নাটক রিভিউঃ ধনী গরিবের লড়াই [পর্ব - ৭]
🌷🥰আমি তানহা তানজিল তরসা । আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজকে আমি ধনী গরিবের লড়াই নাটকের সপ্তম পর্ব নিয়ে কথা বলবো। এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যার কারনে আমি প্রতিনিয়ত এই নাটকটি রিভিউ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আসলে ঈগল টিম বেশ চমৎকার ভাবে কাজ করে যাচ্ছে। সবাই যেদিকে হাতে ঈগল টিম পুর ব্যতিক্রম ভাবে কাজ করছে। ঈগল টিমের নাটক গুলা খুবই সামাজিক ও অর্থ বাহক। আশা করি আমার নাটক রিভিউটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ব্যাক্তিগত ভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে নাটকটি যার কারনে আপনাদের মাঝে রিভিউ টা নিয়ে এসেছি। আশা করি আমার শেয়ার করা নাটক রিভিউটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।
নাটকের প্রথমে দেখা যায় সুরুজকে তার ভাবীরা গোসল করছে তার বিয়ের জন্য। সুরুজ তো অনেক খুশি। সুরুজ ভাবিদের কে প্রশ্ন করে রিমাকে গোসল করাবানা। তখন তার ভাবীরা তাকে বলে রিমার গোসল হয়ে গেছে। রিমা এতক্ষণে বউ সেজে বসে আছি। তখন সুরুজ বলে তাহলে আমাকে তাড়াতাড়ি গোসল করাও।
এরপর দেখা যায় মোড়ল বাড়ির বড় মেয়ে সুলতানা তাদের বাড়ির কাজের মেয়ের সাথে করে মাস্টারকে পানি দিয়ে ভিজায় দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে সেখানে সুলতানার ভাই এসে হাজির হয়ে যায়। তখন প্রশ্ন করে এখানে কি হচ্ছে সুলতানা বলে মাস্টারকে কেউ গোসল করাচ্ছে না বলে মাস্টারের অভিমান হয়েছে। তখন সুলতানার ভাই বলে বিয়ে কি তোমার নাকি যে তোমাকে গোসল করাতে হবে। আর এই যে মাস্টার তোমাকে না বলেছি সুলতানার আশেপাশে আসবা না। তখন মাস্টার বলে ঠিক আছে। এরপর দেখা যায় মোড়লের বড় মেয়ে সুলতানা ও কাজের মেয়েটা রিমার ঘরে যায় এবং রিমাকে তারা দেখে অবাক হয়ে যায় কারণ রিমা তখন বউ সেজে বসেছিল। তখন সুলতানা বলে কিরে রিমা করতে চাচ্ছিলে না আর এখন বউ সেজে বসে আছিস। তখন রিমা বলে তোমার কোন সমস্যা। তখন কাজের মেয়েটা বলে আপামণি আপনার দেখে আমারও বিয়ে করতে খুব ইচ্ছা করছে। তখন রিমা বলে তুইও বিয়ে করে ফেল তাহলে।
এরপর দেখা যায় রিমাকে বিয়ের আসরে নিয়ে যাচ্ছে। রিমা তার ছোট চাচীকে জড়িয়ে ধরে অনেক কান্না করে তখন রিমার মা বলে তুই তো বাড়িতেই থাকছিস আমাদের সাথেই তাহলে এত কান্না করার কি আছে। তারপরের রিমাকে বিয়ের আসরে নিয়ে যাওয়া হয়।এদিকে সুরুজ বিয়ের আসরে যাওয়ার আগে তার বাবা-মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। সুরুজ দেখে তার মায়ের মন অনেক খারাপ কান্না করছে তখন সুরুজ মাকে প্রশ্ন করে মা তোমার কি হয়েছে। তখন তার মা বলে কিছু হয়নি রে বাবা তুই যা ভালোভাবে যা।
এরপর রিমা ও সুরুজকে বিয়ের আসরে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে মোড়ল বাড়ির প্রত্যেক সদস্যই উপস্থিত ছিল। এরপর কাজী সাহেব চলে আসে তখন মোড়ল সাহেব বলে কাজী সাহেব বিয়ের কাজ শুরু করুন। কাজী সাহেব বিয়ের কাজ শুরু করতেই নায়ক ও তার বাবা পুলিশ নিয়ে ওখানে হাজির হয় এবং নায়ক বলে এ বিয়ে বন্ধ করো।এ কথা শুনে মোড়ল খুব রেগে যায় এবং চিল্লায় তখন পুলিশ বলে আইন অনুযায়ী রিমা সোহাগের স্ত্রী। একথা শুনে সুরুজ অনেক রেগে যাই এবং রিমার গায়ে হাত তুলতে যাই। তখন নায়ক বলে আমার বউয়ের গায়ে হাত দিলে আমি তার হাত ভেঙ্গে ফেলবো। এরপর পুলিশ রিমাকে জিজ্ঞাসা করে আপনি কি সোহাগের সাথে যেতে ইচ্ছুক তখন রিমা বলে জি অবশ্যই। পুলিশ রিমার বাবাকে কাবিননামা দেখায় এটা দেখে মোড়ল রিমাকে বলে আজ থেকে তোর জন্য আমার দুয়ার বন্ধ হয়ে গেল। তখন নায়কের বাবা বলে আপনাদের জন্য আমার দোয়ার সব সময় খোলা থাকলো। এই কথা বলে তার ছেলে বৌমাকে নিয়ে তার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল।
এরপর দেখা যায় নায়ক এর বাবা এবং নায়ক পুলিশকে ধন্যবাদ জানাচ্ছে। নায়কের বাবা নায়ক কে বলে বাবা রিক্সায় ওঠ চল আমরা বাসায় যাই। তখন নায়ক বলে এটা কি বলছো বাবা তুমি রিক্সা চালাব আর আমরা তোমার রিক্সায় যাবো। তখন নায়কের বাবা বলে এটা কোন ব্যাপার না বৌমাকে নিয়ে বস। এরপর দেখা যায় মোড়ল বাড়ির প্রত্যেক ছেলে রেগে আগুন হয়ে আছে এবং লাঠি নিয়ে তাদের পথ আটকে মারবে বলে সেই উদ্দেশ্যে বাড়ি থেকে বের হল।
এরপর দেখা যায় নায়ক ও নায়িকা তার বাবার রিকশায় করে বাড়িতে যাচ্ছে এবং তাদের পেছনে গ্রামের লোক সবাই আনন্দ করতে করতে আসছে। সেই মুহূর্তে মোড়ল বাড়ির সবাই লাঠি নিয়ে যখন গেছিল তাদের বাপ ছেলেকে মারবে বলে তখনই গ্রামের লোকের হাতে মার খেয়ে তারা বাড়িতে ফিরে যায়। গ্রামের লোক বলে অনেক সহ্য করেছি আর না। এই বলে নাটকটি আগামী পর্বে দেখিয়ে দেই আপনারা পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। আমি খুব শীঘ্রই পরবর্তী পর্ব আপনাদের মাঝে শেয়ার করব।
পোস্টের ধরন | নাটক রিভিউ |
---|---|
নাটকের নাম | ধনী গরিবের লড়াই পর্ব - ৭ |
পরিচালক | সুলাইমান |
অভিনয়ে | ইফতি,জান্নাতুল মাওয়া, রাফি ইসলাম সৌরভ, মায়া মিম, জাহাঙ্গীর কবির ও আরও অনেকেই |
দৈর্ঘ | ২১মিনিট ০৪ সেকেন্ড |
মুক্তির সময় | ১৩ জুলাই ২০২৪ খ্রিঃ |
এরপর নাটকটি শেষ হয়ে যায়.............
পোস্টের বিষয় | নাটক |
---|---|
পোস্টকারী | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
দারুন লাগলো তো এই নাটকটার রিভিউ। এই নায়ক নায়িকাগুলো আমার অনেক বেশি পছন্দের। তাদের নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। তাদের অভিনয় অনেক দারুন হয়ে থাকে। এই নাটকটা অসম্ভব ভালো লেগেছে কিন্তু আমার কাছে। এই নাটকের কাহিনী একটু বেশি সুন্দর। এই নাটকটা দেখা না হলেও রিভিউ পড়ে কাহিনীটা জেনে নিতে পারলাম। আর আমি নাটকটা দেখার জন্য ও চেষ্টা করবো। খুব সুন্দর করে তুলে ধরেছেন পুরোটা।
আমার শেয়ার করা নাটক রিভিউ আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম। সময় করে নাটকটি দেখবেন অনেক ভালো লাগবে।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ভালো লাগার মত একটি নাটক রিভিউ করে দেখিয়েছেন আপনি। আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে এই নাটকের মধ্যে অনেক শিক্ষার বিষয় রয়েছে। যেখানে নাম দেওয়া রয়েছে ধনী গরিবের লড়াই সেখানে অবশ্যই ভালো কিছু তারা বোঝানোর চেষ্টা করেছে অভিনয়ের মাধ্যমে। সুযোগ করে নাটকটা দেখার চেষ্টা করব।
আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ধনী গরিবের লড়াই নাটকের এই পর্বটা অনেক বেশি সুন্দর হয়েছে। সোহাগ নায়িকাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে এসেছে। যেহেতু তাদের আগেই বিয়ে হয়ে গিয়েছে, তাই তুলে আনতে কোনোরকম সমস্যা হয়নি। তুলে আনার পর এখন কি সমস্যা হয় এটা দেখার জন্য অপেক্ষায় থাকলাম। নায়িকার বাবারা অর্থাৎ মোড়ল বাড়ির লোকজন কি করে এগুলো দেখতে হবে। আশা করছি অনেক তাড়াতাড়ি শেয়ার করবেন পরবর্তী পর্বের রিভিউ।
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। আমি পরবর্তী পর্ব খুব শীঘ্রই আপনাদের মাঝে শেয়ার করবো।ভালো থাকবেন সুস্থ থাকবেন।
জি আপু ঈগল টিমের নাটক গুলো সামাজিক ও অর্থ বাহক।আপনার শেয়ার করা নাটকটি এখনো দেখা হয়নি। তবে নাটকের রিভিউ শেয়ার নাটকটি দেখার আগ্রহ বেড়ে গেলো। সময় করে নাটক টি দেখে নেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
ধনী গরীবের লড়াই নাটকটা কিন্তু দারুণ। এমন নাটক আমার কাছে খুবই ভালো লাগে। আমিও চেষ্টা করি ভালোলাগার নাটকগুলো শিক্ষনীয় নাটকগুলো হাসির নাটকগুলো দেখার জন্য এবং রিভিউ করে শেয়ার করার জন্য। অসংখ্য ধন্যবাদ।
আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
নাটকের মধ্যেও দেখি এখন ধনী গরিব যুক্ত হয়ে গিয়েছে। আসলে বাস্তবের কাহিনী গুলো তারা নাটকের মধ্যে তুলে ধরার চেষ্টা করে। আপনাদের নাটকটি দেখা হয়নি কিন্তু আজকে আপনার নাটকের রিভিউ দেখে অনেক ভালো লাগলো। যাইহোক আপনার এই নাটকটি আমার কাছে অনেক ভালো লাগলো। আপনার রিভিউ দেখার পরে ভাবতেছি দেখার চেষ্টা করব পরবর্তীতে সময় পেলে।
জি আপু নাটকটি অনেক সুন্দর। সময় পেলে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে। আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ।