গল্প// ভুল মানুষকে ভালোবাসার পরিনাম মৃত্যু
হ্যালো বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে এসেছি। তবে আজ একটি গল্প শেয়ার করবো। গল্প লিখতে ও পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আজকের গল্পটি একদম বাস্তবধর্মী একটি গল্প। সব ভালোবাসা যে সার্থক হবে আর সব ভালোবাসা খাঁটি তা কিন্তু নয়। তাছাড়া আমরা যখন ভুল মানুষকে ভালোবাসে ফেলি তখন জীবনটা শেষ হয়ে যায়। এমনকি অনেক ছেলে মেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। ভালোবাসা পাপ নয় কিন্তু সঠিক মানুষকে ভালোবাসতে না পারা ভুল। সবাই যে সঠিক মানুষ খুঁজে পাবে তাও নয়।
বর্তমানের কথা যদি বলি তাহলে বলতে ভালোবাসা যেন খেলনা পুতুলের মতো হয়ে গিয়েছে। তার কারণ কি জানেন, আমি একা কারো দোষ দেবো না ছেলে কিংবা মেয়ে দু'জনেই সমান দোষ করে। একটি ছেলে কিংবা মেয়ের দেখবেন গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ডের অভাব নেই। আজ কাউকে ভালোবাসার ফাঁদে ফেলছে আবার পরশু অন্য একজনকে। এভাবেই বর্তমানের ভালোবাসার খেলা চলছে। এরমধ্যে কিছু নরম মনের ছেলে মেয়ে রয়েছে যারা কষ্ট পেয়ে আত্মহত্যা করে। যাই হোক গল্প শুরু করি চলুন।
ছেলেটির নাম আসিফ আর মেয়েটির নাম রিমা। ছেলে অনেক বছর পর্যন্ত বিদেশে থেকেছে আর এত বছর থাকার ফলে সে ব্যাংককে অনেক টাকা জমা করেছে। এরপর বিয়ের করার জন্য দেশে আসে। বিয়ে করার উদ্দেশ্যে এসেছে বলে বউ এরজন্য স্বর্ণের অনেক ধরনের গহনা নিয়ে আসে। আসিফের মা উনার বাবার বাড়ির কাছে একটি মেয়েকে ছেলের বউ করবে বলে ঠিক করে রাখে। মেয়ের পরিবারের সবাই বিয়েতে রাজি থাকলেও মেয়েটি রাজি ছিল না। কারণ সে একটি ছেলেকে পছন্দ করতো।
মেয়েটি ঐ ছেলের কথা তার বাবা মায়ের কাছে বলে কিন্তু তারা সেই ছেলেকে পছন্দ করেনি। এরপর এক প্রকার জোর করে মেয়েকে আসিফের সাথে বিয়ে দিয়ে দেয়। বেশ বড় করেই বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের ছয়মাস পর আসিফ আবারও বিদেশে চলে যায়। কারণ তার ছুটি শেষ হয়ে গিয়েছে। কিন্তু আসিফ এটা জানতো না তার বউ একটি ছেলেকে পছন্দ করে। কারণ রিমা তার স্বামী এবং শ্বশুর বাড়ির কাউকে সেই কথা জানায়নি। আসিফ যতদিন বাড়িতে ছিল ততদিন সেই ছেলের সাথে রিমার কোনো কথা হয়নি। কিন্তু যখন আসিফ বিদেশে চলে যায় তখন আবারও ঐ ছেলের সাথে রিমা যোগাযোগ করে। এরপর কি হলো তা পরবর্তী পর্বে নিয়ে আসবো। আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ। (চলবে----)
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
https://x.com/TanjimaAkter16/status/1880678812226363609?t=vlrN8yG9q27SVhsh7mCE6w&s=19
ভুল সিদ্ধান্ত গ্রহণ করা মানেই মৃত্যুর কবলে পড়া।মানুষ মাত্রই ভুল আর এই ভুল যদি হয় ভালোবাসার ক্ষেত্রে তাহলে এর পরিনাম অনেক ভয়াবহতা রুপ নেয়। আপনি দারুন একটি বিষয় নিয়ে আমাদের আলোচনা করেছেন আমাদের সমাজে এখন এই ধরনের ঘটনা অনেক বেশি ঘটে চলেছে। পরবর্তীতে কি হয় সেই বিষয়টা জানার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপু।
আপনি ঠিক বলেছেন আপু ভুল মানুষকে ভালো বাসলে ভালোবাসার পরিমাণে মৃত্যু হওয়া স্বাভাবিক। রিমা আবার তার পছন্দের ছেলের সাথে কথা বলছে। যাইহোক দেখা যাক পরবর্তী পর্বে কি হয়
ভুল মানুষকে ভালোবাসার পরিণতি সত্যি অনেক খারাপ হয়ে থাকে। আর এর জন্য আমাদের অবশ্যই উচিত সঠিক মানুষকে ভালোবাসা। রিমা এবং আসিফের বিয়ে হলেও আসিফ জানতো না রিমার আগের সম্পর্কের কথা। এখন তো আসিফ বিদেশ যাওয়ার পর রিমার সাথে ওই ছেলেটা আবারো যোগাযোগ করছে। এখন দেখা যাক পরে কি হয়।
আপু বর্তমানে এরকম পরিস্থিতি ভালোবাসার অনেক জায়গাতে দেখা যায়। বিয়ের আগে অনেক ছেলে মেয়ের প্রেম থাকে। কিন্তু বিয়ের সময় এই কথাগুলো গোপন করলে অনেক সমস্যা। আর এটি একদম ঠিক বলেছেন এখনকার ছেলেমেয়েদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর অভাব নেই। আমার মনে হচ্ছে আসিফ এবং রিমার সংসারে ঐ তৃতীয় ছেলের কারণে অশান্তি হবে। যাইহোক পরের পর্বের জন্য অপেক্ষা রইলাম।
এখনকার বেশিরভাগ ছেলে মেয়েরা ভালোবাসার নামে নোংরামি করে থাকে। আসিফের জন্য বেশ খারাপ লাগছে। কারণ তার স্ত্রী মোটেই ভালো নয়। এমন মেয়ে নিয়ে সংসার করা যায় না। বিয়ের আগে অনেকের সম্পর্ক থাকতে পারে। কিন্তু বিয়ের পর সেটা কন্টিনিউ করা মোটেই উচিত নয়। যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম আপু।