গ্রামের বাড়িতে গিয়ে মাছ ধরা দেখার আনন্দ

in আমার বাংলা ব্লগ20 days ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। প্রতিবার গ্রামের বাড়িতে যখন যাই তখন পুকুর থেকে মাছ তোলা হয়। আমাদের শ্বশুরবাড়িতে বেশ কয়েকটি পুকুর রয়েছে। আমাদের একটি আলাদা পুকুর রয়েছে। সেখানে অবশ্য তেমন বেশি মাছ নেই। বাড়িতে সব থেকে যেই বড় পুকুর সেই পুকুরটি আবার সবার ভাগের। আমরা এবং চাচা শ্বশুরা যখন যাই তখন ওই পুকুর থেকে মাছ তোলা হয়। যেহেতু এবার শীতকাল ছিল তাই ভাবছিলাম যে শীতকালে মাছ তোলা হবে না হয়তো। কিন্তু পরের দিন সকাল বেলায় দেখলাম যে মাছ তোলার জন্য লোক চলে এসেছে। এই পদ্ধতিতে মাছ তোলা দেখতে খুবই ভালো লাগে। পুকুরের এক সাইডে জাল ফেলে এটা টানতে টানতে অন্য সাইডে নিয়ে যায়। এতে প্রায় সব মাছ ধরা পড়ে। ছোট ছোট কিছু মাছ বের হয়ে গেলেও বড় মাছগুলো আটকে যায় জালে। তাছাড়া এই মাছ ধরার সময় বাড়ির সবাই এসে পুকুর পাড়ে হাজির হয় মাছ ধরা দেখার জন্য। বিশেষ করে বাচ্চারা খুব মজা পায়। কারণ ওরা তো কখনো এরকম দেখেনা। গ্রামের বাড়িতে গেলেই শুধু দেখা হয়।



IMG_3008.jpeg


IMG_3011.jpeg


জেলেরা সকাল সকালে চলে আসে। আমরা ঘুম থেকে উঠেই দেখি যে জেলেরা এসে হাজির। তাড়াতাড়ি করে নাস্তা করে চলে গেলাম পুকুর পাড়ে। তখন দেখলাম যে মাত্র জাল ফেলেছে। এক পাশ থেকে অপর পাশে টেনে আনতে অনেক সময় লাগে। জাল টানোর সময় কিছু হাঁস আটকা পড়ে গিয়েছিল। আমি তো ভয় পাচ্ছিলাম হাঁসগুলো জালের মধ্যে না আটকে যায়। পরে কাছাকাছি আসার পর দেখলাম হাঁস গুলো পার হয়ে গেল জাল দিয়ে। প্রতিবার বাড়ির ছেলেরাও এই জেলেদের সঙ্গে নেমে যায় মাছ ধরার জন্য। এবার শীতকাল হওয়ার কারণে আর কেউ নামেনি পুকুরে।


IMG_3015.jpeg


IMG_3016.jpeg


অনেক বড় পুকুর হওয়ার কারণে এই পুকুরে অনেক মাছ থাকে। পুকুরে মাছ ছাড়তে হয় না। এমনিতেই মাছগুলো হয়। তাছাড়া খাবার দাবারও খুব একটা দেয়া লাগে না। অনেক মাছ উঠেছিল। ছোট ছোট যে মাছগুলো ছিল সেগুলো পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। আর বড় মাছ গুলো সব তুলা হয়েছে। অনেক ধরণের মাছ ছিল এখানে। শুরুতেই বড় মাছগুলো আমাদের এবং চাচাদের দিয়ে দেয়। কারণ আমরা তো আর বাড়ির এই মাছ সবসময় খেতে পারি না। তারপর যেই মাছগুলো থাকে সেগুলো বাড়ির মধ্যে ভাগ করা হয়। যদিও আমি এই মাছ নিয়ে আসিনি। আমার কাছে খুব একটা ভালো লাগে না এই মাছ খেতে। বাড়িতেই যখন ধরা হয়েছিল তখন টাটকা অবস্থায় ভেজে খেয়েছিলাম। বাসায় নিয়ে আসলে খেতে তেমন একটা ভালো লাগে না। এজন্য অনেক জোরাজোরি করার পরেও আমি মাছ নিয়ে আসিনি। তাছাড়া মাছ নিয়ে আসাও ঝামেলা। কিন্তু মাছ ধরা দেখতে খুব ভালো লাগে।


IMG_3020.jpeg


এই ছিল আমার আজকের আয়োজন। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
PhoneI Phone 15 Pro Max
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 20 days ago 

IMG_3078.png

IMG_3079.png

IMG_3080.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

 19 days ago 

ভালই মাছ পড়েছে তো আপু। পুকুরের মাছের স্বাদই আলাদা। আমাদের বাড়িতেও আগে এইভাবে পুকুরে মাছ ধরা হত। এখন লোকের অভাব। একটা কথা ঠিকই বলছেন। পুকুরে সব সময় মাছ ছাড়তে হয় না। এমনিই অনেক মাছ হয়। শহরে থেকে এই আনন্দগুলো আমারও মিস হয়ে যায় আপনার মতোই ।

 15 days ago 

আরো অনেক মাছ উঠেছিল। সবগুলো নেয়া হয়নি। ছেড়ে দেওয়া হয়েছে অনেক মাছ। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 19 days ago 

বাহ এত সুন্দর সুন্দর এতগুলো মাছ সবগুলো একা একা খাবেন নাকি আপু। অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আসলে আমরা যারা শহরে থাকি তারা এই সুন্দর দৃশ্যগুলি থেকে বঞ্চিত বিশেষ করে আমার কখনো জেলেরা পুকুরে মাছ ধরছে দেখা হয়নি। তাই আপনাদের পোস্টগুলোর মাধ্যমে দেখতে অনেক ভালো লাগে।

 15 days ago 

আমি তো কোন মাছ নিয়ে আসেনি। অল্প কিছু খেয়েছিলাম। বাকিরা সবাই নিয়েছে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 19 days ago 

গ্রামীণ অনেক কার্যকলাপের সুন্দর দৃশ্যের মধ্যে মাছ ধরার দৃশ্যটি অত্যন্ত আনন্দদায়ক একটা ব্যাপার।অনেক মাছ ধরেছে দেখছি। মাছ ধরা দেখতে আমার অনেক ভালো লগে। আমাদের বাড়ির সাথে একটা বড় পুকুর আছে সেখানে যখন মাছ ধরতে আসে দেখতে ভীষণ ভালো লাগে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 15 days ago 

আসলেই খুব ভালো লাগে এই মাছ ধরার সময়টা। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 19 days ago 

এই ধরনের দৃশ্য গুলো আসলে গ্রাম ছাড়া দেখা যায় না। আমিও অনেকদিন হলো এরকম সামনাসামনি বসে মাছ ধরা দেখি না। আপনারা খুব সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করেছেন। অনেক মাছ ধরা হয়েছে দেখছি। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 15 days ago 

ঠিক বলেছেন আপু গ্রাম ছাড়া এরকম দৃশ্য আর কোথাও দেখা যায় না। যাই হোক ধন্যবাদ আপনাকে।

 18 days ago 

পুকুর টা দেখছি বেশ বড়। গ্রামের পুকুর গুলো সাধারণত এইরকমই হয়ে থাকে। মাছ ধরার সময় বাড়ির সবাই একটা আগ্রহ নিয়ে পুকুর পাড়ে চলে আসে সেটা দেখার জন্য। বেশ লাগল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 15 days ago 

পুকুরটা মোটামুটি অনেক বড়, মাছও ছিল অনেক। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 18 days ago 

পুকুর থেকে মাছ তোলার দৃশ্য গুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে। আর নিজেদের কুকুরের টাটকা মাছগুলো খেতেও ভালো লাগে। আপু আপনাদের পুকুরে দেখেছি অনেক মাছ রয়েছে। আপনি গ্রামের বাসায় গিয়ে দারুন সময় কাটিয়েছেন।

 15 days ago 

ঠিক বলেছেন আপু নিজেদের পুকুরের টাটকা মাছ হলে খেতে আরো বেশি মজা লাগে। ধন্যবাদ আপনাকে।

 13 days ago 

পুকুরে বড় জাল দিয়ে মাছ ধরার সময় পুকুরে থাকা হাঁসগুলো যখন লাফিয়ে জালটি পার হয়, তখন দেখতে খুবই সুন্দর লাগে। অনেক মাছ ধরেছে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.24
JST 0.041
BTC 94894.81
ETH 3306.65
SBD 6.51