খেলার নামগুলো আর বিস্তারিত পড়ার সময় বার বার ছোটবেলায় হারিয়ে যাচ্ছিলাম। লুডু, ক্যারাম, লুকোচুরি, চোর-ডাকাত-পুলিশ,তাস। আমরা অবশ্য তাস খেলতাম না। কাগজে 5,10,15...100 লিখে খেলতাম। খেলতে খেলতে খাতা শেষ হয়ে যেত, কিন্তু খেলা শেষ হতে না। এই খেলাটা চারজন মিলে খেলতে হয়। আর আমরা চার বোন মিলে খুব খেলতাম।
আমার ধারণা মেয়েরা চিটিং করতো, কিন্তু, কৌশলটা কোনোদিনও ধরতে পারিনি ।
না পারলে তো একটা অজুহাত দেখাতেই হয়। এই খেলাটা এখনো শশুর বাড়িতে গেলে খেলি। হাসবেন্ড, ননদ, ভাতিজা, মামী মিলে। ভালোই লাগে।