ছেলের খেলনা ফ্রাইপ্যানে ফুল বাগানের পেইন্টিং
শুভ বিকাল,আসসালামু আলাইকুম বন্ধুরা
আমার বাংলা ব্লগের সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।
আজ আবারও নতুন একটি পেইন্টিং নিয়ে চলে এসেছি। আজকে শেয়ার করবো ছেলের খেলনা ফ্রাইপ্যানে ফুল বাগানের পেইন্টিং। এই পেইন্টিং দু'দিন আগে করেছিলাম কিন্তু শেয়ার করার সময় পাইনি। গতকাল সারাদিন খুব ব্যস্ততার মধ্যে সময় কাটিয়েছি সেজন্য পোস্ট করারও সময় পাইনি। আজ একটু আগে মাত্র ফ্রি হলাম আর সাথে সাথেই পোস্ট লিখতে বসে পড়েছি। আমি যখন পেইন্টিং করতে বসি তখন আমার ছেলে তার খেলনা নিয়ে যায় আর আমাকে বলে আম্মু এটাতে রং করো। এরপর চিন্তা করলাম তাহলে আজকের পেইন্টিং এর মধ্যেই করবো। এরপর মনের মতো সাজিয়ে নিলাম এই পেইন্টিং।
যখন পেইন্টিং করি তখন কিন্তু নিজেও জানিনা কি পেইন্টিং করতে বসেছি। কিন্তু যখন সম্পূর্ণ শেষ হলো তখন দেখতে মনে হচ্ছে ফুল বাগানের পেইন্টিং হয়েছে। বাগানের উপরে খুব সুন্দর একটি চাঁদ দেখা যাচ্ছে। সম্পূর্ণ পেইন্টিং শেষ হবার পর খুব ভালো লেগেছে। তাই ভাবলাম একটু শেয়ার করে নেই। যদিও আপনাদের মতো এত সুন্দর পেইন্টিং করতে পারি না। তারপরও চেষ্টা করলাম। পেইন্টিং করতে আমার খুব ভালো লাগে। তাইতো মাঝে মাঝেই পেইন্টিং শেয়ার করার চেষ্টা করি। যত বেশি সময় ও ধৈর্য নিয়ে পেইন্টিং করা হয় দেখতে ততটাই ভালো লাগে। যাই হোক চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
১. খেলনা ফ্রাইপ্যান
২. পোস্টার রং
৩. তুলি
১ম ধাপ
প্রথমে আমি লাল রং দিয়ে ফ্রাইপ্যান কালার করে নিলাম।
২য় ধাপ
এবার নিচের কিছু অংশ কালো কালার করে নিয়েছি।
৩য় ধাপ
এরপর কালো রঙের উপরে কিছু পাতার মতো এঁকে নেব।
৪র্থ ধাপ
তারপর সবুজ কালার দিয়ে কালো কালারের উপর কিছু পাতার মত ডিজাইন করে নেবো।
৫ম ধাপ
এবার পাতার ফাঁকে ফাঁকে বিভিন্ন কালারের ফুল এঁকে নেব।
শেষ ধাপ
সবশেষে এবার আকাশে চাঁদ একে নিয়েছি আর এভাবেই শেষ হলো আমার আজকের ছেলের খেলনা ফ্রাইপ্যানে ফুল বাগানের পেইন্টিং।
ফাইনাল আউটপুট
পেইন্টিং এর সমস্ত কাজ কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।
🎨পোস্ট বিবরণ🎨
শ্রেণী | পেইন্টিং |
---|---|
ক্যামেরা | Vivo Y16 |
চিত্রকর | @tanjima |
লোকেশন | ঢাক, বাংলাদেশ |
বন্ধুরা, আজকে শেয়ার করা ছেলের খেলনা ফ্রাইপ্যানে ফুল বাগানের পেইন্টিং আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
ফ্রাইপ্যানে ফুল বাগানের পেইন্টিং করেছেন দেখে ভালো লাগলো আপু। দেখতে খুবই সুন্দর হয়েছে। কোনকিছু নতুন ভাবে সাজাতে অনেক ভালো লাগে। দেখতেও অনেক আকর্ষণীয় লাগছে।
হ্যাঁ আপু কোনো কিছু কে নতুন ভাবে সাজাতে খুব ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
https://x.com/TanjimaAkter16/status/1880209488294342831?t=iv4lnzR2KWr52rqkQc8Odw&s=19
আহা, বাচ্চার খেলনা তথা ফ্রাইপ্যানে করা পেইন্টিং টি দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। খুবই নিখুঁতভাবে একটি ফুল বাগানের দৃশ্য পেইন্টিং করেছেন সেই সাথে চাঁদ টিরও চমৎকার একটি কম্বিনেশন তৈরি করেছেন। সব মিলিয়ে আপনার পেইন্টিংটি যেকোনো কাউকে মুগ্ধ করে ফেলবে। ভীষণ সুন্দর হয়েছে।
আপনার কাছে আমার সম্পূর্ণ পেইন্টিং খুব ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
ছেলের খেলনা ফ্রাইপ্যানে ফুল বাগানের পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বেশ ধাপে ধাপে উপস্থাপন করেছেন দেখে বেশ ভালো লাগলো।
ভাইয়া আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
এরকম সুন্দর সুন্দর পেইন্টিং গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ছেলের খেলনা ফ্রাইপ্যানে ফুল বাগানের পেইন্টিং করেছেন। ফুল বাংগানের পেইন্টিং টি দেখে মনে হচ্ছে এটি একটি ডিজিটাল আর্ট। যাইহোক, আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে আর্ট টি সম্পন্ন করেছেন।
আমি ডিজিটাল আর্ট তেমন ভালো পারি না আর আপনার কাছে তেমনটা লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
আরে বাহ্ আপনি তো এখন অনেক সুন্দর সুন্দর পেইন্টিং করতে পারেন দেখছি। এরকম পেইন্টিং গুলো করার জন্য আপনি প্রতিনিয়তই চেষ্টা করেন, যার কারণে এখন এত সুন্দর পেইনটিং করতে পারছেন। আপনার আজকের করা এই পেইন্টিংটা অসম্ভব সুন্দর হয়েছে। কালারটা এত সুন্দর ভাবে ফুটে উঠেছে যে, দেখে তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। পুরো পেইন্টিং টা একেবারে মনোমুগ্ধকর হয়েছে।
ভাইয়া আপনাদের মতো এতো ভালো পারি না তবে চেষ্টা করেছি সুন্দর করার। ধন্যবাদ।
বাচ্চার খেলনা ফ্রাই প্যান এর উপর খুব সুন্দর আর্ট করেছেন আপনি। অনেক ভালো লেগেছে চমৎকার এই আর্ট করতে দেখে। চমৎকার এই আর্ট করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ।
সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমি তো প্রথমে দেখে ভেবেছিলাম সত্যি সত্যি ফ্রাইপ্যান এর মধ্যে রং করেছেন। এখন দেখছি এটা খেলনা ফ্রাইপ্যান। খেলনা গুলো একটু আকর্ষণীয় হলে বাচ্চারা এগুলো বেশ পছন্দ করে। আপনার ছেলেও এটা পেয়ে নিশ্চয়ই খুশি হয়েছে। পেইন্টিং টা দেখে ভালো লাগলো। লালের উপর খুব সুন্দর ভাবে ফুল ফুটে রয়েছে। সুন্দর একটা পেইন্টিং শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
হ্যাঁ আপু আমার ছেলে এটা পেয়ে খুব খুশি হয়েছে এবং যত্ন সহকারে রেখে দিয়েছে। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
বাচ্চার খেলার ফ্রাই প্যানের উপর এত দারুন পেইন্টিং করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুল বাগানের পেইন্টিং অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন আপু। পেন্টিং করার প্রতিটি ধাপ দারুন ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। সম্পূর্ণ পেইন্টিং টি দেখে খুব ভালো লাগছে। এরকম দারুণ একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপু আমি চেষ্টা করেছি সুন্দর কিছু পেইন্টিং করার আর আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।