নাটক রিভিউঃ গরিবের কোরবানি ঈদ।

in আমার বাংলা ব্লগ5 days ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি তানহা তানজিল তরসা । আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।


আজ ২৪ জুন ২০২৪ ইংঃ রোজ সোমবার ।

বাংলায় ১০ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........

আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজকে আমি গরিবের কোরবানি ঈদ নাটক নিয়ে কথা বলবো। এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। মধ্যবিত্তদের জীবন যাপনের পুরো বিষয়টাই নাটকে তুলে ধরা হয়েছে। আমাদের সমাজে আজ যারা মধ্যবিত্ত তারা কঠিন পরিস্থিতিতে জীবন যাপন করছে। কারণ এদের কাছে প্রয়োজন অনুযায়ী টাকা পয়সা না থাকার কারণেই নিজেদের শখ-আল্লাদ পূরণ করতে পারছে না অন্যদিকে মধ্যবিত্ত হওয়ার কারণে কারো কাছে হাত পেতে কিছু চাইতেও পারেনা। নাটকের পুরো বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে যার কারনে আমি নাটকটি আপনাদের মাঝে রিভিউ করার সিদ্ধান্ত নেই। আশা করছি আপনাদের কাছে নাটকের রিভিউটি অনেক ভালো লাগবে।


নাটকের পোস্টার

IMG_20240624_054803.jpg


IMG_20240624_163617.jpg

নাটকের প্রথমে দেখা যায় একটি ছেলে ও একটি মেয়ে একসাথে বসে কথা বলতে দেখা যায়। তারা গোশত দিয়ে ভাত খাওয়া নিয়ে কথা বার্তা বলতে থাকে।

IMG_20240624_153752.jpg

এরপর দেখা যায় নায়ক ও নায়কাকে কথা বলতে তারপর নায়কা নায়কে বলে বেতন কি পাইছো বাড়িওয়ালা বাড়ি ভাড়া চাচ্ছিল। নায়ক তখন বলে বেচা বিক্রি বন্ধ কাল টাকা চেয়ে দেখবো।

IMG_20240624_153721.jpg

বাড়িওয়ালা ছেলে বলে আশপাশের সবাই গরু কিনে ফেলছে আমরা কবে গরু কিনবো এই কথা শুনে বাড়িওয়ালা তার বউকে বলে তুমি কি তাদেরকে বলেছো বাড়ি ভাড়া দেয়ার জন্য। এ কথা শোনার পর তার বউ তাকে বলে তারা এখনো বেতন পায়নি বেতন পাইলে বাড়ি ভাড়া দিয়ে দেবে বলেছে।

IMG_20240624_153641.jpg

এরপর আবার সে ফটো দুইটা ছেলে মেয়েকে দেখা যায় তার বাবা তাদেরকে জোরপূর্বক ভাঙ্গারি কুড়াতে দিয়ে পাঠায়। কারন ভাঙ্গারী কুড়িয়ে যা টাকা হয় সেই টাকা দিয়ে তার বাবা নেশা করে।

IMG_20240624_144616.jpg

এদিকে নায়ক তার বাড়ি ভাড়া টাকা যোগাড় করতে পারে না তার মেয়ে বাইনা ধরেছে গোশত খাবে বলে। কিন্তু তাদের কোন সামর্থ্য নেয় গোশত কেনার।

IMG_20240624_153512.jpg

তারা দুই ভাই বোন পথ দিয়ে হেটে যাচ্ছিলো এমন সময় তারা একটি গরু দেখতে পাই। তখন ছেলেটি বলে দেখ আপু একটা লাল গরু লাল গরুর মাংস খেতে খুবই সুস্বাদু। তখন তার বোন বলে চল ভাই আমরা দেখি কারা কারা এবার কুরবানি দেবে কোরবানির দিন আমরা তাদের বাড়িতে গিয়ে গোস্ত চেয়ে নিয়ে আসবো ।

IMG_20240624_152402.jpg

এবার কোরবানির দিন তারা বাড়িতে বাড়িতে গিয়ে গোস্ত চেয়ে বেড়ায়। বেশিরভাগ জায়গা থেকে তারা গোস্ত পাই না।

IMG_20240624_152122.jpg

এবার তারা ঘুরতে ঘুরতে নায়কের বাড়িতে চলে যাই। তারা সেখানে গিয়ে তাদের কাছে কোরবানির গোস্ত চাই। কিন্তু তারা বলে এবার আমরা কোরবানি দেয়নি। আমার মেয়ে বেশ কয়েকদিন ধরে গরুর গোস্ত খাবে বলে বায়না ধরেছে কিন্তু আমরা গোস্ত কিনতে পারছিনা টাকারভাবে। এই কথা শোনার পর মেয়েটি তাদেরকে কিছু গোশত দেয়। গোশত পেয়ে নায়কের বউ অনেক খুশি হয়।

IMG_20240624_152106.jpg

এরপর ছেলেটি যখন বাড়িতে এসে গোস্ত রান্না করে খেতে দেবে তখন তার বাবা সেখানে চলে আসে তার বাবা বলে দেখি গোশত গুলা। ছেলেটির বাবা গোশতগুলো নিয়ে একটি প্যাকেটে ভরে বিক্রি করতে যাই। কিন্তু ছেলেটি তার বাবা পায়ে পড়ে কান্নাকাটি করে কিন্তু তার বাবা এতটাই খারাপ যে তার কথা শোনে না।

IMG_20240624_144616.jpg

এদিকে নায়ক নায়িকা তার মেয়েকে নিয়ে ঈদের দিন গোশত রান্না করে খাচ্ছিলো। এরপর ওই দুই মেয়ে ও ছেলেটি বসে কান্না কাটি করে কিছুক্ষণ পরে মেয়েটি বলে ভাই তুই আমার সাথে চল আমরা যাদেরকে গোস্ত দিয়েছিলাম তাদের বাড়ি গেলেই আমরা গোস্ত খেতে পারবো। কিন্তু তারা সেখানে গিয়ে সেই বাড়িতে ঢুকতে পারে না কারণ তাদেরকে গেট থেকে বের করে দেয় যার ফলে তাদের আর গোস্ত খাওয়া হয় না।

IMG_20240624_152003.jpg

তারা দুজন রাতে রাস্তার উপর বসে বলতে থাকে আপু আহ গোস্তর কি বাসনা কিন্তু আমি আর গোস্ত খাব না পান্তাভাত অনেক স্বাদ লাগে গোস্ত খেলে গ্যাস হয় পেট খারাপ করে গায়ে চুলকানি হয়।তারপর তার বোন ভাইয়ের কথা শুনে কান্না করে।


পোস্টের ধরননাটক রিভিউ
নাটকের নামগরিবের কুরবানি ঈদ
পরিচালকসুলাইমান
অভিনয়েইফতি, মিম, জাহাঙ্গীর, নিশী আরও অনেকেই।
দৈর্ঘ৩৭ মিনিট ৩৪ সেকেন্ড
মুক্তির সময়২৮ জুন ২০২৩ খ্রিঃ



নাটক দেখার লিংক


নাটক দেখার পর আমার অনূভুতি ও রেটিং


নাটকটি আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে নাটকটি।এ নাটকে যারা অভিনয় করেছে তারা খুব সুন্দর ভাবেই তাদের চরিত্র উপস্থাপন করেছে।এ নাটকে তারা বাস্তব চরিত্র তুলে ধরেছে, কারণ মধ্যবিত্তরা এভাবেই মরে। না পারে কাউকে কিছু বলতে না পারে সইতে। আমি নাটকটির রেটিং ০৯/১০ দিলাম।
পোস্টের বিষয়নাটক
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা


আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার ভিতরে ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

Steem_Pro.png

Sort:  
 5 days ago 

আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।ঈগল টিমের প্রতিটা নাটক অনেক সুন্দর হয়। আপনার শেয়ার করা নাটকটি এখনো দেখা হয়নি। তবে আপনার নাটকের রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করবো।ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 days ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। জ্বী ভাইয়া নাটকটি অনেক সুন্দর, সময় পেলে নাটকটি দেখবেন আপনার কাছে অনেক ভালো লাগবে।

 5 days ago 

খুব চমৎকার একটা গল্প ছিলো নাটকটিতে।অনেক দারুন ভাবে আপনি প্রতিটি পয়েন্ট তুলে ধরেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 5 days ago (edited)

জি নাটকটি অনেক সুন্দর। আমার শেয়ার করা নাটকটি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার নিজের কাছে ও অনেক ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ ভাই।

 4 days ago 

এই নাটকটা বাস্তবতাকে তুলে ধরেই করা হয়েছে। আমাদের দেশে এরকম অনেক গরিব মানুষ রয়েছে যারা ঈদের দিন গোশত খেতে পারে না। তাদের এরকম কষ্ট গুলো দেখলে সত্যি অনেক বেশি খারাপ লাগে। নাটকের শেষটা দেখে অনেক খারাপ লেগেছে আমার কাছে। আপনি অনেক বেশী সুন্দর করে গরিবের কোরবানি ঈদ নাটকটার রিভিউ সবার মাঝে উপস্থাপন করেছেন। পুরো নাটকের কাহিনীটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। নাটকটা আমি দেখেছিলাম। আর নাটকের শেষটা যখন দেখেছিলাম তখন তো চোখে জল চলে এসেছিল।

 4 days ago 

আপু ঠিকই বলেছেন নাটকটি দেখে অনেক খারাপ লাগছিলো আমার নিজের কাছেও। নাটকটি দেখছিলাম আর শুধু এটাই ভাবছিলাম যে আমরা কত ভালো আছি সুখে আছি। আপনি কোন অসংখ্য ধন্যবাদ গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 4 days ago 

আপনি খুব সুন্দর একটি রিভিউ পোস্ট শেয়ার করেছেন।রিভিউ পড়ে নাটকটি দেখার আগ্রহ অনেকটা বেড়ে গেল।সময় করে দেখে নিব নাটকটি।নাটকের গল্পটি ভালো লেগেছে।ধন্যবাদ সুন্দর রিভিউ পোস্টটি শেয়ার করার জন্য।

 4 days ago (edited)

জি নাটকটি অনেক সুন্দর সময় পেলে নাটকটি দেখবেন। অনেক ভালো লাগবে আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

 4 days ago 

সত্যি গরিব এই মানুষগুলোর কথা ভাবতেই অনেক বেশি খারাপ লাগে। তারা না পারে কিছু ভালো-মন্দ খেতে, না পারে ভালো কোথাও থাকতে। ঈদের সময়ও তারা ভালো মন্দ কিছু খেতে পারে না। অনেক বেশি কষ্ট লাগে এই কথাগুলো ভাবতেই। আপনি আজকের এই নাটক রিভিউটা সুন্দরভাবে সবার মাঝে উপস্থাপন করেছেন। এই নাটকটার থেকে শিক্ষা নেওয়ার মতো বিষয় রয়েছে। আমরা যেরকম আছে ঐরকম ভালোই আছি। অনেক মানুষ রয়েছে এগুলো বুঝে না।

 4 days ago 

জি ভাইয়া নাটকটি প্রথম দেখে আমার কাছে খুবই খারাপ লেগেছিল যেটা বলে বোঝানোর মত নয়। শুধু এটাই ভাবছিলাম যে আমরা অনেক ভালো আছি। তাদের কথা ভাবতেই অনেক খারাপ লাগছে। ধন্যবাদ ভাইয়া আমার পোস্টে গঠন মূলক মতামত শেয়ার করার জন্য।

 4 days ago 

খুবই চমৎকার একটি নাটক রিভিউ করেছেন আপু।খুব সুন্দর ভাবে গুছিয়ে নাটকের গল্পটি লিখেছেন।আপনার লেখা নাটকের গল্পটি পড়ে দেখার আগ্রহ দ্বিগুণ পরিমাণে বেড়ে গেল।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 4 days ago 

অনেক সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। সময় পেলে নাটকটি দেখবেন, নাটকটি অনেক সুন্দর ও শিক্ষনীয়।

 4 days ago 

আপু আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। এই নাটক আমার কাছে অনেক ভালো লাগে। আমিও অনেকদিন আগে এই নাটক রিভিউ দিয়েছিলাম। ঈগল টিমের নাটক দেখতে সবসময় আমার কাছে ভালো লাগে। তারা সব সময় বাস্তবে চিত্রগুলো নাটকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে। আপনি খুব সুন্দরভাবে সম্পূর্ণ নাটকের রিভিউ তুলে ধরেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি নাটক রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 days ago 

জি আপু ঠিকই বলেছেন ঈগল টিমের নাটক গুলো সব সময় অনেক সুন্দর হয় এবং শিক্ষনীয় হয়ে থাকে।আপনাকে অনেক ধন্যবাদ আপু আমার পোস্টে গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 3 days ago 

নাটক দেখতে আমি অনেক ভালবাসি। সব সময় নাটক দেখার চেষ্টা করি৷ যখনই সময় পায় তখনই ভিন্ন ভিন্ন এবং নতুন নাটক গুলো দেখার চেষ্টা করি। আজকে আপনি খুবই সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন এবং এই নাটকটি আমি এখনো দেখে নিতে পারিনি৷ তবে আপনার কাছ থেকে নাটক সম্পর্কে অনেক ধারণা পেয়ে গেলাম৷ অবশ্যই সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷

 3 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য। যদি কখনো সময় পান নাটকটি অবশ্যই দেখবেন। নাটকটি অনেক সুন্দর ও শিক্ষা নিয়ে একটি নাটক।

 3 days ago 

অবশ্যই চেষ্টা করব। আপনার এই রিভিউ এর মাধ্যমে নাটকটি সম্পর্কে অনেক কিছু জেনে নিলাম।

 3 days ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 60870.17
ETH 3385.85
USDT 1.00
SBD 2.57