রূপচাঁদা মাছ আমার খুবই পছন্দের একটি মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ হওয়ার কারণে বাচ্চাদের জন্য বেশি উপকারী তাছাড়া আমি চট্টগ্রামে থাকা অবস্থায় রূপচাঁদা মাছের যে স্বাদ পেয়েছি ঢাকাতে সেই স্বাদ পাইনা। হয়তো অনেক দিনের পুরনো থাকে ঢাকার গুলো। আপনার রূপচাঁদা মাছ ফ্রাই দেখেই খেতে ইচ্ছা করছে। গরম ভাতের সঙ্গে খেতে নিশ্চয়ই অনেক মজা লেগেছিল।
আপু রূপচাঁদা মাছ যদি বরফের হয় তাহলে একদম খাওয়া যায় না অনেক খারাপ একটি গন্ধ চলে। যদি খেতে হয় তাহলে একদম তাজা খেতে হয়।