গ্রামের দিকে মোটামুটি ভালই ঠান্ডা শুরু হয়ে গিয়েছে মনে হয় । আপনার মত আমিও ভাবি যে নামাজ পড়ে হাঁটতে বের হব। কিন্তু এই আরাম আরাম ওয়েদারে আর যাওয়া হয় না। তাছাড়া সকাল বেলায় সূর্য ওঠা দেখতে খুব ভালো লাগে। তখন চারপাশে পরিবেশটা আসলেই অনেক মিষ্টি লাগে দেখতে। আপনার ফটোগ্রাফিতে বোঝা যাচ্ছে যে কি চমৎকার ওয়েদারে ঘুরে বেরিয়েছেন। ভালো হয়েছে যে আপনি সকালবেলা হাঁটতে গিয়েছেন। যার জন্য এত সুন্দর কিছু প্রকৃতির ছবি দেখতে পেলাম। ধন্যবাদ ভাইয়া আপনাকে।