You are viewing a single comment's thread from:
RE: টিভি সিরিজ রিভিউ: ম্যানিফেস্ট - টার্বুলেন্স( পর্ব ৩-সিজন ১)
এদের সাহস তো কম না । প্লেনে এমন একটা ঘটনা ঘটার পরও আবার প্লেনে করে সেই জায়গায় যাচ্ছে।
মেলিসা এবং জোশ যে ভাই বোন তা আজকে জানা গেল। তাছাড়া আজকে যে নতুন মহিলাটির খুনের বিষয়টি সামনে এসেছে এটিও বেশ রহস্য জনক। কিভাবে এই মহিলাটি মারা গেল সেই রহস্য ও উদঘাটন হওয়ার অপেক্ষা। সিরিজটি দিন দিন আরও বেশি রহস্যজনক হয়ে উঠছে। পরবর্তী পর্বগুলোতে বোঝা যাবে এই রহস্যগুলো আশা করি। ম্যানিফেস্ট - টার্বুলেন্স আজকের পর্বটিও বেশ প্যাচানো মনে হয়েছে আমার কাছে। তারপরও দাদা আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি টিভি সিরিজের রিভিউ আমাদের সামনে উপস্থাপন করার জন্য।