আপনার ট্রেনে ওঠার অভিজ্ঞতা শুনে আমার কলেজ লাইফের কথা মনে পড়ে গেল। কলেজের বাসে উঠতে গেলে এমন অবস্থা হতো। বাসের দরজার কাছে দাঁড়ালে পেছনের ধাক্কায় একাই বাসে কখন উঠে যেতাম টেরই পেতাম না। আমি তো প্রথমে ভাবছিলাম যে এত ভিড়ের মধ্যে উঠলেন ট্রেনে কিন্তু এত ফাঁকা কিভাবে পেলেন। পরে বুঝতে পারলাম যে অন্য আরেকদিন ফাঁকা পেয়েছেন। মেট্রোরেল খুব পরিষ্কার-পরিচ্ছন্ন দেখেই বোঝা যাচ্ছে। তাছাড়া কয়েন সিস্টেমটা আমার কাছেও খুবই ভালো লাগলো শুনে। খুব ভালো সময় কাটিয়েছেন বোঝাই যাচ্ছে।
হাহাহাহা,, আমার স্কুল লাইফে এমন হতো। রীতিমত যুদ্ধ করে বাসে উঠতাম জানালার পাশে সিট পাওয়ার জন্য। আর কয়েন টা সেন্সর বেসড। টাচ করে তবেই মেট্রো প্ল্যাটফর্মে ঢোকা যায়,, বের হওয়ার সময় টায় ড্রপ করে দিতে হয়। অনেক ভালো লাগলো আপু সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন সবসময়।