নাটক রিভিউ: ধনী গরিবের লড়াই [পর্ব-২৫ তম]❤️
আমি তানহা তানজিল তরসা । আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমার নতুন পোস্টে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি।আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজ আমি ধনী গরিবের লড়াই নাটকের ২৫ তম পর্ব নিয়ে আলোচনা করবো।এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যার কারনে আমি এই নাটকটি প্রতিনিয়ত রিভিউ করার জন্য সিদ্ধান্ত নেয়েছি। আসলে ঈগল টিম বেশ চমৎকার ভাবে কাজ করে যাচ্ছে। সবাই যেদিকে হাতে ঈগল টিম পুর ব্যতিক্রম ভাবে কাজ করছে।ঈগল টিমের নাটক গুলা খুবই সামাজিক ও শিক্ষানীয়। আশা করি আমার নাটক রিভিউটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ব্যাক্তিগত ভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে যার কারনে আপনাদের মাঝে নাটকের রিভিউটা নিয়ে এসেছি। চলুন তাহলে শুরু করা যাক।
নাটকের প্রথমে দেখা যায় মোড়ল বাড়ির লোকজন সবাই মিলে নায়ক কে মারে।এরপর নায়ক তার বাড়িতে ফিরে যায়। নায়ক বাড়িতে ফিরে গিয়ে তার বাবা-মা ও বোনকে সব কথা বলে। এরপর নায়কের বাবা বলে তুই আর বৌমা কেন মোড়ল বাড়িতে গিয়েছিলি। এরপর নায়ক বলে ওরা বাড়ির উপর এসে তোমার গায়ে হাত তুলে গেছে আর আমি কেন ওদের বাড়িতে যাব না। এরপর দেখা যায় মাস্টার মোড়ল বাড়ির গাছের নিচে বসে আছে ঠিক সেই মুহূর্তে সেখানে মোড়ল বাড়ির বড় মেয়ে সুলতানা গিয়ে হাজির হয়।সুলতানা মাস্টারকে প্রশ্ন করে আপনি এখানে কেন মন খারাপ করে বসে আছেন। তখন মাস্টার বলে যে কাজটা করছো, ও কাজটা কি ঠিক করছো । তখন সুলতানা বলে আমরা আবার কি করলাম। মাস্টার বলে রিমাকে আটকে রাখা একদম উচিত হয়নি। সুলতানা বলে যেটা করেছি একদম ঠিক করেছি। এরপর মাস্টার সেখান থেকে চলে যায়।
এরপর দেখা যায় রিমা ঘরের মধ্যে মন খারাপ করে বসে আছে তখন সেখানে সুলতানা গিয়ে হাজির হয়। এরপর সুলতানা রিমা কে জিজ্ঞাসা করে মন খারাপ কেন তোর। তখন রিমা বলে আপু তুমি আমাকে বাঁচাও। আমি আমার শ্বশুর বাড়িতে যেতে চাই আমি ওখানেই ভালো থাকবো। এ কথা শুনে সুলতানা বলে ওই গরিবের বাড়িতে তোকে যেতে হবে না তোকে ভালো জায়গায় বিয়ে দেবো।আবার এদিকে দেখা যায় নায়কের বাবা লতিফের বাবার কাছে গেছে পরামর্শ করতে। এদিকে আবার রিমার ঘরে রিমার দুই ভাবি আসে। তার দুই ভাবি আসলে রিমা অনেক খারাপ ব্যবহার করে। এরপর রিমার ভাবি বলে তোকে আবার বিয়ে দিব। তখন রিমা বলে আমাকে বিয়ে দেবার তুমি কে। ঠিক তখনই রিমার ভাবি বলে আমি না মোড়ল সাহেব তোমাকে বিয়ে দিবে। এরপর তারা দুই বউ সেখান থেকে চলে যায় রান্নাঘরে রান্না করার উদ্দেশ্যে।
এরপর দেখা যায় মোড়ল সাহেব তার বাড়ির প্রত্যেক সদস্যকে নিয়ে আলোচনা শুরু করেছে। সেখানে মোড়লের ছেলেরা বলে রিমা কে অন্য জায়গায় বিয়ে দিতে হবে।এরপর মোড়ল সাহেব মাস্টারকে বলে তুমি আমার মেয়ে রিমাকে বিয়ে করবে। তখন মাস্টার বলে এটা সম্ভব না। এ কথা বলার সাথে সাথে মোড়ল সাহেবের ছেলেরা বলে রিমাকে বিয়ে না করলে তোমাকে একদম মেরে পুঁতে ফেলব। সেখানে রতন বলে আমি তোমাদের সাথে একমত না। তখন তার সেজো ভাই বলে ওঠে তুইতো মত দিবি না এটা আমরা জানি কারন তুই রিমার ননদকে পছন্দ করিস।মোড়ল একথা শোনার পর রতনকে প্রশ্ন করে এটা কি সত্য কথা। তখন রতন বলে জি বাবা। এরপর মোড়ল সাহেব বলে তুমি আমার চোখের সামনে থেকে এক্ষুনি চলে যাও। এরপর রতন সেখান থেকে চলে যায়। এদিকে আবার দেখা যায় নায়কের বাবা ২ কেজি মিষ্টি নিয়ে মোড়ল বাড়িতে এসেছে তার বৌমাকে নিয়ে যাওয়ার জন্য। নায়কের বাবা যখন বউমা করে ডাক দেন তখন রিমার মা ঘর থেকে বের হয়ে আসে এবং নায়কের বাবাকে প্রশ্ন করে আপনি কেন এ বাড়িতে এসেছেন। তখন নায়কের বাবা বলে বিয়াইন সাহেবা আমি আমার বৌমাকে নিতে এসেছি আমার বৌমাকে ডাক দেন। এরপর দেখা যায় রিমা ঘর থেকে বের হয়ে এসেছে এবং সেখানে বাকি সদস্যরা এসে হাজির হয়েছে। এরপর সেখানে সুরুজ আসে এবং নায়কের বাবার গায়ে হাত তোলে। এরপর রিমা সুরুজকে বাধা দেই। এরপর সেখান থেকে অপমানিত হয়ে নায়কের বাবা বাড়ির উদ্দেশ্যে ফিরে যাই।
এরপর দেখা যায় এই মাস্টার পথ দিয়ে যাচ্ছিল ঠিক তখনই সুলতানা ও কাজের মেয়ে মিনার সাথে দেখা হয় তার। তখন তারা দুজন মাস্টারকে বলে আপনার জন্য তো ও সুখবর আছে। তখন মাস্টার বলে আমার সাথে হেয়ালি না করে যেটা বলবা সোজাসুজি বলো।তখন সুলতানা বলে আপনার তো রিমার সাথে বিয়ে ঠিক হয়েছে। এ কথা শুনে মাস্টার অনেক রেগে যায় এবং বলে এটা কখনোই সম্ভব না। রিমা আমার ছাত্রী ছিল একথা শুনে সুলতানা বলে আমিও তো আপনার ছাত্রী হই। তখন মাস্টার বলে তোমার সাথে রিমার অনেক পার্থক্য। এরপর মাস্টার সেখান থেকে চলে যায়। আবার এদিকে দেখা যায় নায়ক ও তার বাবা পুলিশ নিয়ে মোড়ল বাড়িতে হাজির হয়েছে।
পোস্টের ধরন | নাটক রিভিউ |
---|---|
নাটকের নাম | ধনী গরিবের লড়াই পর্ব -২৫ তম |
পরিচালক | সুলাইমান। |
অভিনয়ে | ইফতি,জান্নাতুল মাওয়া, রাফি ইসলাম সৌরভ, মায়া মিম, জাহাঙ্গীর কবির ও আরও অনেকেই। |
দৈর্ঘ | ২২ মিনিট ১৪ সেকেন্ড |
মুক্তির সময় | ০১ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ |
এরপর নাটকটি শেষ হয়ে যায়.............
পোস্টের বিষয় | নাটক রিভিউ |
---|---|
পোস্টকারী | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
![](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmWGoS5zPMRvmPuU6Skd5iAtBd79jZHH4CtMENF3iZMM9L/IMG_20240507_160723.jpg)
ধনী গরীবের লড়াই নাটকটি দারুন কিন্তু। আমিও বেশ কয়েকটি পর্ব রিভিউ করেছি। খুবই ভালো লাগে। আপনার পোস্টে এই নাটকে ২৫ তম পর্বের রিভিউ পড়ে আগে থেকেই অনেক কিছু জানতে পারলাম। কাজের মেয়ে মিনি এবং সুলতানা বরাবরই কিন্তু মাস্টারমশাইয়ের সাথে মশকরা করে। তবে খারাপ লাগলো এই পর্বে নায়ককে মারার কথা শুনে। যাই হোক খুবই ভালো লেগেছে এই পর্বের এই রিভিউটি। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
আমার মতো আপনিও নাটকের বেশ কিছু পর্ব শেয়ার করেছেন জেনে অনেক ভালো লাগলো ভাই।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আজকে আপনি চমৎকার একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন।এই নাটকের প্রথম কয়েকটি পর্ব দেখেছিলাম বেশ ভালোই লেগেছে আমার। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রিভিউ শেয়ার করেছেন। আসলে নাটক রিভিউ পড়লে আর নাটক দেখার প্রয়োজন হয় না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাই।
অনেক সুন্দর একটা নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে এই নাটকের রিভিউটা পড়তে অনেক ভালো লেগেছে। দেখতে দেখতে নাটকের ২৫ টা পর্ব শেষ হয়ে গেল। আশা করছি এভাবে সুন্দর করে নাটকের প্রতিটা পর্বের রিভিউ আমাদের মাঝে শেয়ার করবেন। অপেক্ষায় থাকলাম এখন পরবর্তী পর্বটার রিভিউর জন্য।
আপনার মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
অনেক ভালো লেগেছে আমার কাছে ধনী গরিবের লড়াই নাটকটার ২৫ তম পর্বের রিভিউ সম্পূর্ণ পড়তে। নাটকের রিভিউ আমার অনেক ভালো লাগে। আমি মাঝেমধ্যেই নাটক দেখার জন্য চেষ্টা করি। তবে সময়ের কারণে এখন আর খুব একটা নাটক দেখতে পারিনা। এই নাটকটা অনেক সুন্দর। আপনি খুব সুন্দর ভাবে রিভিউ টা উপস্থাপন করেছেন। এত সময় নিয়ে নাটক না দেখে আমি মনে করি রিভিউ পড়ে নিলেই ভালো। এটার মাধ্যমে সম্পূর্ণ কাহিনী অল্প সময়ের মধ্যেই পড়ে নেওয়া যায়।
আমার শেয়ার করা নাটকটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই ধন্যবাদ আপনাকে।
ধনী গরিবের লড়াই নাটকের আজকের পর্ব খুব সুন্দর করে উপস্থাপন করেছেন । নাটক রিভিউ দেখে খুব ভালো লাগলো। নাটক রিভিউ বেশ দুর্দান্ত হয়েছে। নাটকটির মাঝে সমাজের কিছু বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর নাটক শেয়ার করার জন্য।
নাটক রিভিউ ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন।
খুব সুন্দর ভাবে এই নাটকটির রিভিউ করেছেন। আসলে নাটক না দেখলেও নাটকের রিভিউ পড়তে ভালো লাগে এবং বাংলা ব্লগে অনেকেই নাটকের রিভিউ শেয়ার করে। আর সেগুলো পড়ে অনেক বেশি আনন্দ পাই। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ফ্যামিলির সবাইকে নিয়ে সবসময় এই কামনা করছি।
আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনাকে অনেক অনেক শুকরিয়া।
একটা সময় নাটক দেখা অনেক প্রিয় ছিল। দিনের একটা সময় নাটক দেখতেই হবে না হলে পেটের ভাত হজম হতো না। কিন্তু এখন আর নাটক দেখা হয় না ব্যস্ততায় মোড়ানো জীবন ব্যস্ততায় চলছে অবিরাম। যাইহোক ভালো ছিল নাটকটি এবং সুন্দর রিভিউ করেছেন আপু ধন্যবাদ।
নাটক দেখতে আপনি নিজেও অনেক পছন্দ করেন জেনে অনেক ভালো লাগলো আপু।