ে নেবো।
♥️৮ম ধাপ♥️
এখন কালো কলম দিয়ে সম্পূর্ণ আর্ট ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
♥️৯ম ধাপ♥️
এবার আকাশী কালার মোম রং দিয়ে আকাশ কালার করে নিলাম।
♥️১০ম ধাপ♥️
এরপর সবুজ কালার নিয়ে গাছ গুলো কালার করে নিলাম।
♥️১১তম ধাপ♥️
এবার ঘরসহ আশেপাশে কিছু ফুল ও গাছ কালার করে নিলাম।
♥️১২ তম ধাপ♥️
এরপর বাড়ির সামনের অংশ কালার করে নেবো।
♥️১৩ তম ধাপ♥️
এবার বাঁশের সাঁকো ও রাস্তা কালার করে নিলাম।
♥️ শেষ ধাপ♥️
সবশেষে এবার নদী ও নৌকা কালার করে নেবো। এরপর মাস্কিং টেপ খুলে নেবো। তাহলেই হয়ে যাবে আমার আজকের নদী ঘেরা গ্ৰামের প্রাকৃতিক দৃশ্যের আর্ট। এরপর ফাইনাল আউটপুট এর জন্য বিভিন্ন ভাবে ফটোগ্রাফি করে নেবো
♥️ ফাইনাল আউটপুট ♥️
এবার বিভিন্ন ভাবে এর ফটোগ্রাফি করে নিলাম। বন্ধুরা, আজকে শেয়ার করা নদী ঘেরা গ্ৰামের প্রাকৃতিক দৃশ্য আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
প্রাকৃতিক দৃশ্যের অসাধারণ সুন্দর একটি চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই চিত্র অংকনে নদী এবং নদীর আশেপাশে গ্রামীণ জনপদের চমৎকার চিত্র অঙ্কন করে সেটা সুন্দরভাবে রং করে দেওয়াটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
সব মিলিয়ে আপনার কাছে আমার এই আর্ট ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
Congratulations, your post was upvoted by @supportive.
Thanks
বাহ আপু আপনার এরকম মনোমুগ্ধ করার আর্ট দেখে আমার তো বেশ ভালো লাগছে। এরকম গ্রামের প্রাকৃতিক দৃশ্য গুলো আঁকালে ভালো লাগে দেখতে। নদীতে নৌকা বাধা, গ্রামের মেঠো পথ সবকিছু পারফেক্ট। আর্টের সাথে সাথে বর্ণনা গুলো ভালো করে দিয়েছেন আপু। প্রশংসা না করে থাকতে পারলাম না।
আপু আপনার কাছে আমার এই আর্ট পারফেক্ট লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
গ্রামীন প্রাকৃতিক দৃশ্য গুলো আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে খুব সুন্দর করে একটা আর্ট করেছেন গ্রামীন দৃশ্যের। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আপনার এই দৃশ্যটা দেখতে। কালার কম্বিনেশনটা অসম্ভব সুন্দর ছিল। দেখেই বুঝতে পারছি পুরোটা অঙ্কন করতে আপনার অনেক সময় লেগেছে।
ভাইয়া আপনার কাছে আমার এই আর্ট ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
আমরা সবাই চেষ্টা করি প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য। কারণ আমাদের কাছে প্রাকৃতিক সৌন্দর্য মানে মনের শান্তি ও প্রশান্তি। আপনি আজকে অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর্টের মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগছে আপু। অনেকগুলো কালারের সমন্বয়ে করা আর্ট দেখে মুগ্ধ হলাম। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
এরকম প্রাকৃতিক দৃশ্যের আর্ট গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে নদী ঘেরা গ্ৰামের প্রাকৃতিক দৃশ্যের আর্ট করেছেন। আপনার আর্ট করা দৃশ্য টি অসাধারণ হয়েছে আপু। আপনি একদম নিখুঁত ভাবে আর্ট টি সম্পন্ন করেছেন।
আপনার কাছে এই আর্ট ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
প্রতিনিয়ত আমাদের প্রিয় কমিউনিটির প্রত্যেকের আর্ট গুলি দেখে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি আমি। যেমন আপনার আজকের নদী-ঘেরা গ্রামের প্রাকৃতিক দৃশ্যটি দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম। নদীর উপরে ব্রিজ, বাড়ি এবং নদীর ধারে গাছগুলোর দারুন কম্বিনেশন দিয়ে আর্টটি সম্পূর্ণ করেছেন। সত্যি বলতে আপনার আর্টটি আমাকে মুগ্ধ করে দিয়েছে। আশা করছি আগামীতে এর থেকেও চমৎকার আর্ট আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পারবো।
ভাইয়া দোয়া করবেন যেন সামনে আরও ভালো আর্ট শেয়ার করতে পারি। ধন্যবাদ।
আপনি অনেক সুন্দর ভাবে প্রাকৃতিক সৌন্দর্য একটি কাগজের মধ্যে একে দেখাতে সক্ষম হয়েছেন। আর এই দেখানোর মধ্যে আপনার সুন্দর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটেছে। এটা আমি মনে করি বেশ বড় একটি ট্যালেন্টের পরিচয়।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপু আপনি আজ চমৎকার ভাবে একটি গ্রামীণ দৃশ্য আর্ট করলেন।এ ধরনের আর্ট গুলো খুবই ভালো লাগে দেখতে।ছবির মধ্যে সুন্দর গ্রামের দৃশ্যটি আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু সুন্দর ভাবে আর্টটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
গ্রামীণ দৃশ্যের আর্ট গুলো ভালোই লাগে দেখতে। কিছুদিন আগে আমিও এরকম একটা গ্রামীন দৃশ্যের পেইন্টিং শেয়ার করেছিলাম। এই ধরনের আর্ট গুলো ভালোই লাগে দেখতে। নদীর মাঝখানে সেতু টা খুব সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর ভাবে পুরোটা কালার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।
আপু আপনার সেই আর্ট দেখেছিলাম খুব সুন্দর হয়েছিল। এই ধরনের দৃশ্য দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ।