কালকে সারাদিন ফেসবুকের নিউজফিডে এই খবরটি দেখছিলাম। খবরটি দেখার পর এত খারাপ লাগছিল যে কি আর বলবো। তাদের বাসা আমার বাসার একদমই কাছে। তারা যে আপনারই মামাতো ভাই জেনে হাত পায়ের লোম দাঁড়িয়ে গেল। একই পরিবারের দুটি সন্তানের এভাবে চলে যাওয়া মেনে নেওয়া আসলেই কষ্টকর। শুনেছিলাম তাদের মা এবং বোনটিও অসুস্থ। তাদের কি অবস্থা জানাবেন ভাইয়া। আল্লাহ যেন বাচ্চা দুটিকে জান্নাতবাসী করে।
তাদের শরীরে এখনো পয়জন আছে তবে অনেকটা বিপদ মুক্ত।