স্বরচিত কবিতাঃ শীতের পিঠাপুলি।

in আমার বাংলা ব্লগ13 hours ago (edited)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/ আদাব।

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ২১ ডিসেম্বর ২০২৪ ইং: রোজ শনিবার ।
বাংলায় ০৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ।


হ্যালো বন্ধুগণ..........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট করব। যেহেতু এখন শীতকাল আর শীতকাল মানেই পিঠাপুলির উৎসব।শীতকালে বিশেষ করে খেজুরের গুড় ও খেজুর রসের পিঠা খেতে অনেক টেস্ট লাগে।শহরের তুলনায় গ্রামে শীত ও বেশি আবার পিঠাপুলের উৎসব বেশি। আশা করি আমার লেখা শীতের পিঠাপুলি স্বরচিত কবিতা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

nature-6891549_1280.jpg
Sourse

শীতের পিঠাপুলি
লেখাঃ তানহা তানজিল তরসা

শীতের সকালে কুয়াশার চাদর,
মাঠের ঘাসে জমে শিশিরের আদর।
রান্নাঘরে তখন মিষ্টি সুরভি,
মা বানাচ্ছে পিঠা, হৃদয় ভরা ছবি।

পুলি পিঠার ভাঁজে নারকেলের মিষ্টি,
খেজুরের গুড়ে যেন স্বাদ অতি স্পষ্টি।
চিতই পিঠা ভাঁজে ধোঁয়া ওঠে সবে,
আহা! শীতের স্বাদ যেন জমে মজবুতে।

দুধপুলি গরম গরম হাঁড়িতে রাখে,
ছোট্ট আইয়ান মুগ্ধ হয়ে চাখে।
মায়ের হাতে গড়া সেই পিঠার সুখ,
শীতের সকালে বাড়ি ভরে হাসি রং মুখ।

নতুন চালের গন্ধে শীতের গান
ঘরে ঘরে বাজে উৎসবের তান।
এই পিঠা পুলি, এই শীতের মেলা,
প্রাণের মাঝে বেঁধে রাখে আত্মার খেলা।

মূলভাবঃ

এই কবিতার মূলভাব হলো বাঙালির শীতকালীন পিঠাপুলির ঐতিহ্য এবং পারিবারিক আনন্দ। শীতের সকালের প্রকৃতি, মায়ের হাতে তৈরি পিঠার স্নেহ এবং ছোটদের সেই পিঠা উপভোগ করার দৃশ্য কবিতায় হৃদয়গ্রাহীভাবে ফুটে উঠেছে। এটি শীতের মৌসুমে বাঙালি পরিবারে সৌহার্দ্য, স্নেহ, এবং উৎসবের আবহকে তুলে ধরে


পোস্টের ধরনস্বরচিত কবিতা
লেখাতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yuC3rR4rbxh9drqZCiu2ohaW3jfBNmPsHwm45DRuiVaA9hiTkfe3LLto79THKBB3jh2i2DcPTSJHBpiDZSmfErdeVBnYW.png

Sort:  
 13 hours ago 

Screenshot_2024-12-21-20-29-50-331_com.peak.jpg

Screenshot_2024-12-21-11-36-29-033_com.android.chrome.jpg

Screenshot_2024-12-21-11-35-10-595_com.android.chrome.jpg

Screenshot_2024-12-21-11-34-49-744_com.android.chrome.jpg

Screenshot_2024-12-21-11-34-28-701_com.android.chrome.jpg

Screenshot_2024-12-21-11-33-50-521_com.twitter.android.jpg

 13 hours ago 

শীত মানেই পিঠা তৈরি করার উৎসব। ঘরে ঘরে বিভিন্ন রকমের পিঠা তৈরি হয়। আর আপনি এত সুন্দর করে এই কবিতাটি লিখেছেন দেখে অনেক ভালো লাগলো। কবিতাটি অসাধারণ হয়েছে আপু। কবিতা পড়তেও ভীষণ ভালো লেগেছে।

 12 hours ago 

আমার লেখা কবিতা আপনার কাছে অনেক ভালো লাগেছে জেনে খুবই খুশি হলাম আপু।

 13 hours ago 

শীতকাল মানেই বিভিন্ন স্বাদের পিঠা খাওয়ার অনুভূতি।আজকে আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছিলাম। শীতের পুলিপিঠ নামক কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 12 hours ago 

কবিতা পড়ে অনেক সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 12 hours ago 

শীতকাল চলে আসলেই বিভিন্ন ধরনের পিঠা পুলির উৎসব লেগে যায়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে শীতের পিঠাপুলি নিয়ে একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি খুবই সুন্দর করে কবিতা টি লিখেছেন।

 7 hours ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করে পাশে থেকার ধন্যবাদ ভাই।

 11 hours ago 

এ যেন সময় উপযোগী কবিতা। অনেক ভালো লাগলো আবৃত্তি করতে। বেশি দক্ষতার সাথে আপনি শীতের পিঠাকে কেন্দ্র করে কবিতা লিখেছেন। সকল পিঠার মধ্যে পুলি পিঠা আমি অনেক পছন্দ করি। এত সুন্দর পিঠা তৈরি করে দেখানোর জন্য ধন্যবাদ।

 7 hours ago 

আপনার প্রশংসা মুখরিত মতামত শেয়ার করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 11 hours ago 

শীতের পুলি পিঠে নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 7 hours ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 11 hours ago 

শীতকাল মানেই পিঠা উৎসব।
এমনিতেই পিঠা খেতে দারুন লাগে, আর আপনি সেই পিঠা নিয়ে চমৎকার কবিতা লিখেছেন। সত্যিই দূর্দান্ত লেগেছে আপনার আজকের কবিতাটি।
এগিয়ে যান আপু।

 7 hours ago 

আপনার সুন্দর অভিমত ব্যাক্ত করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 9 hours ago 

শীতকাল চলছে সঙ্গে প্রতিটি সকাল সন্ধ্যা মেতে উঠছে পিঠে পুলের উৎসবে। পিঠে পুলি কে ঘিরে খুব সুন্দর একটি কবিতা তৈরি করেছেন। শীতের সকাল বা সন্ধ্যায় গরম গরম পিঠা খাবার যে কি মজা সেটা আমরা কমবেশি সবাই জানি।বাঙালির এই আবেগময় মুহূর্ত শুধু বাঙালি রাই বুঝতে পারি। খুব সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপু।

 7 hours ago 

সুন্দর ও সাবলীল ভাষায় অনেক সুন্দর মতামত শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 hours ago 

আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে দুটোই খুব ভালোবাসি। আপনি আজ অনেক সুন্দর করে শীতের পিঠাপুলি, কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই কবিতার সবগুলো লাইন অনেক বেশি সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে বেশি সুন্দর লাগে। আপনার শীতের পিঠাপুলি কবিতাটা লেখার টপিক ছিল অসম্ভব দারুন। আশা করছি আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা গুলো আমাদের মাঝে এরকম ভাবে শেয়ার করে যাবেন।

 2 hours ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96900.40
ETH 3351.13
USDT 1.00
SBD 3.19