ঠিক বলেছেন আপু অনেকগুলো ফ্রেন্ড থাকলেও একজন বেস্ট ফ্রেন্ড থাকে। তার প্রতি অন্যরকম একটা টান কাজ করে। এজন্যই তো ওর বন্ধু স্কুলে না আসার কারণে খুব বেশি মিস করছিল। ওর বন্ধুও মনে হয় ওকে অনেক মিস করেছে। তা না হলে বাসায় ফিরেই দেখা করতে চলে আসতো না। এরকম বন্ধুত্ত্বগুলো হাজার বছর বেঁচে থাক। ভালো লাগলো ওদের বন্ধুত্ব দেখে।