নাটক রিভিউঃ ধনী গরিবের লড়াই [পর্ব -২৪ তম]❤️
আমি তানহা তানজিল তরসা । আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ শেয়ার করবো। আজ আমি ধনী গরিবের লড়াই নাটকের ২৪ তম পর্ব নিয়ে আলোচনা করবো।এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যার কারনে আমি এই নাটকটি প্রতিনিয়ত রিভিউ করার জন্য সিদ্ধান্ত নেয়েছি। ঈগল টিমের নাটক গুলা খুবই সামাজিক ও শিক্ষানীয়। আশা করি আমার নাটক রিভিউটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক।
নাটকের প্রথমে দেখা যায় সুরুজ কে জেল থেকে ছাড়িয়ে এনেছে মোড়ল ও তার ছোট ভাই।এরপর বাড়িতে আনার পর সবাইকে ডাকতেছে ঠিক সেই মুহূর্তে মোড়ল বাড়ির বড় বউ এসে বলে মিজানকে বেঁধে রেখে রিমার জামাই বাড়ির লোক রিমাকে নিয়ে চলে গেছে। এরপর সুরুজ বলে কি ওরা রিমা কে নিয়ে গেছে। আমি ওদের কাউকে ছাড়বো না। ওদের সবাইকে আমি খুন করে ফেলব এই কথা বলার পর সুরুজের বাবা বলে সুরুজ মাথা ঠান্ডা করো। এরপর সুরুজ সেখান থেকে চলে যাই।এরপর এদিকে দেখা যায় নায়কের বাবা-মা ও বোন এক জায়গায় বসে কথা বলছে। নায়কের বোন তার বাবাকে বলছে বাবা আমি মোড়ল বাড়ির কাউকে ছাড়বো না। ওরা আমাদের অনেক ক্ষতি করেছে আর বসে থাকলে চলবে না। তখন নায়কের বাবা বলে তুমি মেয়ে তুমি কিছু করতে পারবে না ওরা তোমার ক্ষতি করে দেবে।এ কথা বলার পর নায়কের বাবা বলে যা করার আমি নিজেই করবো এবার।
এদিকে দেখা যায় রিমা যেহেতু পালিয়ে গিয়েছিল কিন্তু ও তাকে কেউ ধরতে পারেনি। সে পালিয়ে সোজা থানায় গিয়েছিল। থানায় গিয়ে সে পুরো ঘটনা অফিসারকে খুলে বলে। এরপর অফিসার বুঝতে পারে মোড়ল বাড়ির লোক সোহাগের নামে মিথ্যা মামলা করেছে। যেহেতু রিমা পুরো ঘটনা তাদেরকে বলেছিল কে থানা থেকে ছেড়ে দেই। সোহাগ রিমাকে দেখে খুবই খুশি । এরপর তারা দুজন কিছু কথা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। ওরা চলে যাওয়ার পর পুলিশ অফিসার বলে এবার আমি মোড়ল বাড়ির লোকেদেরকে বড় রকম শাস্তি দিব। এদের শাস্তি না দিলে এরা মানুষের ক্ষতি করতেই থাকবে।
এরপর দেখা যায় সুরুজ ও সুলতানা ২ লাঠিয়ানকে নিয়ে রিমার শশুর বাড়িতে গিয়েছে। রিমার শশুর বাড়িতে গিয়ে তারা জিজ্ঞাসা করছে রিমা কে কোথায় লুকিয়ে রেখেছে।একথা শুনে রিমার শ্বশুর বলে বৌমা কোথায় আমরা কি করে বলবো। বৌমা কোথায় আছে সেটা তো ও তোমরা ভালো করে জানো। একথা বললে সুরুজ তার গায়ে হাত তুলে এবং ঘরের মধ্যে যে জিনিসপাতি ভাঙচুর করে।এরপর রিমার শশুরের গায়ে হাত তোলে এবং সেখান থেকে তারা সবাই চলে যায়। চলে যাবার সময় সুরুজ তাদেরকে বলে যায় রিমাকে যদি আমি না পাই তাহলে তোদের কাউকে ছাড়বো না।
এরপর দেখা যায় নায়কও নায়িকার রাস্তা দিয়ে যাচ্ছিল বাড়ির উদ্দেশ্যে ঠিক সেই মুহূর্তে নায়কের চাচাতো ভাই এসে বলে ভাই তুমি ছাড়া পাইছো ভাবি তুমিও আইছো। এদিকে এত অবস্থা খুবই খারাপ। তখন নায়ক জিজ্ঞাসা করে কেন কি হয়েছে। তখন সে বলে মোড়ল বাড়ির লোকজন এসে চাচার গায়ে হাত তুলেছে এবং জিনিসপাতি ভাঙচুর করেছে। একথা শুনে সোহাগ ও রিমা অনেক রেগে যায় এবং রিমা বলে এখনি মোড়ল বাড়িতে যাব।আমি মোড়ল বাড়ির কাউকে ছাড়বো না।এ কথা শুনে নায়কের চাচাতো ভাই বলে শুধু তোমরা যাবে কেন আমিও তোমাদের সাথে যাব।আমিও মোড়ল বাড়ির কাউকে ছাড়বো না এবার ওদের দেখে নিব। এই কথা বলে তারা তিনজনই মোড়ল বাড়ির উদ্দেশ্যে রওনা দেই।
এদিকে দেখা যায় রতন এসে সুরুজ ও সুলতানাকে জিজ্ঞাসা করছে তারা কেন আজ রিমার শ্বশুরবাড়িতে গিয়েছিল। এ কথা জিজ্ঞাসা করলে সুরুজ বলে হ্যাঁ গিয়েছিলাম তাতে কি হয়েছে। তখন সুলতানা বলে রিমার ননদকে রতন পছন্দ করে। এ কথা শুনে সুরুজ অনেক রেগে যাই। এরপর সেখানে একপ্রকার হাতাহাতি ও মারামারি শুরু হয়ে যায়। এরপর আবার এদিকে দেখা যায় রিমার জামাই ও রিমা মোড়ল বাড়িতে এসেছে।মোড়ল বাড়িতে আসার পরে সেখানেও মারামারি শুরু হয়েছে এবং নায়ক এর মাথায় সুরুজ আঘাত করে। নায়কের মাথায় আঘাত করার পর নায়িকাকে সুরুজ আবার ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ঠিক সেই মুহূর্তে এই নাটকটি আগামী পর্বে দেখিয়ে দেই। পরবর্তী পর্ব দেখার জন্য অপেক্ষা করুন। আমি খুব শীঘ্রই পরবর্তী পর্ব আপনাদের মাঝে শেয়ার করব।
পোস্টের ধরন | নাটক রিভিউ |
---|---|
নাটকের নাম | ধনী গরিবের লড়াই-২৪ |
পরিচালক | সুলাইমান। |
অভিনয়ে | ইফতি,জান্নাতুল মাওয়া, রাফি ইসলাম সৌরভ, মায়া মিম, জাহাঙ্গীর কবির ও আরও অনেকেই। |
দৈর্ঘ | ১৯ মিনিট ১৩ সেকেন্ড |
মুক্তির সময় | ৩০ আগস্ট ২০২৪ খ্রিঃ |
এরপর নাটকটি শেষ হয়ে যায়.............
পোস্টের বিষয় | নাটক রিভিউ |
---|---|
পোস্টকারী | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
আজকে দেখতে দেখতে আপনি আমাদের মাঝে ধনী গরিবের লড়াই নাটকের ২৪ তম পর্ব শেয়ার করলেন। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি সরাসরি দেখতেছি।আমি তেমন একটা নাটক দেখি না কিন্তু সময় পেলেই নাটক রিভিউ পড়ার চেষ্টা করি। আপনার নাটক রিভিউটি পড়ে অনেক বেশি ভালো লাগলো। সময় করে অবশ্যই নাটকটি দেখে নেব।
আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
দারুন রিভিউ করেছেন আপু।ধনী গরিবের লড়াই নাটকটি আসলেই দারুন।আমিও রিভিউ করতেছি।আপনার চব্বিশ নং পর্বের রিভিউ পড়ে মনে হচ্ছে মোড়ল বাড়ি আর জব্বার মিয়ার বাড়ির সাথে আরো একটি সম্পর্ক হতে চলেছে। সেটি হচ্ছে রতন আর সোহাগের বোনের সম্পর্ক।কিন্তু খারাপ লাগলো সোহাগ কে আঘাত করার বিষয়টি পড়ে।এই পর্বের রিভিউ দারুন লেগেছে পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম।
আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আজকে ধনী গরিবের লড়াই নাটকের ২৪ তম পর্ব খুব সুন্দর ভাবে রিভিউ করেছেন আপনি। আপনার চমৎকার এই নাটক রিভিউ টা আমাকে মুগ্ধ করেছে। অসাধারণ ছিল আপনার রিভিউ পোস্ট। এই রিভিউ করে বেশ অনেক কিছু জানতে পারলাম এই পর্ব সম্পর্কে।
আমার রিভিউ করা ধনী গরিবের লড়াই নাটকের ২৪ তম পর্ব ভালো লাগার জন্য ধন্যবাদ।
ধনী গরীবের লড়াই নাটকের ২৪ তম পর্বের রিভিউটা অনেক ভালো লেগেছে আমার কাছে। সবগুলো পর্বের মত এই পর্বটাও অনেক সুন্দর ছিল। নাটকটা সত্যি খুব সুন্দর। আমি চেষ্টা করি সব সময় এই নাটকের সবগুলো পর্ব দেখার জন্য। আশা করছি আপনি একে একে নাটকটার প্রতিটা পর্ব সবার মাঝে ভাগ করে নিবেন।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। জ্বি আপু পরবর্তী পর্ব খুব শীঘ্রই আপনাদের মাঝে শেয়ার করব ভালো থাকবেন।
অনেক ভালো লেগেছে আমার কাছে আজকের ধনী গরিবের লড়াই নাটকটার২৪ তম পর্বের রিভিউ সম্পূর্ণ পড়তে। নাটকের রিভিউ আমার অনেক ভালো লাগে। আমি মাঝেমধ্যেই নাটক দেখার জন্য চেষ্টা করি। তবে সময়ের কারণে এখন আর খুব একটা নাটক দেখতে পারিনা। কিন্তু আমি যখনই নাটক দেখি তখনই শিক্ষনীয় নাটকগুলো দেখার জন্য চেষ্টা করি। এই নাটকটা অনেক সুন্দর ছিল। আপনি খুব সুন্দর ভাবে রিভিউ টা উপস্থাপন করেছেন।
নাটকটি ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
ধনী গরীবের লড়াই নাটকের ২৪ তম পর্বের রিভিউটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে এরকম নাটক দেখতেও অনেক ভালো লাগে। বর্তমান সমাজের প্রেক্ষাপট অনুসারে এ সমস্ত নাটক গুলো নির্মিত। যাহোক আগামীতে সময় পেলে অবশ্যই নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করবো।