জেনারেল রাইটিংঃ স্বপ্ন আর বাস্তবতা।

in আমার বাংলা ব্লগ5 days ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ২৯ ডিসেম্বর রোজ রবিবার ২০২৪ ইং:।

বাংলায় ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ।

হ্যালো বন্ধুরা.........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে মাঝে একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমার নতুন ব্লগে সকল সদস্যকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদের মাঝে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আশা করি আমার লেখার জেনারেল রাইটিং পোস্ট আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক

dream-4827288_1280.jpg
Source

স্বপ্ন দেখতে কার না ভালো লাগে? ছোটবেলা থেকেই আমরা স্বপ্ন দেখি। কখনো আকাশ ছোঁয়ার, কখনো বিশাল কিছু করার। স্বপ্ন এমন এক জিনিস যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে রঙিন করে তোলে। তবে স্বপ্ন আর বাস্তবতার মাঝে রয়েছে এক গভীর সেতু, যেটা পার হতে প্রয়োজন ধৈর্য, পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি।স্বপ্নের শুরু হয় মনে। কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন হয় সাহসের। শুধু স্বপ্ন দেখলেই হয় না সেই স্বপ্নকে পূরণের জন্য পরিকল্পনা করা, চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং পরিশ্রম করার মানসিকতা থাকতে হয়। অনেকেই স্বপ্ন দেখে, কিন্তু বাস্তব জীবনের কঠিন পথ পাড়ি দিতে ভয় পায়। ব্যর্থতার ভয়, সমাজের বাঁধাধরা নিয়ম কিংবা আশেপাশের মানুষের নেতিবাচক কথাগুলো অনেক সময় স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়।

তবে জীবনে সফল হতে চাইলে এসব ভয় আর শঙ্কাকে জয় করতে হয়। যারা স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে যায়, তারাই জীবনে বড় কিছু করতে পারে। মনে রাখতে হবে, ব্যর্থতা মানে কোনো কিছু শেষ হয়ে যাওয়া নয় বরং ব্যর্থতা আমাদের শেখায়। প্রতিটি ভুল, প্রতিটি হার আমাদের আরেকটি নতুন সুযোগের দিক দেখায়।কিন্তু এই পথ কখনোই সহজ নয়। স্বপ্ন পূরণের পথে আসবে হাজারও বাধা। কখনো সময়ের অভাব, কখনো অর্থের সীমাবদ্ধতা, আবার কখনো নিজের উপর বিশ্বাস হারানোর মতো সংকট। কিন্তু যারা সত্যিকার অর্থে স্বপ্নকে ভালোবাসে, তারা এসব বাধাকে জয় করেই সামনে এগিয়ে যায়। তারা জানে প্রতিটি অন্ধকারের শেষে আলো থাকে।

স্বপ্ন পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইতিবাচক মানসিকতা বজায় রাখা। কোনো কাজই অসম্ভব নয়, যদি আমরা বিশ্বাস করি এবং সে অনুযায়ী কাজ করি। তাই আমাদের নিজেদের উপর আস্থা রাখতে হবে। জীবন কেবলমাত্র তাদের জন্যই সহজ, যারা সাহস করে প্রথম পদক্ষেপ নেয়।স্বপ্ন পূরণের আরেকটি বড় উপাদান হলো ধৈর্য। অনেক সময় আমরা স্বপ্ন পূরণের পথে ক্লান্ত হয়ে পড়ি। মনে হয় এত পরিশ্রম করেও যেন কিছুই হচ্ছে না। কিন্তু ঠিক এই মুহূর্তগুলোতেই আমাদের ধৈর্য আর আত্মবিশ্বাস পরীক্ষা করা হয়। যারা এই ধৈর্যের পরীক্ষায় পাশ করে, তারাই সত্যিকারের বিজয়ী হয়।

তাই, স্বপ্ন দেখো সেই স্বপ্নের জন্য কাজ করো এবং কখনো হাল ছাড়ো না। প্রতিদিন একটুখানি করে সামনে এগিয়ে যাও। হয়তো পথটা দীর্ঘ হবে, চ্যালেঞ্জে ভরা হবে কিন্তু একদিন ঠিকই মনে হবে হ্যাঁ আমি পেরেছি।তুমি কী স্বপ্ন দেখছো আজ? সেই স্বপ্নের জন্য তুমি কীভাবে এগিয়ে যাচ্ছ? হয়তো এই মুহূর্তেই তোমার যাত্রা শুরু করার সময়। কারণ সময় কিন্তু কারো জন্য অপেক্ষা করে না। এখনই উপযুক্ত সময় নিজের স্বপ্নের পথে যাত্রা শুরু করার।যে স্বপ্ন নিয়ে আজ তুমি কাজ শুরু করবে, সেটাই একদিন তোমার জীবনের গল্প হয়ে উঠবে। আর সেই গল্প হবে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।


পোস্টের বিষয়জেনারেল রাইটিং
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার ভেতর ভূল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


Logo.png

Banner.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo11x8ittnXZjCxVzeXe6EcY2LhnYATvoVg9pQWkha9i6dGRh5MNMnu17RgRnajr7iRuLnFnKojVVLT2Uc6.png

Sort:  
 5 days ago 

Screenshot_2024-12-29-20-39-01-802_com.android.chrome.jpg

Screenshot_2024-12-29-20-34-12-368_com.android.chrome.jpg

Screenshot_2024-12-29-20-33-02-678_com.android.chrome.jpg

Screenshot_2024-12-29-19-44-38-081_com.android.chrome.jpg

Screenshot_2024-12-29-19-43-55-202_com.twitter.android.jpg

Screenshot_2024-12-28-22-23-10-313_com.peak.jpg

 5 days ago 

খুব সুন্দর একটা বিষয় নিয়ে আপনি আমাদের মাঝে জেনারেল রাইটিং প্রকাশ করেছেন। আপনার লেখা পড়ে খুবই ভালো লাগলো আমার। এত সুন্দর ভাবে বুঝিয়ে লেখার জন্য ধন্যবাদ।

 4 days ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।

 4 days ago 

স্বপ্ন আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। স্বপ্ন সবাই দেখতে পারে, কিন্তু বাস্তবায়ন সবাই করতে পারে না। যে বা যারা নিজের মেধা খাটিয়ে পরিশ্রম করতে পারে,শুধুমাত্র তারাই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে। যাইহোক দারুণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন আপু। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

আপনি একদম ঠিক কথা বলেছেন স্বপ্ন আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমার লেখা জেনারেল রাইটিং আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাই।

 3 days ago 

স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য রয়েছে৷ আমরা স্বপ্ন দেখে যদি তা পূরণ করতে পারি তা যেরকম আমাদের জন্য ভালো৷ তেমনি আমাদের জীবন সুন্দর৷ আর যদি আমরা শুধুমাত্র স্বপ্ন দেখে কোন ধরনের বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে না পারি তাহলে সে স্বপ্ন কখনোই আমাদের জন্য সুফল বয়ে আনবে না। আজকে আপনি খুব সুন্দর একটি টপিক আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

সুন্দর ও সাবলীল ভাষায় মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.27
JST 0.040
BTC 96876.24
ETH 3451.68
SBD 1.58