মানুষের মানবতা দিন দিন হারিয়ে যাচ্ছে
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। কিছুদিন ধরে খুবই আলসেমি ভর করেছে। কোন কাজ করতে ভালো লাগেনা। শীতকালে একটা সমস্যা হয়। একবার লেপের মধ্যে বসলে আর উঠতে ইচ্ছা করেনা। তাই ঠিকঠাক মতো কাজ করা হচ্ছে না। তারপরও কিছু কিছু মানুষের অমানবিকতা দেখে চুপ থাকতে ইচ্ছা করে না। এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে। এক একজনের মন মানসিকতা এক এক রকমের হয়ে থাকে। কিন্তু কিছু কিছু মানুষের মন-মানসিকতা দেখলে এত খারাপ লাগে যে বলে বোঝাতে পারবো না। মনে হয় এরকম মানুষগুলোকে সামনে পেলে কি করতাম তাই ভাবি মাঝে মাঝে। কি ভাবছেন আবোল তাবোল কথা কেন বলছি। তাহলে আসল ঘটনা বলি।
এইতো কয়েকদিন আগের ঘটনা। বসুন্ধরা আবাসিক এলাকার একটি ডাস্টবিনের মধ্যে ছোট্ট একটি বাচ্চাকে কারা যেন ফেলে রেখে গিয়েছে। বাচ্চাটির গায়ে কোন কাপড় নেই। ডাস্টবিনের মধ্যে পড়ে আছে। বাচ্চাটি দেখতে এতো চমৎকার কি আর বলব। ছোট বাচ্চাদের এমনিতে নিষ্পাপ লাগে দেখতে। তাছাড়া সারারাত শীতের মধ্যে থেকে মনে হল যে আরও সাদা হয়ে গিয়েছে। ময়লা একেবারে গায়ে লেগে বোঝা যাচ্ছে না হঠাৎ দেখে। সেদিন সকাল বেলা হঠাৎ করে ফেসবুকে এই খবরটি দেখলাম। পরে দেখলাম যে আমাদের পাশের রোডের ঘটনা। বাচ্চাটিকে দেখছিলাম আর বুকের মধ্যে কেমন করে উঠছিল। পৃথিবীতে কত মানুষ আছে যারা একেকটি বাচ্চার জন্য কত হাহাকার করে যাচ্ছে দিনের পর দিন। কত কান্নাকাটি করছে আল্লাহর কাছে। কিন্তু তারা একটা বাচ্চার মুখ দেখতে পায় না। আর অনেকেই আছে এই বাচ্চাদেরকে পৃথিবীতে এনে ডাস্টবিনে ফেলে রেখে যায়। তাদের বুক একবারও কাপে না। অন্যের বাচ্চাকে এরকম ডাস্টবিনে পড়ে থাকতে দেখতেই কেমন লাগে আর নিজের বাচ্চাকে কিভাবে এভাবে ফেলে রেখে যায়।
যদি কোন বড় ধরনের বিপদে পড়ে ফেলে রেখে যায় তাও তো একটু মানবিকভাবে ফেলা যেত। বাচ্চাটিকে সুন্দর করে কাপড়ে মুড়িয়ে কোন একটা ভালো জায়গায় তো রেখে দেয়া যেত। এভাবে খালি গায়ে ডাস্টবিনের মধ্যে কিভাবে ফেলতে পারে মানুষ। পরে লোকমুখে জানতে পারলাম ইউনিভার্সিটির কোন একটি মেয়ে এরকম ভাবে ফেলে রেখে গিয়েছে। আবার কেউ কেউ বলছে যে পাশের বাড়ির মহিলা কাজের মেয়ের বাচ্চা ফেলে দিয়ে গিয়েছে। হাজবেন্ডের সঙ্গে নাকি কাজের মেয়ের সম্পর্ক ছিল। এরকম ঘটনা যদি হয়েও থাকে তাহলে বাচ্চাকে পৃথিবীতে আনার কি দরকার। আগেও তো কত ব্যবস্থা রয়েছে। এত নিষ্পাপ একটি বাচ্চাকে এরকম মর্মান্তিকভাবে ফেলে রাখারই বা কি মানে। এদের আল্লাহ মনুষ্যত্ব বলতে কিছুই দেয়নি। যত বিপদে পড়েই ফেলুক বাচ্চা তাই বলে এভাবে ডাস্টবিন ফেলবে। সকালবেলায় ময়লার লোক ময়লা নিতে এসে এই বাচ্চাটিকে দেখে পুলিশে খবর দেয়। ততক্ষণে বাচ্চাটি জীবিত ছিল। হসপিটালে নেওয়ার পরে বাচ্চাটি মারা যায়। তাহলে সারারাত কি কষ্ট টাই না পেয়েছে বাচ্চাটি।
আল্লাহর কাছে একটাই চাওয়া এই সব মানুষজন যেন জীবিত অবস্থায় এই পাপের শাস্তি পেয়ে যায়। যাই হোক এই বিষয়টি নিয়ে আর লিখতে ইচ্ছা করছে না। মনে পড়লেই মনের মধ্যে কেমন যেন লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে আপনি সত্যি কথাই বলেছেন। কেননা মানুষের মধ্যে এখন স্বার্থ ছাড়া মানবতার কোন জায়গা নেই। আপনি যদি মানুষকে ভালবাসেন তাহলে সে কখনো আপনাকে ভালোবাসবে না। আর এভাবে যদি মানুষের মাঝ থেকে মানবতা হারিয়ে যেতে থাকে তাহলে মানুষ আর মানুষকে কখনোই ভালোবাসবে না।
ইসলামিক আইন দ্বারা দেশ শাসিত না হলে মানবতা দিন দিন হারিয়ে যেতে থাকবে। হয়তো নিশ্চয়ই কোন অবৈধ কার্যকলাপের ফল অথবা অবৈধ মানুষের দ্বারা এমন কাজ। কিন্তু নবজাতক শিশুটা তো নিষ্পাপ। তার এই দুনিয়ার বুকে বেঁচে থাকার অধিকার রয়েছে, রয়েছে স্নেহময়ী মায়ের কোল পাওয়ার অধিকার। কিন্তু আজকে তাকে পাওয়া যাচ্ছে ডাস্টবিনে। কতটা নিষ্ঠুরতা প্রকাশ করে এখানে তা বলে বোঝানো যাবে না। দেশটা দিন দিন নষ্টের দিকে চলে গেল। এগুলা ভাবতে আমার খুবই কষ্ট লাগে।
মানুষের মধ্যে মানবতা হারিয়ে যাচ্ছে এটা বলার কোন অপেক্ষায় রাখে না চলার পথে এমন কিছু চোখের সামনে পড়ে যেগুলো দেখে সহ্য করা যায় না। মানুষের আচরণগুলো যেন ভিন্ন প্রকৃত হয়ে গেছে। আপনি খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন পরিবেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাদের।
এ ঘটনা গুলো প্রতিনিয়ত ঘটছে। মানুষরূপী কিছু জানোয়ার এমন কাজ করছে! তারা তাদের পাপের ফল নিশ্চয় পাবে। তবে এদেরকে আল্লাহ তায়ালা হেদায়েত দান করুক।