রেনডম ফটোগ্রাফিঃ আমার নিজের তোলা কিছু এলোমেলো ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ6 days ago
আসসালামু আলাইকুম/আদাব

🌿🥰👰🥀আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ০৫ ফেব্রুয়ারি রোজ বুধবার ২০২৫ ইং:।

হ্যালো আমার বাংলা ব্লগ বাসি........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমার পরিবার পরিজনকে নিয়ে। আশা করি আপনারাও অনেক ভালো আছেন পরিবার পরিজনদেরকে নিয়ে। প্রতি সপ্তাহের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজ আমি আপনাদের মাঝে কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি তাই চোখের সামনে যেটা ভালো লাগে সেটাই ফটোগ্রাফি করার চেষ্টা করি। আশা করি আমার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে আসা যাক আজকের ধারণ করা ফটোগ্রাফি গুলো।

প্রথম ফটোগ্রাফি

IMG_20250205_202941.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

প্রথম ফটোগ্রাফিতে আপনার যে ফুলটি দেখতে পারছেন এটি হলো লাল রঙের গোলাপ ফুল। লাল গোলাপ পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। লাল গোলাপ ফুল আমার অনেক পছন্দের। নরম পাপড়িতে মোড়ানো ফুলটি দেখতে খুবই দারুণ লাগে। বিশেষ করে ফুলের পাপড়িগুলো অসাধারণ। এই লাল গোলাপ শুধু একটি ফুল নয় এটি বরং ভালোবাসার প্রতীক। ছোট থেকে বড় ও সবাই এই লাল গোলাপ পছন্দ করেন। এই গোলাপ ফুলের পাপড়ি গুলো খুবই নরম এবং পাপড়িগুলো বেশ বড় বড়। ফুলের কালারটাও অনেক দারুন। সবুজ পাতার মাঝে যখন বড় বড় এই লাল গোলাপ গুলো ফুটে থাকে তখন অনেক দূর্দান্ত লাগে দেখতে।

দ্বিতীয় ফটোগ্রাফি

IMG_20250205_202746.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

দ্বিতীয় ফটোগ্রাফিতে আপনার যে ফুলটি দেখতে পারছেন এটা হল কাটামুকুট ফুল। কাঠামো কোড ফুল গুলো দেখতে অনেক সুন্দর। এই গাছের গায়ে কাটাযুক্ত কান্ড এবং রঙিন ছোট ছোট ফুল গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। কাটা মুকুট গাছের পাতা লম্বাটে হয় আবার কখনো কখনো মোটা মোটা পাতাও হয়। কাটা মুকুট গাছের মধ্যে বেশ কয়েক ধরনের জাত রয়েছে। ফুল গুলো দেখতে অনেক ছোট ছোট হলেও অনেক আকর্ষণীয়। এই ফুল গুলো দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি গাঁয়ে কাটাযুক্ত।এই গাছগুলো বেশি পানি সহ্য করতে পারে না মাঝে মাঝে কিছুটা পানি দিলেই যথেষ্ট।এক কথায় বলতে গেলে অসাধারণ একটি ফুল আমার কাছে অসম্ভব ভালো লাগে।

তৃতীয় ফটোগ্রাফি

IMG_20250205_202655.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

তৃতীয় ফটোগ্রাফিতে আপনারা যে ফুলটি দেখতে পারছেন এটা হল পেয়ারা গাছের ফুল। এই পেয়ারা গাছে ফুটে থাকা ফুলের ফটোগ্রাফিটা আমি করেছিলাম আমার মামাদের পেয়ারা বাগান থেকে। যেহেতু আমি বেশ কয়েকদিন আগে মামা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তাই সেখান থেকে আমার মামার পেয়ারা বাগানে গিয়েছিলাম পেয়ারা খাওয়ার জন্য। আর তখনই আমি পেয়ারা গাছের ফুলের ফটোগ্রাফিটা করেছিলাম। পেয়ারা গাছে ফুলগুলো যখন ফুটেছিল তখন দূর থেকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। পেয়ারা গাছের ফুলের পাপড়ি গুলো অনেক নরম হাত দিলে হাতের সাথে মনে হয় মিশে গেল। ফুলের মাঝে লম্বা লম্বা কলি থাকার কারণে আরো অনেক বেশি ভালো লাগে।

চতুর্থ ফটোগ্রাফি

IMG_20250205_202722.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

চতুর্থ ফটোগ্রাফিতে আপনারা যে ছবিটি দেখতে পারছেন এটা হল ফুচকার ফটোগ্রাফি। ফুচকা খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আমি নিজেও ফুচকা খেতে অনেক পছন্দ করি। ফুচকা যা ভারতের বিভিন্ন অঞ্চলে পানিপুরি, গোলগাপ্পা বা গুপচুপ নামেও পরিচিত, দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড। এটি মূলত ছোট গোল, ফোলানো খাস্তা পুরির মধ্যে টক-মিষ্টি তেঁতুলের পানি, মশলাদার ছোলা বা আলুর পুর, ধনেপাতা, মশলা ও পেঁয়াজ ভরে পরিবেশন করা হয়।ফুচকার স্বাদ আসলে এর ঝাল, টক, মিষ্টি ও মশলার অনন্য মিশ্রণে লুকিয়ে আছে। এটি এমন একটি খাবার, যা মুখে দিলেই একসঙ্গে নানা রকম স্বাদের বিস্ফোরণ ঘটে। রাস্তার ধারে ছোট ছোট দোকান থেকে শুরু করে অভিজাত রেস্টুরেন্ট সব জায়গাতেই ফুচকা পাওয়া যায়, তবে প্রকৃত স্বাদ পাওয়া যায় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে খেলে।খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মজাই আলাদা।

পঞ্চম ফটোগ্রাফি

IMG_20250205_202845.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

পঞ্চম ফটোগ্রাফিতে আপনারা যে ছবিটি দেখতে পারছেন এটা হল অনেকগুলো ছোট ছোট পান্ডার ছবি। ছোট ছোট রংবেরঙের এই পান্ডা গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে। বিশেষ করে ছোটরা এই পান্ডা গুলো দিয়ে খেলতে অনেক পছন্দ করে। আবার এই পান্ডা গুলো রুম গোছানোর জন্য ও অনেক সুন্দর। আমি নিজে রুম গোছানোর জন্য ব্যবহার করি।তার চেয়ে বড় কথা আমার বাবু এই পান্ডা নিয়ে খেলতে অনেক পছন্দ করে। ছোট বাচ্চারা সব সময় এ জাতীয় জিনিস গুলো নিয়ে খেলতে অনেক পছন্দ করে। তবে আমার কাছে লাল রংয়ের পান্ডা ও লাভ এর কুসুম বালিশ গুলো অনেক বেশি ভালো লেগেছিল। আমি কয়েকদিন আগে বাজারে গিয়েছিলাম আর সেখান থেকে এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম যেহেতু আমি ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি তাই কোন কিছু চোখের সামনে আসলে ক্যামেরায় বন্দি করার চেষ্টা করি।সব মিলিয়ে ছোট ছোট এই পান্ডে করে দেখতে অনেক বেশি ভালো লাগছে।

পোস্টের ধরনফটোগ্রাফি পোস্ট
ফটোগ্রাফারতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPnXqv8yMxzHNR6nUXKQkvfrP3ovLM9EsUu4UCgXa59s7GHNpnrVMyhKUUPdzi...KSUYpV4x15hWpVmBuiCqQUnihjHZtSQQLu1MKTdmTHAGm2LQqPmYRYZuTohyoRAcBCHeZgTdUfBZP2d4mXF2C6HgKH5SnFeZiAxVzDG9eJJQL7M6CsRCp85E7.webp

Sort:  
 6 days ago 

আজ আপনি আমাদের মাঝে রেনডম টাইপের বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রথম ফটোগ্রাফিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং ফুচকার ফটোগ্রাফিটা দেখে আমার খুব লোভ হচ্ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 days ago 

আপনার কাছে প্রথম ফটোগ্রাফি ও ফুচকার ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

1738768700537.png

 6 days ago 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ফটোগ্রাফি করার ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং পেয়ারা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 6 days ago 

আপনার প্রশংসা মুখরিত মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 6 days ago 

আপু আপনি দারুণ দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। এইরকম এলোমেলো ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে। বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 5 days ago 

মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 6 days ago 

আপনার মতো আমিও ফটোগ্রাফি করতে খুব পছন্দ করি। আপনি দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। বিশেষ করে গোলাপ ফুল এবং ফুচকার ফটোগ্রাফি দেখে বেশি ভালো লেগেছে। যাইহোক ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

ফটোগ্রাফি গুলো ভালো লাগার জন্য ধন্যবাদ ভাইয়া।

 5 days ago 

আরে বাহ্ আপনি তো দেখে খুবই চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছেন। আসলে এ ধরনের ফটোগ্রাফি গুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। মুগ্ধ হয়ে গেলাম আপনার তোলা এলোমেলো ফটোগ্রাফি দেখে। আপনি বরাবরই খুব চমৎকার চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 5 days ago 

প্রশংসা মুখরিত মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 5 days ago 

ফুল,খেলনাও খাবারের ফটোগ্রাফির সংমিশ্রণে চমৎকার সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু। অনেক সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো।সব থেকে বেশি ভালো লাগছে জোড়া গোলাপও পেয়ারার ফটোগ্রাফি দুটি।ধাপে ধাপে গুছিয়ে উপস্থাপন করেছেন ফটোগ্রাফিক গুলো।ধন্যবাদ আপনাকে চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 5 days ago 

আমার ধারণ করা ফটোগ্রাফি গুলো ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু ভালো থাকবেন।

 5 days ago 

লাল গোলাপের ফটোগ্রাফি টা বেশ চমৎকার ছিল। দুটো গোলাপ দেখে মুগ্ধ হয়ে গেলাম। বাকি প্রত্যেকটা ফটোগ্রাফি ও দারুন ছিল। বিশেষ করে ফটোগ্রাফিতে দেখে তো খুবই লোভনীয় লাগছে। খুব সুন্দরভাবে প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপু।

 5 days ago 

আমার ধারণ করা ফটোগ্রাফি ভালো লেগেছে মানেই আমার পোস্টের সার্থকতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন।

 5 days ago 

আপনি ভালো লাগার মত চমৎকার কিছু আপনার তোলা ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। এবং পান্ডার ফটোগ্রাফিও চমৎকার হলো। তবে এটি ঠিক ছোট বাচ্চারা পান্ডা দিয়ে খেলতে খুব পছন্দ করে। সুন্দর সুন্দর ফটোগ্রাফি এবং সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 5 days ago 

প্রতিটি ফটোগ্রাফির পাশাপাশি বর্ণনা আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.25
JST 0.035
BTC 98078.72
ETH 2698.06
SBD 4.24