রেসিপিঃ মাংসের স্বাদে রান্না মজাদার ঘ্যাটকল রেসিপি।

in আমার বাংলা ব্লগ11 days ago
আসসালামু আলাইকুম/আদাব

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিম আইডির নাম @tanha001

২২ জুন ২০২৪ ইংঃ রোজ শনিবার ।
বাংলায় ০৭ আষাঢ়১৪৩১ বঙ্গাব্দ ।



হ্যালো আমার বাংলা ব্লগ বাসি

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি মাংসের স্বাদে ঘ্যাটকল ভাজি রেসিপি পোস্ট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে।রেসিপি তৈরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। নতুন নতুন রেসিপি বানাতে ও শিখতে ভালো লাগে। আশা করছি আমার এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কথা না বাড়িয়ে শুরু করে দেয়া যাক।

সর্বশেষ

image_20240620_150340_.jpg

প্রয়োজনীয় উপকরনপরিমান
ঘ্যাটকল৫০০ গ্রাম
পেয়াজ২ টা
রসুন১ টি
কাঁচা মরিচপরিমান মতো
দারুচিনিপরিমান মতো
এলাচ৪-৫ টা
সরিষা১ টেবিল চামচ
জিরাহাফ চামচ
তেজপাতা৩-৪ টা

image_20240620_151008_.jpg

প্রথম অংশ

IMG_20240620_150441.jpg

প্রথমে আমি ঘ্যাটকল গুলা সুন্দর করে এর উপরের আঁশ গুলা ছাড়িয়ে নিয়েছি। এর উপরের আঁশ খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে কারন এগুলো থাকলে গাল চুলকাই।

দ্বিতীয় অংশ

IMG_20240620_151651.jpg

এভার ঘ্যাটকল গাছের ডাটা গুলা একটি ব্লেন্ডারে ভেতর দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। খুব বেশি ব্লেড করা লাগবে না ৩০-৪০ সেকেন্ডে ব্লেড করলেই হয়ে যাবে। ব্লেন্ড করা হয়ে গেলে আমি ঘ্যাটকলের পেস্ট একটি বাটিতে রেখেছি।

তৃতীয় অংশ

IMG_20240620_151521.jpg

এবার আমি তেজপাতা ও দারুচিনি বাদে বাকি উপকরণ গুলা খুব সুন্দর করে শিলে বেটে নিয়েছি। খুব সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে যাতে করে মোটা দানা দানা না হয়ে থাকে।

চতুর্থ অংশ

IMG_20240620_085920.jpg

IMG_20240620_085933.jpg

এরপর আমি একটা পরিষ্কার কড়াই নিয়ে নিয়েছি এর ভেতর ঘ্যাটকল বাটা দিয়ে নিয়েছি।

পঞ্চম অংশ

IMG_20240620_090249.jpg

IMG_20240620_090441.jpg

এরপর আমি বেটে রাখা মসলা গুলা দিয়ে নিয়েছি। পরিমান মতো হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। এই সময় চুলার জ্বাল মাঝারি আঁচে রাখতে হবে।

ষষ্ঠ অংশ

IMG_20240620_090335.jpg

IMG_20240620_090726.jpg

সব রকম মসলা দিয়ে বেশ কিছুক্ষণ জ্বাল দেয়ার পর এবার আমি পরিমান মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন এতে করে এর স্বাদ দ্বিগুণ বেশি হবে। আমার বাসার কেউ সরিষার তেল খাই না তাই আমি দেই নাই। আপনারা চাইলে সরিষার তেল দিয়ে রান্না করে খেতে পারেন। এরপর আমি বাকি তেজপাতা গুলা হাত দিয়ে ছিড়ে এর ভেতর দিয়ে দিয়েছি। এরপর বেশ কিছু ক্ষন চুলার উপর রেখে নাড়াচাড়া করে নিয়েছি।

সপ্তম অংশ

IMG_20240620_152217.jpg

IMG_20240620_152155.jpg

অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর লক্ষ্য করবেন যে তরকারির রঙের অনেকটা পরিবর্তন হয়েছে। ঘ্যাটকলের কালার সবুজ থেকে কালচে রঙ ধরন করেছে। কালচে রং ধারণ করলে মনে করতে হবে এটা তৈরি হয়ে গেছে।


পোস্টের বিষয়রেসিপি পোস্ট
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা


আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার অমিল ও ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার পরিচয়

আমি তানহা তানজিল তরসা। । আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

Steem_Pro.png

Sort:  
 11 days ago 

ঘ্যাটকল কি? আমি চিনতে পারে নি এই বিষয়টা যদি জানাতেন। ঘ্যাটকল মনে হয় কচুর শাকের ডাটা হবে। আপনার রন্ধন প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে দেখে খুব ভালো লাগলো। রন্ধন প্রক্রিয়া দেখে মনে হচ্ছে বেশ মজার এবং সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর রেসিপি পোস্ট শেয়ার করার জন্য।

 11 days ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 11 days ago 

ঘ্যাটকলের পাতা নেই জন্য চিনতে পেলাম না তবে অনেক পরিচিত লাগলো।আন্দাজ করতে পারছি চামঘাস কিংবা দুধ কচু হতে পারে।যাই হোক না কেন ভীষণ চমৎকার রেসিপিটি।রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ঘ্যাটকল রেসিপিটি ভাগ করে নেয়ার জন্য।

 11 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

 11 days ago 

কচুর ডাটা দিয়ে দারুন একটি রেসিপি তৈরি করেছেন। এই ধরনের খাবার খেতে অনেক ভালো লাগে। আপনি অনেক দক্ষতার সাথে এই রেসিপি তৈরি করে সবার মাঝে শেয়ার করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 11 days ago 

আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 11 days ago 

প্রথমবারের মতো আপনার মাধ্যমে এমন অদ্ভুত এক রেসিপির সাথে পরিচিত হলাম।
আসলে এভাবেও যে লোভনীয় খাবার প্রস্তুত করে খাওয়া যায় কখনো আইডিয়া করতে পারেনি।
তবে আপনার প্রস্তুত করার রেসিপি এবং বর্ণনা আমার কাছে বেশ ভালো লেগেছে।
বোঝাই যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছিল।

 11 days ago 

আমার তৈরি রেসিপিটি আপনার মনে ধরেছে জেনে অনেক খুশি হলাম। তবে রেসিপিটি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। সময় পেলে বাসায় একদিন ট্রাই করে দেখবেন খেতে অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে।

 11 days ago 

ঘ্যাটকল নামটা প্রথম শুনলাম। দেখে মনে হচ্ছে কচু জাতীয় কিছু। যাইহোক ভিন্ন ধরনের একটা রেসিপি দেখে খুবই ভালো লাগলো। খুব দারুন ভাবে রেসিপিটা তৈরি করেছেন। এভাবে কখনো খাওয়া হয়নি। খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপু এত লোভনীয় একটা রেসিপি শেয়ার করার জন্য।

 11 days ago 

জি আপু খেতে অনেক সুস্বাদু হয়েছে। সময় পেলে বাসায় একদিন ট্রাই করে দেখবেন খেতে অনেক ভালো লাগবে ধন্যবাদ আপু।

 11 days ago 

আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো! ঘ্যাটকল ভাজির রেসিপিটি খুবই অনন্য এবং মুখরোচক। আপনি প্রতিটি ধাপ এত সুন্দর করে বর্ণনা করেছেন যে, এটি পড়ে মনে হচ্ছে যেন আমি নিজেই রান্না করছি। আপনার এই দক্ষতা ও সৃজনশীলতা সত্যিই প্রশংসনীয়। ধন্যবাদ এমন চমৎকার রেসিপি আমাদের সাথে ভাগ করার জন্য।

 11 days ago 

ধন্যবাদ ভাইয়া আপনার প্রশংসা মুখরিত মতামত শেয়ার করার জন্য।

 11 days ago (edited)

ঘ্যাটকলের তরকারি আমার অনেক পছন্দ। বেশি করে ঝাল,তেল দিয়ে সুন্দর করে ঘ্যাটকল রান্না করলে গোশতের স্বাদ কেউ হার মানাবে। আপনি মাংসের স্বাদে মজার ঘ্যাটকল রেসিপি তৈরি করেছেন। দেখে তো মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। রান্নার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ অনেক সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 days ago 

জি আপনি ঠিকই বলেছেন ঘ্যাটকলের তরকারিটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল।তবে আপনি এই তরকারিটা খেতে অনেক পছন্দ করেন জেনে অনেক ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ।

 11 days ago 

গরম ভাতের সাথে ঘ্যাটকল খেতে অনেক মজা লাগে। সু স্বাগতম আপনাকে।

 11 days ago 

জি আপনি ঠিকই বলেছেন।

 11 days ago 

মাংসের চেয়েও এই খাবারগুলো বেশি ভালো লাগে খেতে। আর আপনি এত সুন্দর করে রান্নার পদ্ধতি তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। সত্যি আপু এই ধরনের খাবারগুলো খেতে আমার অনেক ভালো লাগে। আপনার রেসিপি দেখেও খুবই ভালো লেগেছে।

 11 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 days ago 

এটা একদমই নতুন রেসিপি আমার কাছে, প্রথমে তো নাম শুনে অবাক হয়েছি তারপর ইউটিউব সার্চ দিয়ে চেনার চেষ্টা করেছি ঘ্যাটকলকে, হি হি হি।

 10 days ago 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ঘ্যাটকল খেতে অনেক টেস্ট লাগে।এই রেসিপির নাম শুনে অবাক হওয়ার কিছু নেই এক এক এলাকার মানুষ একাক নামে পরিচিত এই রেসিপিটির সাথে।আপনি ইউটিউবে সার্চ দিয়ে চিনতে পারছেন কি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60270.38
ETH 3307.79
USDT 1.00
SBD 2.40