You are viewing a single comment's thread from:
RE: কনকনে শীতের সকালে খেঁজুরের রস । দৃশ্যপট পুনরাবৃত্তি।
গত বছর আপনার এই রস খাওয়ার পোস্ট দেখে আফসোস করছিলাম যে কত বছর রস খাইনা। এ বছরও সেই একই অবস্থা কত বছর হয়েছে যে রস খাই না তার কোন ঠিক নেই। এবার ইচ্ছা ছিল খাওয়ার কিন্তু ভালো রস কোথায় পাবো এই ভয়ে আর খাওয়া হয়নি। সকালবেলায় পরিবেশটা বেশ চমৎকার লাগছে দেখতে। ভাগ্য ভালো যে ব্যাগ ছিড়ে যাওয়ার পরেও রসের বোতলগুলো ভালো ছিল। তা না হলে তো আপনাদের কষ্ট করে নিয়ে যাওয়াটাই মাটি হয়ে যেত। খুব ভালো অ্যাডভেঞ্চার হয়েছে সব বন্ধুরা মিলে। ভালো লাগলো দেখে।
বাহ্ খুবই ভালো লাগলো যে গত বছরের কথা মনে রাখছেন এখনো। আল্লাহ্ চাইলে নেক্সট ইয়ারেও লোভ দেখাতে পারবো। হাহাহা 😜