নাটক রিভিউঃ ধনী গরিবের লড়াই [পর্ব ২০ তম]❤️
আমি তানহা তানজিল তরসা । আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........
আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আমার নতুন ব্লগে সকল ভাই ও বোনদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি।আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজ আমি ধনী গরিবের লড়াই নাটকের ২০ তম পর্ব নিয়ে কথা বলবো।এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যার কারনে আমি এই নাটকটি প্রতিনিয়ত রিভিউ করার জন্য সিদ্ধান্ত নেয়েছি। আসলে ঈগল টিম বেশ চমৎকার ভাবে কাজ করে যাচ্ছে। সবাই যেদিকে হাতে ঈগল টিম পুর ব্যতিক্রম ভাবে কাজ করছে।ঈগল টিমের নাটক গুলা খুবই সামাজিক ও শিক্ষানীয়। আশা করি আমার নাটক রিভিউটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ব্যাক্তিগত ভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে যার কারনে আপনাদের মাঝে রিভিউ টা নিয়ে এসেছি। চলুন তাহলে শুরু করা যাক।
নাটকের প্রথমে দেখা যায় রিমা কে একটা ঘরের ভিতরে বন্দী করে রেখেছে। সুরুজ চৌকিদারকে যাওয়ার সময় বলে যাচ্ছে রিমার দিকে খেয়াল রাখবেন। রিমার যদি কিছু হয় এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে। তখন চৌকিদার বলে কিচ্ছু হবে না ভাইজান। এরপর রিমার বড় ভাবি বলে রিমার খাবার সময় মত মিনা এসে দিয়ে যাবে ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তখন চৌকিদার বলে আমার খাবারটাও পাঠিয়ে দিয়েন। তখন সুরুজ বলে দুপুরে আপনার পরবর্তীতে মিজান আসবে তখন আপনি খেতে যাবেন। তখন চৌকিদার বলে ঠিক আছে ভাইজান। এরপর সেখান থেকে তারা সবাই চলে যায় চৌকিদার বাদে।
এরপর দেখা যায় রিমার ননদ কলেজে যাচ্ছে সেই মুহূর্তে রোডের পাড়ে দুইটা গোলাপ ফুল ও একটা চিঠি পড়ে পাই। সে চিঠি ও ফুলটা হাতে তুলে নিয়ে পড়তে শুরু করল।সেখানে লেখা ছিল আমি তোমার জন্য বেহায়া হয়েছি তাই রোজ রোজ তোমার জন্য অপেক্ষা করতাম। কিন্তু কাল তুমি যে কথা বললে তারপরে আমি তোমার সামনে আর যাব না। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে বিকালবেলা পুকুরপাড়ে অবশ্যই আসবা। আমি সেখানে তোমার জন্য প্রতিদিন পুকুর পাড়ে অপেক্ষা করবো। এরপর দেখা যায় রিমা তখনই পুকুর পাড়ে যায় এবং সেখানে রতন ও ছিল। সোহানা রতন কে দেখে বলে আমি এমনি এসেছি এখানে। এরপর তারা দুজন পুকুর পাড়ে বসে এবং গল্প করে কিছুক্ষণ তারপরে সোহানা বাসায় চলে যায়।
এরপর দেখা যায় মোড়ল সাহেব ও মাস্টার এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছিল ঠিক সেই মুহূর্তে সুরুজ সেখানে এসে হাজির হয়। তখন শুরুজ এসে মোড়ল সাহেবকে বলে বড় আব্বা রিমাকে তুলে এনেছি। এ কথা শুনে মোড়ল সাহেব খুবই খুশি হয় এবং বলে ওদের এবার জেলের ভাত খাওয়াবো, মামলা করব। সুরুজ বলে ওদের বাঁচার কোন রাস্তা নেই। ওদের এবার জেলে পৌঁছে মরতে হবে। মোড়ল সাহেব সুরুজকে প্রশ্ন করে ওকে কোথায় লুকিয়ে রেখেছো। তখন সুরুজ বলে এখানে মাস্টার আছে আমি এখানে বলতে চাচ্ছি না। তখন মোড়ল বলে ও একজন ব্যাক্কল মানুষ ওর সামনে বললে কিছু হবে না। সুরুজ তখন বলে তাও বড় আব্বা আমি মাষ্টারের সামনে বলতে চাচ্ছি না। তখন মোড়ল সাহেব বলে ঠিক আছে মাস্টার তুমি এখন এখান থেকে যাও। এরপর মাস্টার সেখান থেকে চলে যাই। এদিকে দেখা যায় নায়ক ও তার দুই বন্ধু দাঁড়িয়ে কথা বলছে। তাদের মধ্যে একজন জানেনা যে রিমা কিডন্যাপ হয়েছে। এ কথা শুনে এসে বলে ভাবিকে কিডন্যাপ করেছে চলো ওদেরকে আজ বাঁচিয়ে রাখবো না।এ কথা শুনে নায়কও রেগে যায় এবং তারা তিনজনেই মোড়ল বাড়ির উদ্দেশ্যে রওনা দেই।
এরপর দেখা যায় পথ দিয়ে মাস্টার কে জেতে ঠিক সেই পথ দিয়ে সুলতানা ও আসছিল। মাস্টার সুলতানের সাথে কথা না বলে চলে যাচ্ছিল দেখে সুলতানা বলল কি হল মাস্টার আমাকে দেখেও কথা না বলে চলে যাচ্ছেন। তখন মাস্টার বলে যারা মানুষের মন বোঝেনা তাদের সাথে আবার কি কথা বলব। এ কথা শুনে সুলতানা বলে কেন কি হয়েছে মাস্টার। কি হয়েছে সেটা পরে বুঝতে পারবা।তারপরে মাস্টার বলে কোন পাপ যে করেছিলাম যে আল্লাহ আমাকে এ বাড়ি এনে ফেলেছে।এরপর মাস্টার সেখান থেকে চলে যায়।
এরপর দেখা যায় তারা তিনজন লাঠি নিয়ে হাতে করে নিয়ে মোড়ল বাড়ির দিকে আসছিল ঠিক সেই মুহূর্তে পথে লাঠিয়ান মিজানের সাথে তাদের দেখা হয়। নায়কের সাথে তার দুই বন্ধু ছিল তারা দুই বন্ধু মিলে মিজানের কে মারধর করে।তখন নায়ক ওদেরকে বলে থাম তোরা ওকে মেরে কি হবে। মারবো তো মোড়ল বাড়ির সদস্যকে।তারা তিনজন ওখান থেকে চলে গেলে সাথে সাথে মিজান সুলতানার কাছে ফোন দিয়ে বলে আপামনি রিমা আপার শশুর বাড়ির লোকজন যাচ্ছে মোড়ল বাড়িতে হামলা করার জন্য। আপনারা সাবধানে থাইকেন।তখন সুলতানা বলে আসতে দে ওদেরকে ওদেরকে আজ দেখে নেব। কেউ বাঁচাতে পারবে না আজ ওদেরকে। এরপর সুলতানা মোড়ল বাড়ির সবাইকে ডেকে এক জায়গায় করে এবং বলে রিমাইন শ্বশুর বাড়ির লোকজন আসছে মোড়ল বাড়িতে হামলা করার জন্য। এদিকে দেখা যায় নায়কের বোন সোহানা কলেজ থেকে বাড়ি এসে ভাবি ভাবি করে ডাকছে কিন্তু ভাবীর কোন সাড়া পাচ্ছে না। এরপর তার বাবা মা ঘর থেকে বের হয়ে আসে এবং বলে তোর ভাবিকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মোড়ল বাড়ির মানুষ নাকি তোর ভাবিকে তুলে নিয়ে গেছে। এ কথা শুনে সোহানা অনেক রেগে যায় এবং বলে এখনই মোড়ল বাড়ি চলো ওদেরকে ছাড়বো না। এরপর তার বাবা বলে শান্ত হও তোমার ভাই গিয়েছে মোড়ল বাড়িতে দেখা যাক কি হয়।
এরপর দেখা যায় রিমার জামাই ও তার দুই বন্ধু মোর বাড়িতে এসে পৌঁছায় এবং সেখানে কমবেশি সবাই উপস্থিত ছিল। তাদের সবার উপরে হামলা শুরু করে। তারা দুই পক্ষ মারামারি শুরু করেছিল। সুলতানা নায়কের এক বন্ধুর মাথায় আঘাত করে। তাদের মারামারি চলতে থাকা অবস্থায় নাটকটি শেষ হয়ে যায়। পরে কি ঘটে সেটা পরবর্তী পর্বে দেখা যাবে। পরবর্তী পর্ব দেখার জন্য অপেক্ষা করুন। আমিও খুব শীঘ্রই পরবর্তী পর্ব আপনাদের মাঝে শেয়ার করব।যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
পোস্টের ধরন | নাটক রিভিউ |
---|---|
নাটকের নাম | ধনী গরিবের লড়াই পর্ব- ২০ তম |
পরিচালক | সুলাইমান। |
অভিনয়ে | ইফতি,জান্নাতুল মাওয়া, রাফি ইসলাম সৌরভ, মায়া মিম, জাহাঙ্গীর কবির সহেলী কানন ও আরও অনেকেই। |
দৈর্ঘ | ১৮ মিনিট ৩৯ সেকেন্ড |
মুক্তির সময় | ২২ আগস্ট ২০২৪ খ্রিঃ |
এরপর নাটকটি শেষ হয়ে যায়.............
পোস্টের বিষয় | নাটক রিভিউ |
---|---|
পোস্টকারী | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
নাটকটি বেশ চমৎকার, তবে আরো একজনকে দেখলাম এই নাটক রিভিউ করেছে। এখন দেখছি আপনিও নাটকের একটি পর্ব রিভিউ করেছেন। ধন্যবাদ আপনাকেও এ পর্বটি রিভিউ করে আমাদের মধ্যে শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
দেখতে দেখতে ধনী গরিবের লড়াই নাটকের ২০ পর্ব আমাদের মাঝে শেয়ার করেছো। ধনী গরিবের লড়াই নাটকটি আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে ঈগল টিমের প্রতিটি নাটক আমার কাছে বেশ ভালো লাগে। তুমি অনেক সুন্দর করে নাটকটি রিভিউ করেছো। ধন্যবাদ অনেক সুন্দর একটি নাটক আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার শেয়ার করা নাটক রিভিউ তোমার কাছে অনেক বেশি ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক সুন্দর একটা নাটকের রিভিউ পড়লাম আজকে। আমি সময় পেলে নাটক দেখার চেষ্টা করি। তবে ব্যস্ততার জন্য খুব একটা নাটক দেখা হয় না। আমার কাছে এরকম সুন্দর এবং শিক্ষনীয় নাটক দেখতে অসম্ভব ভালো লাগে। তবে আমি নাটকের থেকে মুভি একটু বেশি দেখি। যার কারণে নাটক এখন একেবারেই কম দেখা হয়। অনেক সময় শর্ট ভিডিওর মধ্যেও নাটকের সংক্ষিপ্ত কাহিনী দেখি। আজ আপনি যে নাটকের রিভিউ টা নিয়ে আমাদের সবার মাঝে উপস্থিত হয়েছেন, এটা সত্যি খুব সুন্দর ছিল। নাটকের কাহিনী ভালো লেগেছে আমার কাছে।
ভাইয়া নাটকটি অসম্ভব সুন্দর এবং সামাজিক ও শিক্ষানীয়। ঈগল টিমের নাটক দেখতে আমি বরাবরের অনেক পছন্দ করি। সময় পেলে নাটকটি দেখবেন আশা করি অনেক ভালো লাগবে।
আমার কাছে অসম্ভব ভালো লেগেছে ধনী গরীবের নাটকের এই পর্বটা পড়তে। এই নাটকটা আমার অনেক বেশি পছন্দের। নাটকটার কাহিনীটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এই পর্বের পুরো রিভিউ টা অনেক সুন্দর করে শেয়ার করা হয়েছে। আশা করি প্রতিটা পর্বের রিভিউ সুন্দর করে শেয়ার করবেন।
আমার শেয়ার করা নাটক রিভিউ পড়ে আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। চেষ্টা করবো প্রতিটি পর্ব খুব সুন্দর করে উপস্থাপন করার।
বেশ কিছুদিন আগেই দেখা শুরু করেছি নাটকটি।অনেকগুলো পর্ব ইতিমধ্যে দেখে ফেলেছি। বেশ ভালো লেগেছে আমার কাছে।আপনি ধনী গরিবের লড়াই নাটকের ২০ তম পর্ব শেয়ার করেছেন।যেটার রিভিউ পড়ে খুবই ভালো লাগলো আপু। ধন্যবাদ সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
ধনী গরীবের লড়াই নাটক আপনি দেখেন এবং প্রত্যেকটি পর্ব আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক ভালো লাগলো আপু।