ঠিক বলেছেন আপু ফ্রাইড রাইস এর সঙ্গে এই ভেজিটেবল খুবই মজা লাগে খেতে। আপনার রান্না করা ভেজিটেবল দেখে বোঝা যাচ্ছে খেতে বেশ মজাদার হয়েছিল। তাছাড়া বেশ বড় সাইজের চিংড়ি ব্যবহার করেছেন দেখছি। রান্নার পদ্ধতিও খুব সহজ মনে হলো। এভাবে বাসায় রান্না করলে রেস্টুরেন্ট এর থেকে কম হবে না বোঝা যাচ্ছে। ধন্যবাদ মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।
আসলে চাইনিজ ভেজিটেবল খাওয়ার পর নরমাল সবজিগুলো খেতে তেমন ভালো লাগে না। এজন্য প্রায় সময় তৈরি করা হয় আপু।