ভিডিওগ্রাফি পোস্টঃপদ্মা সেতু ও রুপপুর পারোমানিক বিদ্যুৎ কেন্দ্রের ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 months ago
আসসালামু আলাইকুম/আদাব

আজ ২৭ জুন রোজ বৃহস্পতিবার ২০২৪ ইং:।

বাংলায় ১৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ ।

🌿👰আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করবো। আপনাদের ভাই পাবনাতে চাকরি করে তাই আমারা সেখানে বাসা নিয়ে থাকি। ছুটিতে বাড়িতে যাওয়ার সময় আমাদেরকে বাসে করে আসতে হয়। বাস লালন শাহ সেতু অর্থাৎ পদ্মা নদীর উপর দিয়ে আসতে হয়। আর আমাদের দেশে সব থেকে বড় যে পাওয়া সেটা হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমাদের জন্য অনেক বড় পাওয়। যদিও এর নানা রকম ক্ষতিকর দিক আছে। যদিও আমারা সেদিকে তেমন একটা লক্ষ দেয় না৷ আমারা লাভের দিকটা বেশি খেয়াল করি। তাই হোক বাড়ি থেকে আসা যাওয়া করার সময় এই সেতু ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দের পাশ দিয়ে যাওয়া আসা করা লাগে। পদ্মা নদী ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দেখতে খুবই চমৎকার লাগে। তাই ভাবলাম জিনিসটা ফোনের মাধ্যমে ভিডিও করে রাখি। তাই আমি বাসের ভেতর থাকা অবস্থায় এই ভিডিওটি ধারণ করেছিলাম। আজকে আমি সেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করি আমার ধারণ করা সেতু ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

IMG_20240626_222750.jpg

IMG_20240626_223335.jpg

IMG_20240626_222829.jpg

ভিডিওগ্রাফির লিংক

পোস্টে বিবরণীভিডিওগ্রাফি
ডিভাইসরেডমি নোট ১১
ক্যামেরা৫০মেগাপিক্সেল
লোকেশনপাবনা


আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগ্রাফিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন।
১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

Steem_Pro.png

Logo.png

Banner_New.png

20230619_1852241.gif

Sort:  
 3 months ago 

বেশ কয়েক বছর ধরে ঘর থেকে বের হতে পারছি না। বাহিরের সৌন্দর্য বা বাইরের কোন গুরুত্বপূর্ণ স্থান দেখার মত পরিস্থিতি এখন আর নেই। তাই ঘরে বসেই পদ্মা সেতু রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিডিওগ্রাফিটা দেখতে পেলাম সত্যিই ভীষণ ভালো লাগলো। এত চমৎকারভাবে ভিডিও করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 months ago 

আমার ধারণ করা ভিডিওগ্রাফি আপনার কাছে অনেক ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

এই পথ ধরে বহুবার গিয়েছি। কিন্তু এমন করে ভিডিওগ্রাফি আর করতে পারিনি। আপনি বেশ দারুন একটি ভিডিওগ্রাফি করেছেন। সেই ছেলেবেলায় বইতে পড়েছিলাম রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের কথা। আজ আপনার ভিডিওগ্রাফি দেখে বেশ মুগ্ধ হলাম। ধন্যবাদ এমন সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 3 months ago 

বাহ্ ভালো তো আপু আপনি এই পথে বহুবার যাতায়াত করেছেন শুনে অনেক ভালো লাগলো। আমার করা ভিডিওগ্রাফি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। আপনাকে অনেক ধন্যবাদ আপু আপনার প্রশংসা মুখরিত মতামত শেয়ার করার জন্য।

 3 months ago 

এটা পদ্মা সেতু না লালনশা সেতু, কুষ্টিয়া ভেড়ামারা পার হয়ে না এটা। হার্ডিং ব্রিজ আর লালন শা সেতু পাশাপাশি। কি জানি বুঝতে পারছি না। পদ্মা সেতু তো মাওয়া ওদিকে। যাইহোক ভিডিও ধারণটা কিন্তু দারুণ হয়েছে আপু। এভাবে ভিডিও ধারণ করতে আমিও খুব পছন্দ করি। তবে বাইরে কোথাও গেলে দেশের সৌন্দর্য উপভোগ করা আর ভিডিও ধারন করা ফটো ধারণ করার মজা আলাদা

 3 months ago 

জ্বি আপু লালন শাহ সেতু। ভেড়ামারা পার হয়ে যে ব্রিজটা। আপনি সঠিন ধারনা করেছেন। অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর করে গঠন মূলক মতামত প্রকাশ করার জন্য।

 3 months ago 

দৃশ্যগুলো খুবই সুন্দর আপু। আপনি একদম ঠিক বলছেন পারমাণবিক বিদ্যুৎ আমাদের জন্য খুবই দরকারি। যদিও কিছু পেতে হলে কিছু ক্ষতির সম্মুখীন হতে হয়। যেটা আমাদের এখানেও কয়লা বিদ্যুতের ক্ষেত্রে এমন অবস্থা। কইলা বিদ্যুৎ উৎপাদনের কারণে অনেক জমি নষ্ট হয়ে গেছে এবং আবহাওয়া দূষিত হচ্ছে। তারপরেও দেশের মঙ্গলের জন্য অনেক কাজ করে যাচ্ছে সরকার। আপনার ভিডিওটি দেখে অনেক ভালো লাগলো ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল।

 3 months ago 

জি আপু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দৃশ্যটি অনেক সত্যিই অনেক সুন্দর। আমার তো দেখতে বেশ ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার গঠন মূলক মতামত প্রকাশ করার জন্য।

 3 months ago 

পদ্মা সেতু ও রুপপুর পারোমানিক বিদ্যুৎ কেন্দ্রের অসাধারণ ভিডিওগ্রাফির ধারণ করেছেন। আপনার ভিডিওগ্রাফির এঙ্কেল অসাধারণ ছিল। আপনার ভিডিওগ্রাফিটি আমার কাছে খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

আমার ধারণ করা ভিডিওগ্রাফি আপনার কাছে অনেক ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61968.29
ETH 2501.95
USDT 1.00
SBD 2.66