স্বরচিত কবিতাঃ অন্তহীন সুর।

in আমার বাংলা ব্লগ12 days ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/ আদাব।

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ২১জুন ২০২৪ ইং: রোজ শুক্রবার ।

বাংলায় ০৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ।


20240621_073004.jpg

Source

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট নিয়ে হাজির হয়েছি। এই ধরনের কবিতা পোস্ট করতে কম বেশি সবারই অনেক ভালো লাগে। এই ধরনের কবিতা লিখে পোস্ট করতে আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। কবিতা লিখতে এবং আবৃত্তি করতে আমার অনেক ভালো লাগে। আমি সব সময় চেষ্টা করি নিজের লেখা কবিতা পোস্ট করার।আশা করি আমার লেখা স্বরচিত কবিতা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।

অন্তহীন সুর
লেখাঃ তানহা তানজিল তরসা

অন্তহীন সুরে বাজে জীবনের বীণা,
সময় বলে যায়, সময় থামে না।
রাতের তারাগুলো মেলে স্মৃতির কল্পনা,
আঁধারের ফাঁকে ফাঁকে জ্বলে আশার আলো।

দিনের আলোতে মিশে যাই নতুন স্বপ্নে,
সকাল বলে ওঠে, "নতুন শুরু হলো"।
পাখির কিচিরমিচিরে মধুর এক রাগিনী,
প্রকৃতির কোলে মিশে যায় প্রাণের চঞ্চলতা।

প্রেমের সুরে বেঁধেছি হৃদয়ের বাঁধন,
দু’জনের মিলে তৈরি করেছি নতুন দিগন্ত।
যেখানে নেই কোনো দুঃখ, নেই কোনো আক্ষেপ,
শুধু রঙিন স্বপ্ন আর ভালোবাসার বুনন।

সমুদ্রের ঢেউ যেমন আসে আবার ফিরে যায়,
তেমনি জীবনের মঞ্চেও পালাবদল হয়।
কিন্তু কিছু স্মৃতি থেকে যায় মনের অন্তরে,
যা কখনো ভুলে যায় না, সব সময় থাকে পাশে।

অন্তহীন সুরে বাজে জীবনের বীণা,
সময় বলে যায়, সময় থামে না।
প্রতিটি মূহূর্তে আছে এক নতুন কাহিনী,
আমরা শুধু সে কাহিনীর পাঠক, জীবন লেখক আমাদের।

জীবনের প্রতিটি দিনই যেন একেকটা কবিতা,
মনের ক্যানভাসে আঁকি সুখ-দুঃখের রঙ।
প্রেম, আশা, বেদনা আর হাসির মিশ্রণে,
বড় করে লিখি জীবন নামের অমর কাব্য।

জীবনের অবিরাম চলাচল এবং সেই চলার পথে ভালোবাসা, স্বপ্ন, স্মৃতি ও আশার গুরুত্ব অনেক। কবিতাটি জীবনের সুর, সময়ের অগ্রগতি, স্মৃতি, নতুন শুরু, প্রকৃতির সৌন্দর্য, প্রেমের বন্ধন এবং জীবনের রঙিন কাহিনীর কথা বলে। এটি আমাদের জীবনকে একটি অবিরাম সঙ্গীত হিসেবে তুলে ধরে, যেখানে প্রতিটি মুহূর্ত একেকটি নতুন কাহিনী বুনে চলে। জীবনকে একটি কবিতার সঙ্গে তুলনা করে, যেখানে সুখ-দুঃখ, প্রেম, আশা এবং বেদনা মিশে এক অনন্য কাব্য রচনা করে।
পোস্টের ধরনস্বরচিত কবিতা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা


আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

Steem_Pro.png

Sort:  
 12 days ago 

দারুন একটি কবিতা লিখে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। কবিতার মাধ্যমে আপনি জীবনে চলার সাথে সুরের মিল তুলে ধরেছেন। আমাদের জীবনটা অনেকটা ছন্দের মতই সুরের সাথে তাল মিলিয়ে সব কিছুই চলে। ধন্যবাদ অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 12 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

 12 days ago 

আমারা সবাই এক আমাদের উচিত সবাই সবার পাশে থাকার।

 12 days ago 

জি অবশ্যই ঠিকই বলেছেন আপনি।

 12 days ago 

ধধন্যবাদ আপনাকে।

 11 days ago 

সু স্বাগতম।

 12 days ago 

কবিতা লিখতে এবং অন্যের লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে প্রতিনিয়ত অনেক বেশি ভালো লাগে।
আপনার লেখা কবিতাটি আমার কাছে খুব ভালো লেগেছে।
বিশেষ করে ছন্দ গুলো দারুন মিলেছে।
তাছাড়া কবিতার মাঝে দারুণ ভালোবাসার প্রতি ছবি ফুটে উঠেছে।

 12 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার লেখা কবিতা আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 12 days ago 

আমাদের জীবনে আসলে অনেক কিছুই আসবে যাবে। সুখ দুঃখ হাসি কান্না সবকিছু মিলিয়ে আমাদের জীবন। আপনি দারুন একটা কবিতা লিখেছেন আপু। বিশেষ করে প্রকৃতির বিভিন্ন জিনিসগুলোকে নিয়ে লিখেছেন যার কারণে অনেক বেশি ভালো লেগেছে।

জীবনের প্রতিটি দিনই যেন একেকটা কবিতা,
মনের ক্যানভাসে আঁকি সুখ-দুঃখের রঙ।
প্রেম, আশা, বেদনা আর হাসির মিশ্রণে,
বড় করে লিখি জীবন নামের অমর কাব্য।

উপরের এই লাইনগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 12 days ago 

আপু আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্টে প্রসংশা মূলক মতামত শেয়ার করার জন্যে।ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 12 days ago 

কবিতা লিখতে এবং আবৃত্তি করতে আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো। আপু আপনি কিন্তু বেশ ভালো কবিতা লিখেন। কবিতার লাইন গুলো খুবই ভালো লেগেছে। দারুন কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 12 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য।

 12 days ago 

অনেক সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার লেখা কবিতার প্রত্যেকটা লাইনগুলো আমার কাছে ভালো লাগলো। খুব সুন্দর ভাবে সাজিয়েছেন ছন্দ মিল রেখে কথার ভঙ্গি রেখে। এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে কবিতাটা। আশা করবো আবারো নতুন একটি কবিতা নিয়ে উপস্থিত হবেন সামনে সপ্তাহে।

 12 days ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 12 days ago 

অন্তহী সুর এই কবিতাটি আমার অনেক ভালো লেগেছে। অসাধারণ একটি কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো ভাষাগুলো খুবই সুন্দর ছিলো,পড়ে তাই ভালো লাগলো।

 12 days ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 11 days ago 

কবিতা পড়তে এবং আবৃত্তি করতে আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম আপু। আপনার আজকের কবিতাটি কিন্তু খুব সুন্দর হয়েছে। জীবনের চলার পথে সুখ-দুঃখ, হাসি-কান্না সবার থাকবে। সেগুলোকে সাথে নিয়ে চলতে পারার নামই জীবন। এ বিষয়টিকে নিয়ে কবিতাটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ভালো লেগেছে আমার কাছে আপনার কবিতাটি।

 11 days ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 10 days ago 

সমুদ্রের ঢেউ যেমন আসে যায় তেমনি আমাদের জীবন ও পালাবদল হয় দারুন একটি কবিতা লিখেছেন আপু।আপনার লেখা কবিতাটি পড়ে মুগ্ধ হলাম।খুবই সুন্দর ভাবে প্রতিটা লাইন উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 10 days ago 

অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর গঠনমূলক মতামত আমার পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60289.82
ETH 3304.15
USDT 1.00
SBD 2.42