আর্ট পোস্টঃ কালার পেন দিয়ে টেডিবিয়ার আর্ট।

in আমার বাংলা ব্লগ10 days ago (edited)
আসসালামু আলাইকুম

🌿আমি তানহা তানজিল তরসা । আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ২৩ জুন রোজ রবিবার ২০২৪ ইং:।

বাংলায় ০৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ ।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি একটি আঁট পোস্ট নিয়ে হাজির হলাম। চিত্র অংকন করতে বেশ ভালোই লাগে। যদিও এই বিষয়ে আমি কাল থেকেই বেশ ভালো। কিন্তু ছোট কাল থেকে যতটুকু পেরেছি শেখার ছবি আঁকা শেখার। যাই হোক এখন যতটুকু পারি ছবি আঁকি আর সেটা আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আমার আঁকা ছাবি আপনাদের অনেক ভালো লাগবে।

ফাইনাল লুক

IMG_20240623_125602.jpg

প্রয়োজনীয় উপকরণ
সাদা কাগজ
পেনসিল
কালার পেন



প্রথম ধাপ

IMG_20240622_203042.jpg

প্রথমে আমি একটি সাদা কাগজের ওপরে কালো জরি কলম দিয়ে গোল করে একটি বৃত্ত একে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

IMG_20240622_202953.jpg

এরপর বৃত্তের উপরের দুই পাশে দুইটি কান এঁকে নিয়েছি।

তৃতীয় ধাপ

IMG_20240622_203714.jpg

এরপর বৃত্তের ভিতরে মাঝবরাবর আমি একটি ছোট করে বৃত্ত দিয়ে দিয়েছি। এবারে ছোট বৃদ্ধির একটু উপরে দুই পাশে দুইটি চোখের মত করে একে নিয়েছি। এরপর আমি ছোট বৃত্তের নিচে মুখ এঁকে নিয়েছি।

চতুর্থ ধাপ

IMG_20240622_203118.jpg

এরপর আমি টেডি বিয়ারের হাত এবং পায়ের অংশ সুন্দর করে একে নিয়েছি।

পঞ্চম ধাপ

IMG_20240622_203244.jpg

টেডি বিয়ারের হাত পা সুন্দর করে একে নেয়ার পর মোটা কালো জরিপেন কলম দিয়ে আবারো সুন্দর করে এঁকে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

IMG_20240622_203315.jpg

এরপর আমি আরেকটি হলুদ রঙের জরি কলম নিয়ে টেডি বিয়ারের কানের অংশে সুন্দর করে কালার করে দিয়েছি।

সপ্তম ধাপ

IMG_20240623_124737.jpg

এরপর আমি লাল জরি কলম দিয়ে মুখের নিচে অংশে হালকা করে কালার করে নিয়েছি। এভাবেই আমি একটা টেডিবিয়ার আর্ট করেছি।

পোস্টের ধরনআর্ট পোস্ট
চিত্র শিল্পীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

Steem_Pro.png

Posted using SteemPro Mobile

Sort:  
 10 days ago 

টেডি বিয়ার দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপু আপনি আজকে অনেক সুন্দর ভাবে কিউট একটি টেডি বিয়ার এঁকেছেন। দেখে খুবই ভালো লাগলো। টেডি বিয়ার তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 10 days ago 

এমন উৎসাহিত মূলক মতামত গুলো সত্যি অনেক প্রশংসার দাবি রাখে। কারন এই ধরনের মতামত গুলা কাজের প্রতি আরো বেশি আগ্রহী করে তোলে।

 10 days ago 

কালার কলম দিয়ে অনেক সুন্দর একটি টেডিবিয়ার আর্ট করেছেন। টেডিবিয়ারটি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। তবে আরও কিছু কালার কলম দিয়ে রঙ করলে দেখতে হয়তো আরও সুন্দর হতো। ধন্যবাদ অনেক সুন্দর আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পোস্টে সুন্দর মতামত দিয়ে পাশে থেকে উৎসাহিত করার জন্য।

 10 days ago 

সু স্বাগতম আপনাকে আশা করি আরও ভালো ভালো আর্ট দেখতে পারবো।

 10 days ago 

জি অবশ্যই চেষ্টা করবো।

 9 days ago 

ইনশাআল্লাহ।

 10 days ago 

আজ আপনি কালার কলম দিয়ে সুন্দর একটি টেডিবিয়ার অঙ্কন করেছেন। আপনার টেডি বিয়ার দেখতে খুব সুন্দর হয়েছে। আপনি বেশ দক্ষতার সাথে চমৎকারভাবে অঙ্কন করেছেন। অংকনের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি টেডি বিয়ার অংকন করে আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।

 10 days ago 

আপনি আমাকে যতটা দক্ষ ভাবছেন আমি অতোটাও দক্ষ নই। তবে চেষ্টা করেছি সুন্দর করে টেডি বিয়ারের ছবি আর্ট করার জন্য। ধন্যবাদ আপু

 10 days ago 

কালার পেন দিয়ে চমৎকার সুন্দর একটি টেডিবিয়ার আর্ট করেছেন আপু।চমৎকার সুন্দর করে টেডিবিয়ার আর্ট করেছেন এবং আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে ধাপে ধাপে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর টেডিবিয়ার আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 10 days ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে অনেক সুন্দর করে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 10 days ago 

প্রথমেই বলবো এই টেডিবিয়ার টি দারুন হয়েছে। তবে আরো সুন্দর দেখাতো যদি রঙিন করা যেতো। এ ধরনের কাজ ছিল দেখতে ভীষণ ভালো লাগে। এটি তৈরি করার প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ।

 10 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

 10 days ago 

কালার পেন দিয়ে দারুন একটি টেডি বিয়ার আর্ট করেছেন আপু। আপনার টেডি বিয়ার টি দেখতে ভীষণ সুন্দর হয়েছে।খুবই চমৎকারভাবে কালার পেনের মাধ্যমে টেডি বিয়ার টি আর্ট করেছেন।যা দেখতে বেশ দারুন লাগছে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 10 days ago 

চেষ্টা করেছি ভালো করে তৈরি করতে যদিও আমি এই কাজে খুব একটা পারদর্শী নই। ধন্যবাদ আপু অনেক সুন্দর করে আমার পোস্টে মূল্যবান কিছু কথা শেয়ার করার জন্য।

 9 days ago 

এই টেডিবিয়ার গুলো মেয়েদের খুব পছন্দের হয়ে থাকে। যদিও এগুলো খুব একটা আমাকে টানে না আকর্ষণ করে না । টেডিবিয়ার এর আর্টটা কালারপেন দিয়ে খুবই চমৎকার করেছেন আপু। বেশ সুন্দর লাগছে দেখতে টেডিটা। দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 9 days ago 

আমার মনে হয় কোন ছেলেরাই টেডি বিয়ার পছন্দ করে না তবে টেডি বিয়ার মেয়েদের অনেক পছন্দের একটা জিনিস। ধন্যবাদ ভাইয়া আমার পোস্টে অনেক সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 9 days ago 

বেশ দারুন তো। আমি তো অবাক হয়ে গেলাম। আপনি তো দেখছি কালার পেন দিয়ে খুব সুন্দর কের টেডিবিয়ার আর্ট করেছেন। আপনার আর্ট করা টেডিবিয়ার আমার কাছে বেশ দারুন লেগেছে। আপনি খুব সুন্দর করে আপনার আর্টের প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন।

 9 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আমার পোস্টে প্রসংশা মুখরিত মতামত শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 9 days ago 

দারুন তো কালার পেন দিয়ে তো দেখছি আপনি খুব সুন্দর একটি টেডিবিয়ার আর্ট করেছেন। আমার কাছে তো দারুন লেগেছে। খুব সুন্দর করে টেডিবিয়ার আর্ট করার ধাপগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার শেয়ার করা টেডিবিয়ার আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম।

 9 days ago 

আমার আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু আমার পোস্টে যথাযথ মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60270.38
ETH 3307.79
USDT 1.00
SBD 2.40