রঙিন কাগজ দিয়ে রঙিন পাতার ডাল
হ্যালো বন্ধুরা,শুভ সন্ধ্যা
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে এসেছি।আজ শেয়ার করবো রঙিন কাগজ দিয়ে পাতার ডাল। রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে খুব ভালো লাগে। আমি সবসময়ই চেষ্টা করি রঙিন কাগজ দিয়ে সুন্দর কিছু তৈরি করার আর যখন আমার সেই জিনিস গুলো আপনাদের কাছে ভালো লাগে তখন যেন কাজ করার আরও বেশি উৎসাহ খুঁজে পাই। আজকের এই ডাই প্রজেক্ট তৈরি করতে অনেক সময় লেগেছিল। বিশেষ করে কাগজ ভাঁজের মাধ্যমে ডাই তৈরি করলে বেশি সময় লাগে। আমার এই পাতা ভাঁজ দিয়ে কাটতেই বেশি সময় লেগেছিল।
তবে সম্পূর্ণ শেষ হবার পর দেখতে বেশ চমৎকার দেখাচ্ছিল। এই ধরনের পাতার ডাল দেয়ালে টানিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। তাছাড়া পড়ার টেবিলেও সাজিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখাবে। কিছু কিছু জিনিস বানানোর পর নিজের কাছেই তৃপ্তি লাগে। ঠিক তেমনি আমার কাছেও এই পাতার ডাল বানিয়ে ভালো লেগেছে। যখন কোনো জিনিস সময় নিয়ে ধৈর্য সহকারে তৈরি করা যায় তখন তা দেখতে খুব ভালো লাগে। যাই হোক চলুন তাহলে ধাপগুলো দেখে আসি।
প্রয়োজনীয় উপকরণ:
১. রঙিন কাগজ
২. গাম
৩. কাঁচি
৪. সাইন পেন
পাতা বানানোর ধাপ নিচে দেওয়া হলো----
🍁১ম ধাপ🍁
প্রথমে একটি রঙিন কাগজ নিয়ে তাকে দুটি ভাঁজ করে নিলাম।
🍁২য় ধাপ🍁
এবার ভাঁজ খুলে চারটি অংশ কাঁচি দিয়ে কেটে নিলাম।
🍁৩য় ধাপ🍁
এখন ছোট একটি পেপার নিয়ে ত্রিভুজের মতো ভাঁজ করে নিলাম। এবার বাড়তি অংশ কেটে নিলাম।
🍁৪র্থ ধাপ🍁
এবার একটি ভাঁজ খুলে অপর পাশ উল্টিয়ে একটি কোণা ধরে অল্প জায়গা রেখে ভাঁজ করে নিলাম।
🍁৫ম ধাপ🍁
এখন লম্বা দাগ ভাঁজ করে বাকি অংশ ভাঁজ করে নিলাম। এভাবে আমি বেশ কয়েকটি পেপার ভাঁজ করে নিলাম।
🍁৬ষ্ট ধাপ🍁
এরপর কাঁচি দিয়ে একটি একটি করে সবগুলো পাতা কেটে নিলাম।
🍁৭ম ধাপ🍁
এবার ভাঁজ গুলো খুলে নিলাম।
🍁৮ম ধাপ🍁
এরপর প্রতিটা পাতার মধ্যে রঙিন সাইন পেন দিয়ে দাগ দিয়ে নেবো।
🍁৯ম ধাপ🍁
এবার রঙিন কাগজ দিয়ে ছোট ছোট স্টিক বানিয়ে নিলাম। এরপর গাম দিয়ে পাতার নিচে লাগিয়ে নিলাম।
🍁১০ম ধাপ🍁
এবার রঙিন কাগজ ভাজ করে বড় করে স্টিক বানিয়ে নিয়েছি। এরপর বাঁকা করে নিলাম।
🍁 শেষ ধাপ🍁
সবশেষে এবার একটি একটি পাতা ডালের মধ্যে গাম দিয়ে লাগিয়ে নেবো। তাহলেই হয়ে যাবে আমার আজকের রঙিন কাগজ দিয়ে রঙিন পাতার ডাল।
🍁 ফাইনাল আউটপুট 🍁
এবার আমি রঙিন পাতার ডালের বিভিন্ন ভাবে ছবি তুলে নিলাম। সম্পূর্ণ বানানোর পর দেখতে খুব সুন্দর দেখাচ্ছিল। বন্ধুরা, আজকে শেয়ার করা রঙিন কাগজ দিয়ে বানানো রঙিন পাতার ডাল আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ❤️।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপনি অনেক সুন্দর রঙিন কাগজের ডাল তৈরি করেছেন। ডাল গুলো দেখতে অসাধারণ লেগেছে। ধাপ গুলো দেখে যেকেউ তৈরি করতে পারবে। এগুলো তৈরি করতে সময় আর ধৈর্যের প্রয়োজন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে রঙ্গিন কাগজ ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রঙিন কাগজ দিয়ে রঙিন পাতার ডাল তৈরি করেছেন। আপনার তৈরি করা পাতার ডাল গুলো অসাধারন হয়েছে।আর প্রতিটি পাতা ভিন্ন কালারের হ ওয়ায় একটু বেশি সুন্দর লাগছে।
আসলেই এরকম কাজগুলি বা ক্রাফট গুলি পড়ার টেবিলে বা রুমে সাজিয়ে রাখলে দারুন দেখায় কিন্তু। তবে তৈরি করাও একটু কঠিন কাজ। কিন্তু আপনার পোস্টের মাধ্যমে দেখলাম খুবই সুন্দর করে এবং সহজভাবে রঙিন কাগজ দিয়ে পাতার ডাল গুলি তৈরি করার প্রসেস দেখিয়ে দিয়েছেন। আশা করি আপনার পোস্টের বর্ণনা অনুসরণ করে এরকম পাতার ডাল সবাই তৈরি করতে পারবে। আমিও চেষ্টা করে দেখব। দারুন হয়েছে আপনার কারুকার্য টি আপু।
রঙিন পাতায় ভরপুর খুব সুন্দর একটা ডাল তৈরি করেছেন। রঙিন কাগজের এই কাজগুলো করা অনেক সময়ের ব্যাপার। পুরো ডালে অনেকগুলো পাতা দিয়েছেন। এই পাতাগুলো তৈরি করাটাই সময়ের ব্যাপার ছিল। ভালো লাগলো আপনার আজকের ডাই প্রজেক্ট দেখে। রংবেরঙের পাতাগুলো আকর্ষণীয় লাগছে দেখতে। এত সুন্দর একটা ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপু এভাবে অনেকগুলো পাতা তৈরি করে ঘরের দেওয়ালে সুন্দর করে ঝুলিয়ে রাখলে দেখতে খুবই ভালো লাগবে। তবে এই ধরনের পাতাগুলো তৈরি করতে একটু সময়ের প্রয়োজন হয়। আপনি খুবই সুন্দর ভাবে অনেকগুলো পাতা তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার তৈরি করা এই সুন্দর রঙিন পাতার ডাল দেখতে ভালোই লাগছে। নিশ্চয়ই আপনি অনেক দক্ষতার সাথে এটা তৈরি করেছেন। দক্ষতা মূলক কাজগুলো দেখলে নিজেও অনেক বেশি উৎসাহিত হয়। এরকম কাজগুলোর মাধ্যমে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করলে অনেক বেশি ভালো লাগে। আপনার সৃজনশীলতা দেখে সত্যি ভালো লেগেছে। সুন্দর রঙিন পাতার ডাল ঘরের দেয়ালে লাগালে ভালো লাগবে দেখতে।
রঙিন কাগজ দিয়ে রঙিন পাতার ডাল তৈরি করেছেন দেখতে বেশ ভালোই লাগছে। আপনার কাজের প্রশংসা করতে হয় আপু । আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে রঙিন পাতার ডাল তৈরি করেছেন।এই পাতাগুলো তৈরি করতে বেশ ভালোই সময় লেগেছিল তা আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। আপনি অনেক সাজিয়ে গুছিয়ে রঙিন কাগজ দিয়ে পাতার ডাল চমৎকারভাবে তৈরি করেছেন এবং সেটা ধাপে ধাপে উপস্থাপন করেছেন সব মিলিয়ে দারুন হয়েছে।
https://x.com/TanjimaAkter16/status/1881326651939922321?t=vExqJcs4LEgPpl6ty05rkw&s=19
অনেক সুন্দর ভাবে পাতা তৈরি করেছেন। পাতার কাটিংটা অসাধারণ। খুব ভালো লাগলো বিভিন্ন রকমের কালার কাগজ ব্যবহার করে পাতা তৈরি করেছেন দেখে। ভালোই হয়েছে।