ক্রিয়েটিভ রাইটিংঃ আলো ও অন্ধকারের শহর [পর্ব-২]
🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা...........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমার নতুন পোস্টে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে আলো ও অন্ধকারের শহর ক্রিয়েটিভ রাইটিংয়ের দ্বিতীয় পর্ব আপনাদের মাঝে শেয়ার করব। আশাকরি আমার লেখা ক্রিয়েটিভ রাইটিং এর দ্বিতীয় পর্ব আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
রবিরাজের তীব্র হেসে ওঠার শব্দটি শহরের সন্ত্রাসের মতো অনুভূত হচ্ছিল। তার অন্ধকার বাহিনী ক্রমাগত বেড়ে যাচ্ছিল, আর মায়া ও আরমান জানত তারা যদি কিছু না করে, ঢাকা শহরের সবাই এক ভয়ানক বিপদে পড়বে। আরমান এক মুহূর্তের জন্য থমকাল। মায়ার কাছে ফিরে এসে বলল, তুমি কী মনে কর যদি আমাদের শক্তি একসঙ্গে না ব্যবহার করি, তবে কি আমরা এই যুদ্ধে জয়ী হতে পারবনা।মায়া মাথা নিচু করে ভাবতে লাগল। আমরা কি পারব, সেটা জানি না। কিন্তু যদি রবিরাজের শক্তির উৎস অনুসন্ধান করতে না পারি, তবে আমরা কখনোই তাকে হারাতে পারব না।তারা মিলে সন্ধ্যা বেলা আবারও রবিরাজের গোপন ঘাঁটিতে ফিরে গেল। সে জায়গাটা একদম শুনশান বাড়ির ভেতর একটি বিশাল সুড়ঙ্গ ছিল, যা তাদের কাছে কিছুটা রহস্যময় মনে হচ্ছিল। মায়া, আরমান, এবং তার যাদু শক্তির মিশ্রণ ছুঁয়ে সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করল।
সুড়ঙ্গের মধ্যে তারা দেখতে পেল একটি পুরনো মঞ্চ, যেখানে রবিরাজ দাঁড়িয়ে ছিল। তার চারপাশে অন্ধকারের এক ভিন গড়ে উঠেছিল। রবিরাজ মৃদু হাসল এবং বলল, তোমরা এই রাস্তায় এসেছ, মানে তোমরা জানো তোমাদের শক্তি আমার সমান নয়। তবুও আমি তোমাদের সুযোগ দেব প্রত্যেককে একে অপরকে পরাজিত করতে।এই মুহূর্তে, মায়া এবং আরমানের সামনে একটি বিস্ময়কর দৃশ্য হাজির হল। তাদের দুজনের মধ্যেই শক্তির লুকানো গহ্বর ছিল। মায়ার আলোয় তার গভীরতার চেহারা আর বাড়ানোর ক্ষমতা ছিল। আর আরমানের অন্ধকারে তার আক্রমণ চালানোর দক্ষতা। একে অপরের শক্তিকে জানলে তাদেরকে রবিরাজকে পরাস্ত করার একটি বিশেষ উপায় খুঁজে বের করতে হবে।তারা দুজনেই বুঝতে পারল একে অপরের সহযোগিতা ছাড়া তাদের জয় সম্ভব নয়। এখন আর সময় নষ্ট করা যাবে না। তারা একসঙ্গে আক্রমণ করতে প্রস্তুত হল।এখানে নতুন এক পর্ব শুরু হয়ে গেল, তুমি চাইলে আরও কিছু যোগ করতে পার বা অন্য কোনো দিক থেকে গল্পটাকে এগিয়ে নিতে পার।
পোস্টের বিষয় | ক্রেয়িটিভ রাইটিং |
---|---|
পোস্টকারী | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
আলো ও অন্ধকারের শহর এর প্রথম পর্বটি আমি পড়িনি তবে দ্বিতীয় পর্বটি পড়ে কেমন জানি ভয় লাগছিল আবার পরবর্তী কি হবে জানতে ইচ্ছে করছিল। এই ধরনের গল্প গুলো পড়তে বেশ ভালো লাগে আমার কাছে। আপনি আজকে দ্বিতীয় পর্ব শেয়ার করেছেন আশা করছি খুব দ্রুত দ্বিতীয় পর্ব শেয়ার করবেন। পরবর্তী পর্ব পড়ার অপেক্ষায় রইলাম আপু।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি অলরেডি দ্বিতীয় পর্ব শেয়ার করেছি তবে খুব শীঘ্রই পরবর্তী পর্ব আপনাদের মাঝে উপস্থাপন করব।