You are viewing a single comment's thread from:
RE: ওয়েব সিরিজ রিভিউ: মার্ডার ইন দ্যা হিলস- বার্থডে পার্টি ( সিজন ১-পর্ব ১)
সবার আগে বলেন দাদা এই সিরিজ কত পর্বের? আর গল্প শেষ পর্যন্ত শেষ করবেন তো? তাহলে পড়া শুরু করব।
গল্পটা যখন পড়ছিলাম তখন পাহাড়ের কথা শুনে আমারও শুধু দার্জিলিং এর কথাই মনে পরছিল। কারণ দার্জিলিং আমি ঘুরে এসেছি অনেক পাহাড় দেখেছি। শেষে এসে একদম মিলে গেল দেখে খুবই অবাক লাগছে। যেহেতু এটি একটি রহস্য থ্রিলার নিশ্চয়ই এই টনির মৃত্যুর স্বাভাবিক হবে না তাছাড়া সে কেনই বা এমন গেম খেলতে চাইল যে একজনের মৃত্যু হবে। সব থেকে বড় কথা যে তার পকেটে চিরকুটটাই বা কে রেখেছিল। অর্জুন ভাইরাল হওয়ার জন্যই এই জন্মদিন পার্টিতে এসেছিল তাহলে সে নিশ্চয়ই এই রিপোর্ট করে ভাইরাল হতে পারবে। আর পরিচালক নিজেই প্রথম পর্বে অভিনয় করে মারা গেলেন। যাইহোক ব্যাপক রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে এই সিরিয়ালটিতে।
😃মাত্র ৮ পর্বের সিরিজ এটা। বেশিরভাগ বাংলা ওয়েব সিরিজগুলো বেশি একটা বড়ো হয় না। পরিচালক প্রথম পর্বেই সন্দেহের বীজ বুনে দিয়ে গেলেন মরে গিয়ে। রহস্যও আছে বেশ কাহিনীতে, ওদের মধ্যেই কেউ একজন খুনি কিন্তু আন্দাজ করা যাবে না যে কে হা হা।