ভিডিওগ্রাফিঃ পাহাড়ি পথে বাইকে করে চলার সময় আমার ধারণ করা ভিডিওগ্রাফি।
🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা.......
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি পরিবার পরিজনদেরকে নিয়ে। করি আপনারাও পরিবার-পরিজন নিয়ে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করব।আশাকরি আমার ধারণ করা ভিডিওগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কিছু দিন আগে গিয়েছিলাম পাহাড়ি এলাকায় ঘুরতে। সেখানে গিয়ে মনের ভেতর জমে থাকা অপূর্ণ আত্না যেনো পূর্নতা পেয়েছে। এমন ভ্রমন উপভোগ করতে কার না ভালো লাগে। পাহাড়ি রাস্তায় বাইকে ভ্রমণ করার অনুভূতি যেন এক অসম্পূর্ণ স্বপ্নের পূর্ণতা। প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলার এক অনবদ্য অভিজ্ঞতা। বাঁক নেয়া সরু পথের ধারে সবুজের চাদর বিছানো পাহাড় আর মেঘের ছায়া দূর থেকে আসা ঝর্ণার সুর যেন প্রকৃতির এক অপার জাদু।
যখন বাইকের ইঞ্জিনের গর্জন আর হাওয়ার শোঁ শোঁ আওয়াজ একত্রে মিলে যায় মনে হয় যেন উড়তে উড়তে ছুঁয়ে যাচ্ছি আকাশের নীলাভ প্রান্ত। ঠান্ডা হাওয়ার ছোঁয়া গায়ে লেগে মন ভরিয়ে দেয় এক অনন্য উষ্ণতায়। রাস্তার বাঁকগুলো যেখানে প্রতিটি মোড় নতুন এক চমক এনে দেয় সেখানেই মিশে থাকে মুক্তির আস্বাদ। কখনো পাহাড়ি গ্রামের নির্জনতা, কখনো জঙ্গলের গভীরতা, প্রতিটি মুহূর্ত যেন এক নতুন রঙে আঁকা ছবি।
বিরতির মুহূর্তগুলোতেও পাহাড়ের উপর থেকে নিচের উপত্যকার দৃশ্য সূর্যের আলোয় ঝলমল করা নদী, আর দিগন্তের পেছনে মেঘের খেলা হৃদয়ে গভীর প্রশান্তি এনে দেয়। পাহাড়ি রাস্তায় বাইকে ভ্রমণ যেন নিজের সঙ্গে একান্ত সময় কাটানোর এক মহামূল্য অভিজ্ঞতা যেখানে প্রকৃতির সৌন্দর্য আর জীবনের চমক একত্রে মিলে যায়।এ এক যাত্রা যা শুধু পথের নয় এটা আত্মার, অনুভূতির আর স্মৃতির। একবার যারা এমন ভ্রমণ করেছে তাদের মন কখনোই সেই অভিজ্ঞতা থেকে মুক্ত হতে পারে না। পাহাড়ি রাস্তায় বাইকে ভ্রমণ সত্যি বলতে জীবনের প্রতিটি বাঁককে আরও গভীরভাবে উপলব্ধি করার এক অনন্য অধ্যায়।
পোস্টে বিবরণী | ভিডিওগ্রাফি |
---|---|
ডিভাইস | রেডমি নোট ১১ |
ক্যামেরা | ৫০মেগাপিক্সেল |
লোকেশন | পাবনা |
পাহাড়ি পথে বাইকে করে চলার সময় আপনার ধারণ করা ভিডিওগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। আসলে সব কিছু ফটোগ্রাফি করে বুঝানো যায় না, কিন্তু ভিডিওগ্ৰাফি করে অনেক কিছুই বোঝানো যায়। আপনার ভিডিওটি দেখে মুগ্ধ হয়ে গেলাম।পাহাড়ি পথে বাইকে করে চলার যে আনন্দ তা আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে প্রকাশ পেয়েছে ধন্যবাদ।
আমার ধারণ করা ভিডিওগ্রাফি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
এরকম পাহাড়ি রাস্তাগুলোতে গেলে আসলেই মনের অপূর্ন ইচ্ছা গুলো যেন পূর্ণতায় রূপ নেয়। পাহাড়ি রাস্তাগুলো একটু আঁকাবাঁকা হওয়ার কারণে আরো সৌন্দর্যপূর্ণ লাগে। প্রত্যেকটা বাক ঘুরতেই যেনো নতুন দৃশ্য চোখে পড়ে। সেরকম কিছু দৃশ্যের ভিডিওগ্রাফি আমাদের মাঝে পোস্ট আকারে শেয়ার করেছেন। সত্যিই আপনার ভিডিওগ্রাফিটি প্রশংসার দাবিদার রাখে। অসম্ভব ভালো লাগলো। চমৎকার মিউজিক এর সমন্বয়ে পাহাড়ি এলাকার রাস্তার দুই ধারের প্রাকৃতিক সৌন্দর্যের দুর্দান্ত একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
জি ভাই পাহাড়ি রাস্তায় ঘোরাঘুরি করার মজাই আলাদা। আমার কাছে তো অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
বাইরের পরিবেশে গেলে এমন ভিডিও ধারণ করতে খুবই ভালো লাগে। আমিও পছন্দ করি বাইরে যখন যায় ভিডিও ধারণ করি। অনেক সুন্দর ছিল পাহাড়ি পথের এই ভিডিও।
আপনি ও আমার মতো বাইরে গেলে ভিডিও ধারণ করতে পছন্দ করেন জেনে অনেক ভালো লাগলো ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
পাহাড় অঞ্চলের মনমুগ্ধকর দৃশ্য দেখতে কার না ভালো লাগে। পাহাড়ের পথে বাইক নিয়ে ঘুরতে যে এত মজা লাগে তা হয়তো না গেলে বুঝতে পারতাম না। তুমি অনেক সুন্দর করে ভিডিও গ্রাফিটি ধারণ করেছো। দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
একদম ঠিক কথা বলেছো পাহাড়ি পথে বাইক নিয়ে ঘুরতে না গেলে হয়তো আমরা বুঝতাম না যে আমরা সবাই মিলে কত সুন্দর একটি মুহূর্ত উপভোগ করেছি। এত সুন্দর একটি মুহূর্ত আমাকে উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
দুপাশে গাছপালা ভর্তি পাহাড় আঁকাবাঁকা রাস্তা। আহ এককথায় চমৎকার। দারুণ করেছেন ভিডিওগ্রাফি টা আপু। দেখে বেশ চমৎকার লাগছে। ধন্যবাদ আমাদের সাথে এমন ভিডিওগ্রাফি শেয়ার করে নেওয়ার জন্য।।
আমি ভিডিওগ্রাফি ধারণ করতে অনেক পছন্দ করি ভাই। তাই মাঝে মাঝে ভিডিওগ্রাফি ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি ধন্যবাদ আপনাকে।