তনুজা বৌদির জন্মদিন উপলক্ষে আমার লেখা কবিতাঃ শুভ জন্মদিন প্রিয় বৌদি।❤️🎂
🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা.........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তনুজা বৌদির জন্মদিন উপলক্ষে একটি কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করবো। আমি কবিতা লিখতে সব সময় অনেক পছন্দ করি এবং কবিতা পড়তে অনেক পছন্দ করি। তাই বৌদির জন্মদিন উপলক্ষে অনেক দারুণ একটি কবিতা লেখার চেষ্টা করেছি। আশা করি আমার লেখা কবিতাটি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক।
আপনার ছোঁয়ায় জাগে নতুন সকাল ,
আপনার হাসিতে মেলে রঙিন স্বপ্নের গুণ।
আপনি যে আলো ঘরের প্রতিটি কোণে,
আপনার স্নেহে ভরে যায় হৃদয়ের প্রাঙ্গণে।
আপনার মমতায় দিনগুলো সুরেলা,
আপনি যে ভালোবাসার নীরব বায়ুমেলা।
আপনার কথায় মুছে যায় সব গ্লানি,
আপনি আকাশে জ্বলতে থাকা এক চাঁদের টানি।
আজকের দিনটি যেন জাদুর পরশ,
আপনার জীবনে আনুক শান্তি আর হরষ।
আপনার প্রতিটি স্বপ্ন হোক পূর্ণ,
আপনি থাকেন সবার মাঝে চিরসবুজ, অনন্য।
তনুজা বৌদি, আপনি আশীর্বাদের ধারা,
আপনার হাসি দিয়ে জীবন হোক শুরু।
এই দিনটি হোক আপনার জন্য দামী,
শুভ জন্মদিন, প্রিয় তনুজা বৌদি।
আপনার জন্য শুভেচ্ছা চিরন্তন।
মূলভাব:
পোস্টের ধরন | স্বরচিত কবিতা পোস্ট |
---|---|
লেখা | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
আমাদের সকলের প্রিয় বৌদির জন্মদিন উদযাপন হয়েছে কাল। বৌদির জন্মদিন উপলক্ষে আপনি আপনার অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা জানিয়েছেন কবিতার মাধ্যমে। বেশ ভালো লাগলো এত সুন্দর ভাবে কবিতা লিখতে দেখে। চমৎকার লিখেছেন আপনি।
আপনার সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমাদের শ্রদ্ধেয় দাদার সহধর্মিনী এর জন্মদিন উপলক্ষে অনেক চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন পড়ে খুব ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন অনবদ্য লেগেছে আমার কাছে। অনেক সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
তনুজা বৌদির আসলেই কোনো তুলনা হয় না। বৌদি সবসময়ই দাদাকে বিভিন্ন ভাবে সাপোর্ট করে থাকেন। যাইহোক আপনি বৌদির জন্মদিন উপলক্ষে দারুণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন আপু। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।