কিছু কিছু মানুষের মধ্যে মানবতা এখনো রয়েছে। তা না হলে শুধু পরিচয় এর খাতিরে অন্যের দোকানের জিনিস আপনাকে সুন্দর চেঞ্জ করে দিল। এরকম কোন দোকানদারই করবে না । যে দোকান থেকে কিনেছিলেন সেই দোকানদার তো চেঞ্জ করে দিলেই না। সেই দোকানদারের উচিত ছিল চেঞ্জ করে দেয়ার। কারণ সে ভুল জিনিস দিয়েছে। যাইহোক আপু এরকম ভালো মানুষগুলো এখনও রয়েছে জন্যই পৃথিবীটা এত সুন্দর।
জ্বি আপু আগের কেনা দোকানদারের উচিত ছিলো ফেরত নেওয়া কিন্তু উনি তা করেননি।কিন্তু এই ভাইয়া অনেক বড় মনের মানুষ তাই নিরদ্বিধায় পুরাতন জিনিস ফেরত নিয়ে নতুন একটা তাওয়া সাথে সাথে দিয়ে দিলেন।এটাই হলো ভালো মানুষের পরিচয়। ধন্যবাদ আপু।