ভিডিওগ্রাফি : সুগার মিলের ভেতরের দৃশ্যের ভিডিওগ্রাফি [পর্ব -৪]

in আমার বাংলা ব্লগ6 days ago
আসসালামু আলাইকুম

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ০৭ ফেব্রুয়ারি রোজ শুক্রবার ২০২৫ ইং:।

বাংলায় ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ ।

IMG_20250119_203113.jpg

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি।ছেলের অসুস্থতার কারণে কোন কিছুই ভালো লাগছে না তারপরেও একটিভ থাকার চেষ্টা করছি। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আমি প্রতি সপ্তাহের মতো আজ একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমার নতুন পোস্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি।আজ আমি আপনাদের মাঝে মোবারক সুগার মিলের ভিতরের দৃশ্যের ভিডিওগ্রাফি ৪ পর্ব শেয়ার করবো।আশা করি আমার ধারণ করা ভিডিওগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। মোবারকগঞ্জ সুগার মিলের ভিতরে বয়লারের আগুন যেন এক প্রাচীন শক্তির প্রতীক, যেখানে লুকিয়ে আছে উৎপাদনের গল্প, অদম্য শ্রমের ঘাম আর এক টুকরো শিল্প বিপ্লবের সুর। এই আগুন শুধু তাপের উৎস নয়, এটি হলো মিলের হৃদস্পন্দন, যা প্রতিটি মুহূর্তে জ্বলে উঠে জানান দেয় কাজের অগ্রগতি আর উৎপাদনের উজ্জ্বল স্বপ্নের কথা।আখের চোচ দিয়ে এই বয়লারের আগুন উৎপাদন হয়। বয়লারের ভেতরে জ্বলতে থাকা সেই লালচে-কমলা শিখা যেন আগুনের গোল্লা , যেখানে প্রতিটি স্ফুলিঙ্গের লয়ে বাজে শ্রমিকদের পরিশ্রমের সংগীত। ঘন কালো ধোঁয়ার কুন্ডলী আকাশে মিলিয়ে যায়, ঠিক যেমনভাবে মানুষের প্রচেষ্টা ও প্রতিশ্রুতি মিলিয়ে যায় এক অবিনাশী ইতিহাসের সাথে।সেখানে শ্রমিকরা অক্লান্ত পরিশ্রম করে চলেছে।সেখানে একটা আঙ্কেলের কাছ থেকে আমি বিস্তারিত সব জেনে নিলাম। আঙ্কেল শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর করে আমাকে সব বললো। এই আগুনের তাপে গলতে থাকে চিনির কাঁচামাল, রূপান্তরিত হয় সোনালি দানায়। ভেতরের উষ্ণতা, শিখার প্রখরতা আর তার চারপাশে কর্মরত শ্রমিকদের ঘাম যেন এক সাথে মিশে যায়, গড়ে তোলে উৎপাদনের এক অনন্য গল্প। বয়লারের গর্জন, ধাতব শব্দ, আর ক্রমান্বয়ে জ্বলে ওঠা আগুনের উত্তাপ মিলের প্রতিটি কোণকে জীবন্ত করে তোলে।মোবারকগঞ্জ সুগার মিলের এই আগুন তাই কেবল প্রযুক্তির নয়, এটি শ্রম, স্বপ্ন, আর সাফল্যের অম্লান প্রতীক। এই আগুনের উজ্জ্বলতা যেন কখনোই নেভে না, জ্বলতে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে মিলের গর্ব হয়ে।

ভিডিওগ্রাফির লিংক

পোস্টে বিবরণীভিডিওগ্রাফি
ডিভাইসরেডমি নোট ১১
ক্যামেরা৫০মেগাপিক্সেল
লোকেশনপাবনা


আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগ্রাফিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন।
১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPnXqv8yMxzHNR6nUXKQkvfrP3ovLM9EsUu4UCgXa59s7GHNpnrVMyhKUUPdzi...KSUYpV4x15hWpVmBuiCqQUnihjHZtSQQLu1MKTdmTHAGm2LQqPmYRYZuTohyoRAcBCHeZgTdUfBZP2d4mXF2C6HgKH5SnFeZiAxVzDG9eJJQL7M6CsRCp85E7.webp

Sort:  
 6 days ago 

1738918553472.png

 6 days ago 

সুগার মিলের ভেতরের দৃশ্যের ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। আমাদের এই দিকে সুগার মিল রয়েছে কিন্তু সেখানে কোন ভিডিও করতে দেয় না। তবে আপনার ভিডিওটি দেখে বেশ ভালো লাগছে। আপনি এর আগে ও সুগার মিলের কয়েকটি ভিডিও শেয়ার করেছিলেন সেগুলো খুব সুন্দর হয়েছিল। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি ভিডিও আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 days ago 

ভিডিওগ্রাফি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ ভাই আপনাকে।

 4 days ago 

প্রথমে আপনার ছেলের জন্য আমার তরফ থেকে অনেক দোয়া রইল। আশা করি সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে সুন্দর জীবনে ফিরে আসতে পারবে। আর সুগার মিলের ছবি খুব সুন্দর ভাবে ভিডিওগ্রাফি করে আমাদের সঙ্গে শেয়ার করেছেন। ছেলের এত অসুস্থতার মধ্যেও আপনি যে ব্লগে নিয়মিত কাজ করে চলেছেন এটাই সব থেকে বড় ব্যাপার।

 4 days ago 

ভাই আমি যবে থেকে আমার বাংলা ব্লগে কাজ করা শুরু করেছি তারপর থেকে কোন সপ্তাহ কাজ বন্ধ করিনি একটিভ থাকার চেষ্টা করি। ভিডিওগ্রাফি ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 days ago 

বাচ্চার অসুস্থ থাকলে বাবাদের একটুও ভালো লাগেনা। ঠান্ডার কারণে সব বাচ্চারা একটু অসুস্থ হয়ে পড়ছে ।দোয়া করি খুব শীঘ্রই যেন আপনার ছেলে সুস্থ হয়ে যায়।

 3 days ago 

তোমাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.034
BTC 97810.34
ETH 2727.96
SBD 0.43