রাজশাহী নিউমার্কেটের নাম দেখে কিছুটা পুরনো দিনে ফিরে গিয়েছিলাম। আমিও দীর্ঘদিন রাজশাহীতে থেকে এসেছি। আসলেই রাজশাহী শহরটা থাকার জন্য খুবই ভালো। এত পরিষ্কার-পরিচ্ছন্ন শহর আর কোথাও নেই। তাছাড়া রাজশাহী থাকা অবস্থায় নিউমার্কেটে প্রতিনিয়তই যাওয়া হতো। এই দোকানটিতে বেশ ঘর সাজানোর জিনিস রয়েছে দেখছি। ভালো লাগলো দেখে।