রেসিপি পোস্টঃ আলু ও মুরগির মাংসের মজাদার রেসিপি।

in আমার বাংলা ব্লগ4 days ago
আসসালামু আলাইকুম

🌿আমি মোঃ তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিম আইডির নাম @tanha001

বাংলায় ১৬ আষাঢ় ১৪৩১ খ্রিষ্টাব্দ।
আরবি ২২ জ্বিলহজ্জ ১৪৪৫ হি:।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আলু দিয়ে মুরগির গোশ রান্না আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। রেসিপি পোস্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই ভাবলাম আজকে একটি রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করি। সেই চিন্তা ভাবনাকে বাস্তবায়ন করতে রেসিপি পোস্ট করা। আশা করি আমার তৈরি রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

পরিবেশন

IMG_20240629_181727.jpg

IMG_20240629_181651.jpg

IMG_20240629_181608.jpg

প্রয়োজনীয় উপকরণপরিমান
মুরগীর গোশ১কেজি।
আলু২ পিচ আলু ছোট করে কেটে নেওয়া।
পেয়াজ৪ পিচ
রসুন৩ পিচ
ঝালের গুড়া১ টেবিল চামচ
হলুদের গুড়া১/২ টেবিল চামচ
ধনিয়া গুড়া১ টেবিল চামচ
জিরা গুড়া১ টেবিল চামচ
দারুচিনি গুড়া১ টেবিল চামচ
তেজপাতা৩-৪ পিচ।
এলাচ ফল২-৩ পিচ


প্রথম অংশ

IMG_20240629_111943.jpg

IMG_20240629_112110.jpg

প্রথমে আমি একটি পরিষ্কার কড়াই নিয়েছি এর ভিতরে অল্প করে সরিষার তেল দিয়েছি। তেল গরম হলে আলুর টুকরোগুলো কড়াইতে দিয়ে হালকা লবণ এবং হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আলু গুলা কড়াই থেজে তুলে নিয়েছি।

দ্বিতীয় অংশ

IMG_20240629_112306.jpg

IMG_20240629_112442.jpg

এরপর সেই কড়াইতে আরও একটু তেল দিয়ে প্রয়োজনীয় সকল উপকরণগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি।

তৃতীয় অংশ

IMG_20240629_182027.jpg

IMG_20240629_182009.jpg

মসলার কালার লাল লাল হয়ে গেলে এর ভেতর মুরগীর গোশত দিয়ে হালকা আঁচে ভালো করে কষিয়ে নিয়েছি। মুরগির মাংসগুলো যত সুন্দর করে কষিয়ে নিয়া যাবে খেতে ততো বেশি সুস্বাদু হবে।

চতুর্থ অংশ

IMG_20240629_181945.jpg

গোশত গুলা ভালো করে কষানো হয়ে গেলে এবার এর ভেতর ভেঁজে রাখা আলু গুলা দিয়ে নিয়েছি। এরপর আবার কিছু ক্ষন গোশত ও আলু একসাথে কষিয়ে নিয়েছি।

পঞ্চম অংশ

IMG_20240629_181838.jpg

IMG_20240629_113358.jpg

গোশত ও আলু একসাথে কষিয়ে নেওয়ার পর এর ভেতর পরিমান মতো পানি দিয়ে নিয়েছি। এরপর চুলার জ্বাল একটু বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষন জ্বাল করে নিয়েছি।

ষষ্ঠ অংশ

IMG_20240629_181807.jpg

IMG_20240629_181651.jpg

বেশ কিছু ক্ষন জ্বাল দেওয়ার পর তরকারির ঝোল ঘন হয়ে গেলে ঝোলের লবন ঝাল ঠিক আছে কিনা দেখে সব কিছু ঠিক ঠাক থাকলে চুলা থেকে নামিয়ে একটি পাত্রে পরিবেন করেছি।


পোস্টের বিষয়রেসিপি পোস্ট
পোস্টকারীমোছাঃ তানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার অমিল ও ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেবেন।
১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

আমি তানহা তানজিল তরসা। । আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

Steem_Pro.png

Sort:  
 3 days ago 

আলু ও মুরগির মাংসের মজাদার রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। অসাধারণ একটা রেসিপি শেয়ার করেছেন। রেসিপি পরিবেশন আমার খুবই ভালো লেগেছে।

 3 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 days ago 

আলু ও মুরগি মাংসের লোভনীয় রেসিপি করেছেন আপু।মাংসে আলু দিলে খেতে ভীষণ সুস্বাদু হয় মাংসের থেকে আলু খেতে বেশি ভাল লাগে আমার কাছে।আপনি চমৎকার সুন্দর করে মুরগির মাংস ও আলু রান্না করেছেন। ভীষণ লোভনীয় হয়েছে আপনার রেসিপিটি।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে রেসিপিটির রন্ধন প্রনালী সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু আপনার প্রশংসা মূলক মতামত শেয়ার করার জন্য।

 3 days ago 

আলু এবং মুরগির মাংসের অনেক সুন্দর একটি রেসিপি আজ আমাদের মাঝে আপনি শেয়ার করেছেন। আলু দিয়ে মুরগির মাংস আমার পছন্দনীয় একটি খাবার। বিশেষ করে খিচুড়ির সাথে মুরগির মাংস দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। যাই হোক অনেক সুন্দর ছিল আপনার রেসিপির ধাপ গুলো। যা দেখে যে কেউ এই রেসিপি তৈরি করতে পারবে খুবই সহজ ভাবে। সবশেষে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 days ago 

জি ভাইয়া ঠিকই বলেছেন আপনার যেমন মুরগির মাংসের ভিতরে আলু পছন্দ ঠিক তেমনি মুরগির মাংসের ভিতরে আলু না দিলে আমার কাছে একদমই ভালো লাগেনা। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত প্রকাশ করার জন্য ।

 3 days ago 

অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার চমৎকার এই রেসিপি দেখে খুবই ভালো লেগেছে আমার। বেশি দারুণভাবে আপনি রান্নার কার্যক্রম সম্পন্ন করেছেন। এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে আপনার আজকের এই রেসিপি তৈরি করা। খুবই ভালো লাগলো আপনার সুন্দর রেসিপি উপস্থাপনা।

 3 days ago 

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার তৈরি করা রেসিপিটি আপনার কাছে বেশ ভালো লেগেছে।

 3 days ago 

আলু দিয়ে মুরগির মাংস খেতে খুবই দারুন লাগে।বিশেষ করে রুটি দিয়ে খেতে।অনেক দারুন একটি রেসিপি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর করে উপস্থাপন করার জন্য।

 3 days ago 

আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 days ago 

আমার তো কেউ রেসিপি করে খাওয়ালে বেশ ভালো লাগে। আপু আপনার তৈরি করা আজকের মুরগি আর আলুর রেসিপিটি আমার কাছে বেশ লোভনীয় মনে হচ্ছে। আপনি বেশ সুন্দর করে রেসিপির প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 days ago 

আপনার প্রশংসা মুখরিত মতামত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু। আমাকে কেউ যদি রান্না করে খাওয়ায় তাহলে তো অনেক ভালো হয় নিজের আর রান্না করে খেতে ইচ্ছে করে না।

 3 days ago 

আজ আপনি আলু দিয়ে মুরগির মাংস রেসিপি শেয়ার করেছেন। আপনার রেসিপি দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। মাংসের ভিতরে যে আলু গুলো দিয়েছেন সেগুলোকে তেলে ভেজে নেয়ার কারণে তরকারির স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। আলু আমার খুব পছন্দের সবজি। আপনি মুরগির মাংস রান্না করার প্রতিটি ধাপ সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি লোভনীয় রেসিপি আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।

 3 days ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু আমার শেয়ার করার রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।

 3 days ago 

মুরগির মাংস আমার কাছে সব সময় ফেভারিট আর মুরগির মাংসের সাথে আলুর কম্বিনেশন সত্যিই অসাধারণ। লোভনীয়ভাবে উপস্থাপন করেছেন ছবি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে যাইহোক শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 days ago 

আপনার কাছে আমার তৈরি রেসিপি টা অনেক ভালো লেগেছে শুনে খুবই ভালো লাগলো।

 3 days ago 

আলু দিয়ে মুরগির মাংস রান্না অনেক মজার ছিল। সত্যি মুরগির মাংসের ভিতরে আলু দিলে অনেক ভালো লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 days ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60289.82
ETH 3304.15
USDT 1.00
SBD 2.42