তাই দেহকে নয় হৃদয়কে ভালোবেসে দেখো,
কোনোদিনও সেটা ফুরোবে না ।
কারণ, ভালো লাগা ফুরিয়ে যাবে,
ভালোবাসা ফুরোয় না ।
এই বিষয়টি কয়জন উপলব্ধি করতে পারে। সবাই তো সৌন্দর্য দেখেই ভালোবাসে। মন তো অনেক পরে আসে। যে সব ভালোবাসা হৃদয় দিয়ে হয় সেগুলো আসলেই কখনো ফুরায় না। কবিতার প্রতিটি লাইন একেবারে বাস্তবসম্মত। খুব ভালো লাগলো।
আর দুইদিন হলে আমার লক্ষ্য পূরণ হয়ে যাবে। অগ্রিম অভিনন্দন।
Thank You for sharing Your insights...