🥥নারিকেলের মালা দিয়ে একটি মিনি তবলা🥥
শুভ দুপুর বন্ধুরা,
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে জানাই আমার সালাম। সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।
আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করবো নারিকেলের মালা দিয়ে একটি মিনি তবলার ডাই প্রজেক্ট। আমি সবসময় চেষ্টা করি ইউনিক কিছু তৈরি করার। এতে করে পোস্টের কোয়ালিটি বেড়ে যায়। কিছু দিন আগে ছোট নারিকেল আনা হয়। নারিকেলের মালার সাইজ ছোট দেখে ভাবলাম কিছু একটা বানানো যাবে রেখে দেই। এরপর গতকাল বিকালে বসে নারিকেলের মালা কে কাজে লাগালাম। মিনি তবলা বানাতে আমার অনেক সময় লেগেছিল। যখন সম্পূর্ণ বানানো শেষ হলো তখন দেখতে একদম বাস্তবের মতোই দেখাচ্ছিল।
কিছু কিছু কাজ থাকে সময় নিয়ে করলেও খুব ভালো লাগে। এরপর যখন আপনাদের কাছ থেকে উৎসাহ পাই তখন আরও বেশি ভালো লাগে। আমি সবসময় ফেলে দেওয়া জিনিসকে নতুন ভাবে সাজিয়ে তোলার চেষ্টা করি। এইসব কাজের মাধ্যমে নিজের সৃজনশীলতা খুব সুন্দর ভাবে তুলে ধরা যায়। এসব কাজ হলো ধৈর্যের পরীক্ষা। যদি আপনার ধৈর্য না থাকে তাহলে এই ধরনের কাজ করা কখনও সম্ভব নয়। আপনি যত বেশি ধৈর্য ধরে পরিশ্রম করবেন ততই তার সুফল খুঁজে পাবেন। যাই হোক কথা না বাড়িয়ে চলুন তবলা বানানোর ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
১. নারিকেলের মালা ১ টি
২. পোস্টার রং
৩. তুলি
৪. গাম
৫. কাঁচি
৬. সাদা পেপার
১ম ধাপ
![]() | ![]() |
---|
প্রথমে নারিকেলের মালা পরিষ্কার করে লাল রং করে নিলাম।
২য় ধাপ
![]() | ![]() |
---|
এবার সাদা পেপারের উপর গোল করে ক্রিম কালার করে নিলাম।
৩য় ধাপ
![]() | ![]() |
---|
এরপর ক্রিম কালারের মাঝখানে গোল করে কালো কালার করে নিলাম।
৪র্থ ধাপ
![]() | ![]() |
---|
এবার সাদা পেপার চিকন করে কেটে নিলাম। এরপর নারিকেলের খোসার মধ্যে গাম দিয়ে লাগিয়ে নিলাম।
৫ম ধাপ
![]() | ![]() |
---|
তারপর সাদা পেপারে রং করা অংশ কেটে নিলাম। এবার গাম দিয়ে নারিকেলের মালার উপরে লাগিয়ে নিলাম।
শেষ ধাপ
![]() | ![]() |
---|
সবশেষে এবার তবলা বসানোর জন্য হাতের মোটা চুড়ি দিয়ে গোল রিং বানিয়ে নিলাম। এরপর এর মধ্যে তবলা বসিয়ে দিলাম। এভাবে শেষ হলো নারিকেলের মালা দিয়ে মিনি তবলার ডাই প্রজেক্ট।
✠ফাইনাল আউটপুট✠
এবার বিভিন্ন ভাবে এর ফটোগ্রাফি করে নিলাম। বন্ধুরা, আজকে শেয়ার করা নারিকেলের মালা দিয়ে একটি মিনি তবলা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
![C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmbja4sC5ZUQ1cTzZwYPsSiJ8fyCFS8g2jAJtXkWi8s8oi/C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png)
![PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmR2mawKEaaBp8XoGwrwWJn88s1nvkJG8YiBrtepRVPpVF/PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png)
![2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmdkckySfU4dLA17wixLyomDfqmijASCbrGn3ceCYuhgNM/2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png)
![PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmR2mawKEaaBp8XoGwrwWJn88s1nvkJG8YiBrtepRVPpVF/PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png)
![2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif](https://steemitimages.com/0x0/https://cdn.steemitimages.com/DQmTvJLqN77QCV9hFuEriEWmR4ZPVrcQmYeXC9CjixQi6Xq/2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif)
![PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmR2mawKEaaBp8XoGwrwWJn88s1nvkJG8YiBrtepRVPpVF/PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png)
Support @heroism Initiative by Delegating your Steem Power
![RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmZQ7F9Zp7jdu2Dym9AU62Tj5fHdsZoC1pamo6EkKJXC7K/RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png)
![PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmR2mawKEaaBp8XoGwrwWJn88s1nvkJG8YiBrtepRVPpVF/PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png)
![PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmR2mawKEaaBp8XoGwrwWJn88s1nvkJG8YiBrtepRVPpVF/PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png)
বেশ সুন্দর এবং ইউনিক একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। নারকেল এর এই খোলস দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। তবে তার জন্য নানা উপকরণ ও লাগে। আপনি বেশ সুন্দর ভাবে সহজ ভাবে নারকেলের মালা ব্যবহার করে তবলা বানিয়েছেন। যেটি আসলেই সুন্দর হয়েছে। আপনার ক্রিয়েটিভিটির প্রশংসা করতেই হয় আপু। শুভকামনা আপনার জন্য।
আপু আপনার কাছ থেকে প্রশংসা পেয়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ প্রশংসা করার জন্য।
আপু আপনার ক্রিয়েটিভিটি পোস্ট দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। নারিকেলের মালা দিয়ে অনেক সুন্দর একটি তবলা তৈরি করেছেন। এ ধরনের প্রজেক্ট গুলো ঘরে রেখে দিলে ঘরের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাইয়া এই ধরনের জিনিস দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপনার আইডিয়া দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। নারকেলের মালা দিয়ে খুব সুন্দর একটা মিনি তবলা তৈরি করেছেন। এটা দেখতে বেশ ভালো লাগছে। সুন্দর ভাবে এটা তৈরি করেছেন। ভালো লাগলো আপনার ডাই প্রোজেক্ট দেখে। এত সুন্দর একটা তবলা তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আপু আপনার সুন্দর মন্তব্য পড়ে আমার কাছেও অনেক ভালো লেগেছে। সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
বাহ নারকেলের মালা দিয়ে দারুন একটি তবলা বানিয়েছেন। এটা দেখতে সত্যি তবলার মতই লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু আপনার কাছে সত্যিকারের তবলার মতো লাগছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।
নারিকেলের মালা দিয়ে একটি মিনি তবলা তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে। আসলে সময় দিয়ে ধৈর্য ধরে যে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে মিনি তবলা তৈরি করেছেন। এবং সেটা ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ভাইয়া চেষ্টা করেছি সুন্দর কিছু শেয়ার করার আর আপনাদের কাছে যখন ভালো লাগছে তখন নিছের কাছেও ভালো লাগছে। ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।
সত্যিই আপনার চিন্তাভাবনার প্রশংসা করতে হয় ।নাড়কেলের মালা দিয়ে খুব সুন্দর করে মিনি তবলার সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। খুব সুন্দর করে পোস্টার রং দিয়ে ডিজাইন করায় সৌন্দর্য আরো ফুটে উঠেছে। অনেক ভালো লাগলো এই ধরনের কাজগুলো দেখলে অনেক ভালো লাগে।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপনি ঠিক বলেছেন আপু এগুলো তৈরি করতে অনেক সময় আর ধৈর্যের প্রয়োজন। তবলাটি দেখতে চমৎকার ছিল। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে ইউনিক একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু এই ধরনের জিনিসগুলো বানাতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন। এরপর যদি আপনাদের কাছে ভালো লাগে তখন নিজের কাছেও ভালো লাগে। ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু কিছু জিনিস সময় নিয়ে বানালে খুবই ভালো লাগে।আপনি চমৎকার সুন্দর করে মিনি তবলা বানিয়েছেন এবং বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। খুবই সুন্দর হয়েছে আপনার বানানো মিনি তবলাটি।দেখে মনে হচ্ছে অরিজিনাল তবলা।ধাপে ধাপে নারিকেলের মালাই দিয়ে চমৎকার সুন্দর করে মিনি তবলা বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু যেকোনো কাজ হাতে সময় নিয়ে করলে তা সবসময়ই ভালো হয়। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
কি কিউট মিনি তবলা। এত কিউট কিউট আইডিয়া আপনার মাথা থেকে কিভাবে আসে আপু। প্রতিটি ধাপ কি সুন্দরভাবে বুঝিয়ে বর্ণনা সহকারে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার প্রতিভাকে সাধুবাদ জানাই।
আপু আপনাদের উৎসাহের জন্যই ইউনিক আইডিয়া খুঁজে পাই। ধন্যবাদ।