গোলাপ ফুল আমার কাছেও খুবই ভালো লাগে। আমিও বাসায় গাছ লাগালে গোলাপ গাছই বেশি কিনি। বিশেষ করে এই ফুলগুলো ফুটলে খুব সুন্দর দেখা যায়। তাছাড়া কত রকমের যে গোলাপ ফুল হয় তার কোন শেষ নেই। আপনার কাছে বেশ কয়েক রকমের গোলাপ ফুলের কালেকশন দেখলাম। সবগুলো ফুল খুব ভালো লাগছে দেখত।
অনেক রকমের গোলাপ বাড়িতে থাকলে বাড়ির সুন্দর্য়ই পাল্টে যায়।আর এই শীতকালে খুব গোলাপ ফোটে।