You are viewing a single comment's thread from:
RE: টিভি সিরিজ রিভিউ: ম্যানিফেস্ট - ব্ল্যাক বক্স ( চতুর্থ পর্ব -সিজন ২ )
আমি তো ভেবেছিলাম যে দাদা মনে হয় ভুলেই গেছেন এই সিরিজটির কথা।
জোস আবার কিসের ভয়েস রেকর্ডিং করছিল? তা আবার ডিলেটও করে দিল। এদিকে পারভীন আবার ইঁদুরের উপরে কি গবেষণা চালাচ্ছে? আবার একজন ডক্টর গোপনে এসে সবকিছু চুরি করে নিয়েও যায়। ৮২৮ নাম্বার ফ্লাইটের লোকটি ব্যাংকে তার বাবার দেয়া বাক্স খুঁজতে এসে এত পাগলামো করলো। জেককে মারলো, ম্যানেজারের পায়ে গুলি লাগলো। তার ভাই তাকে বাক্সটা দিয়ে দিল। কিন্তু পুলিশ তো লোকটাকে নিয়ে গেলো। মেলিসার হাতে কি দিয়ে গেল? লোকটার ভাই না আসলে তো লোকটার পাগলামো থামতই না। যাক তাও কেউ বেশি আহত হয় নি। জেক আর মেলিসা কাকে ফিরিয়ে আনার শব্দ শুনছিলো। আবারো রহস্য রয়ে গেল।
আবার ভুলে যাবেন না দাদা। তাড়াতাড়ি দিয়েন পরের পর্ব।
পুজোর সিরিজ চলছিল তাই এটা কিছুদিন স্কিপ রেখেছিলাম।
ওই যে জোশ সহ যারা ৮২৮ এর যাত্রী ছিল সবাই ২০২৪ সালে মারা যাবে এই বিষয়টা নিয়ে কিছু বিষয় রেকর্ড করে রেখে যাচ্ছিলো যেটা তার স্ত্রী এথেনা মেনে নিতে পারিনি, আর তার বিশ্বাস যে সে মারা যাবে না তাই তার কোথায় রেকর্ডিং অফ করে আর ডিলিট করে। আর পারভীন ইঁদুরের উপরে কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করছে ড্যারিল এর কোথায় কিন্তু কোন বিষয়ের উপরে সেটা জানা যায়নি, হয়তো পরে এর রহস্যটা বেরোবে।