দাদা গল্পটা পড়ার শুরু থেকেই কেন যেন আমার মনে হচ্ছিল কোঁকড়া ফ্যাকাসে চুল-ওয়ালা হাফ প্যান্ট পরা ছেলেটি আপনি। আপনার ছোটবেলার সঙ্গে গল্পটি বেশ মিলে যাচ্ছিল। এরকম দুঃসাহসিক গল্প আপনি ছাড়া আর কেইবা ছোটবেলায় নিজে পড়ে অন্যকে শুনাতে পারে। ছোটবেলার কথা মনে পড়লে সবারই মনটা খুব খারাপ হয়ে ওঠে। ওই দিনে তো আর ফিরে যাওয়া সম্ভবপর হয় না।
যাইহোক ছেলেটি আসলে আপনি কি না অবশ্যই জানাবেন দাদা।
আপনার অনুমান যথার্থই । লেখাটির শিরোনামটা পড়লেই আসলে বোঝা যায় এটি আমারই ছেলেবেলার স্মৃতিচারণা ।
আপনি তো লিখেন নাই কার জীবন থেকে নেয়া। অন্য কারো জীবন থেকেও তো নিতে পারেন😜।
ধন্যবাদ দাদা আপনার মূল্যবান সময় দিয়ে আমার প্রশ্নের উত্তর দেয়ার জন্য।