ভিডিওগ্রাফি : সুগার মিলের ভেতরের দৃশ্যের ভিডিওগ্রাফি [পর্ব -৪]
🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি।ছেলের অসুস্থতার কারণে কোন কিছুই ভালো লাগছে না তারপরেও একটিভ থাকার চেষ্টা করছি। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আমি প্রতি সপ্তাহের মতো আজ একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমার নতুন পোস্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি।আজ আমি আপনাদের মাঝে মোবারক সুগার মিলের ভিতরের দৃশ্যের ভিডিওগ্রাফি ৪ পর্ব শেয়ার করবো।আশা করি আমার ধারণ করা ভিডিওগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। মোবারকগঞ্জ সুগার মিলের ভিতরে বয়লারের আগুন যেন এক প্রাচীন শক্তির প্রতীক, যেখানে লুকিয়ে আছে উৎপাদনের গল্প, অদম্য শ্রমের ঘাম আর এক টুকরো শিল্প বিপ্লবের সুর। এই আগুন শুধু তাপের উৎস নয়, এটি হলো মিলের হৃদস্পন্দন, যা প্রতিটি মুহূর্তে জ্বলে উঠে জানান দেয় কাজের অগ্রগতি আর উৎপাদনের উজ্জ্বল স্বপ্নের কথা।আখের চোচ দিয়ে এই বয়লারের আগুন উৎপাদন হয়। বয়লারের ভেতরে জ্বলতে থাকা সেই লালচে-কমলা শিখা যেন আগুনের গোল্লা , যেখানে প্রতিটি স্ফুলিঙ্গের লয়ে বাজে শ্রমিকদের পরিশ্রমের সংগীত। ঘন কালো ধোঁয়ার কুন্ডলী আকাশে মিলিয়ে যায়, ঠিক যেমনভাবে মানুষের প্রচেষ্টা ও প্রতিশ্রুতি মিলিয়ে যায় এক অবিনাশী ইতিহাসের সাথে।সেখানে শ্রমিকরা অক্লান্ত পরিশ্রম করে চলেছে।সেখানে একটা আঙ্কেলের কাছ থেকে আমি বিস্তারিত সব জেনে নিলাম। আঙ্কেল শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর করে আমাকে সব বললো। এই আগুনের তাপে গলতে থাকে চিনির কাঁচামাল, রূপান্তরিত হয় সোনালি দানায়। ভেতরের উষ্ণতা, শিখার প্রখরতা আর তার চারপাশে কর্মরত শ্রমিকদের ঘাম যেন এক সাথে মিশে যায়, গড়ে তোলে উৎপাদনের এক অনন্য গল্প। বয়লারের গর্জন, ধাতব শব্দ, আর ক্রমান্বয়ে জ্বলে ওঠা আগুনের উত্তাপ মিলের প্রতিটি কোণকে জীবন্ত করে তোলে।মোবারকগঞ্জ সুগার মিলের এই আগুন তাই কেবল প্রযুক্তির নয়, এটি শ্রম, স্বপ্ন, আর সাফল্যের অম্লান প্রতীক। এই আগুনের উজ্জ্বলতা যেন কখনোই নেভে না, জ্বলতে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে মিলের গর্ব হয়ে।
পোস্টে বিবরণী | ভিডিওগ্রাফি |
---|---|
ডিভাইস | রেডমি নোট ১১ |
ক্যামেরা | ৫০মেগাপিক্সেল |
লোকেশন | পাবনা |
![](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmWGoS5zPMRvmPuU6Skd5iAtBd79jZHH4CtMENF3iZMM9L/IMG_20240507_160723.jpg)
সুগার মিলের ভেতরের দৃশ্যের ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। আমাদের এই দিকে সুগার মিল রয়েছে কিন্তু সেখানে কোন ভিডিও করতে দেয় না। তবে আপনার ভিডিওটি দেখে বেশ ভালো লাগছে। আপনি এর আগে ও সুগার মিলের কয়েকটি ভিডিও শেয়ার করেছিলেন সেগুলো খুব সুন্দর হয়েছিল। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি ভিডিও আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভিডিওগ্রাফি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ ভাই আপনাকে।
প্রথমে আপনার ছেলের জন্য আমার তরফ থেকে অনেক দোয়া রইল। আশা করি সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে সুন্দর জীবনে ফিরে আসতে পারবে। আর সুগার মিলের ছবি খুব সুন্দর ভাবে ভিডিওগ্রাফি করে আমাদের সঙ্গে শেয়ার করেছেন। ছেলের এত অসুস্থতার মধ্যেও আপনি যে ব্লগে নিয়মিত কাজ করে চলেছেন এটাই সব থেকে বড় ব্যাপার।
ভাই আমি যবে থেকে আমার বাংলা ব্লগে কাজ করা শুরু করেছি তারপর থেকে কোন সপ্তাহ কাজ বন্ধ করিনি একটিভ থাকার চেষ্টা করি। ভিডিওগ্রাফি ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বাচ্চার অসুস্থ থাকলে বাবাদের একটুও ভালো লাগেনা। ঠান্ডার কারণে সব বাচ্চারা একটু অসুস্থ হয়ে পড়ছে ।দোয়া করি খুব শীঘ্রই যেন আপনার ছেলে সুস্থ হয়ে যায়।
তোমাকে অসংখ্য ধন্যবাদ।