একদম ঠিক বলেছেন আপু বিকালের নাস্তায় নুডুলসের বিকল্প কিছু নেই। বাচ্চারাও খুব পছন্দ করে নুডুলস খেতে। নুডুলস এর ভিতরে চিংড়ি মাছ এবং মুরগির মাংস দিলে স্বাদ আরো বেড়ে যায়। আপনার নুডুলস দেখেই খেতে ইচ্ছা করছে। আমারও খুবই পছন্দের খাবার নুডুলস। দেখতে খুবই লোভনীয় লাগছে।
হ্যাঁ আপু বিকেলের নাশতায় ঝটপট কিছু মানেই নুডলস এর বিকল্প কিছু নেই।চিংড়ি চিকেন দিয়ে খেতে অনেক বেশি সুস্বাদু হয়।ধন্যবাদ আপু।