সবাই মিলে লুডু খেলতে খুব মজা লাগে। আমরা বোনরা মিলে একসময় অনেক এই লুডু খেলতাম। তাছাড়া বেশ কিছুদিন ধরে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে জন্য ওয়েদারটা মোটামুটি ভালো। বৃষ্টি হলে কাপড়চোপড় নিয়ে এই এক মুশকিলে পরতে হয়। যাই হোক আপু লুডু খেলায় আপনি আবারো উইন হয়েছেন জেনে ভালো লাগলো। আপনার মত আমারও অনেক পছন্দের একটি খেলা লুডু।
একটা সময় ছিল আমরা অনেক মজা করে লুডু খেলতাম কিন্তু এখন আর তেমন সময় হয়ে ওঠে না,পরিবারের সবার সাথে লুডু খেলার মত।♥♥