আমিও রাজশাহী থাকতে যখন কিনেছি তখন যতটুকু চেয়েছি ওরা ততটুকু দিয়েছে। কিন্তু ঢাকায় আসার পর কিনতে গেলে আস্ত একটা কিনতে হয়। এজন্য খুব একটা কেনা হয় না। কিন্তু মান কচুর ভর্তা খেতে খুবই ভালো লাগে। নারকেল দিয়ে ভর্তা করলে তো খুব মজা। আপনার আজকের মান কচুর ভর্তা দেখেই লোভ লেগে গেল আপু। গরম ভাতের সঙ্গে খেতে নিশ্চয়ই অনেক মজাদার হয়েছিল।
আমার এলাকায় মান কচু কিনতে পাওয়া যায় না বল্লেই চলে তবে আমি বাড়িতে লাগাই এই কচু খাওয়ার জন্য। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।