এই হলি উৎসবটা দেখতে ভালই লাগে। বেশিরভাগই টিভি সিরিয়ালগুলোতে দেখেছি বাস্তবে তেমন একটা দেখা হয়নি। আমাদের এদিকে মনে হয় অতটা পালন করা হত না আপনাদের দেশের মতো। তবে আমাদের দেশেও এখন বেশ ভালই পালন করে। যা চিন্তা করেছিলেন হলো তার উল্টা। আপনার বোন ঠিকই সকাল বেলায় এসে আবির লাগিয়ে হোলি উৎসব শুরু করে দিল। যেহেতু রং লেগেছে তাহলে আর বসে থেকে লাভ কি। এই সুযোগে আপনিও বেশ মজা করে নিলেন। পরের দিনের বিষয়টা বেশি মজা ছিল। রং মাখবেন না বলেও দেরি করে বের করে হয়েও লাভ হলো না। ঠিকই ওয়াটার গানের রঙ খেয়ে বাড়িতে ফিরতে হলো। যাই হোক বেশ আনন্দের একটি উৎসব আপনাদেরই হলি উৎসব। ভালো লাগে আমার কাছে খুব।